বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আজকাল ছোট ছোট বাচ্চারাও এখন হাই কোয়ালিটির স্মার্টফোন ব্যবহার করছে। আর আপনারা নিশ্চয় জানেন যে একটি স্মার্টফোনে অনেক কিছুই করা যায়। এবার আপনার যদি মনে হয় আপনার ছেলেমেয়েরা স্মার্টফোনে বেশিক্ষণ সময় ব্যয় করছে কিংবা আপনার স্ত্রী বা বান্ধবীর স্মার্টফোনে কি করছে সেটা আপনার জানার প্রয়োজন হয় তাহলে আজকের এই টিউনটি আপনারই জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এলাম স্মার্টফোনে spying করার কিছু সেরা অ্যাপস। এই অ্যাপসগুলোর সঠিক ব্যবহারে আপনি আপনার টার্গেটেড স্মার্টফোনের সবকিছুই আপনার নজরদারিতে রাখতে পারবেন। আমি আশা করবো আজকের এই টিউনটি আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই:
স্মার্টফোনে spy করার জন্য সবথেকে সেরা অ্যাপ হচ্ছে এই mSpy। স্মার্টফোনে স্পাইয়িং করার জন্য বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপ হচ্ছে এটি। অভিভাবক থেকে শুরু করে, স্বামী-স্ত্রী, টিচার স্টুডেন্ট এমনকি কর্মক্ষেত্রেও কমকর্তারা তাদের কর্মীদের স্মার্টফোনের উপর নজরদারী রাখার জন্য mSpy অ্যাপটি ব্যবহার করে থাকেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোনে ব্যবহার করা যাবে। mSpy অ্যাপ ব্যবহার করে আপনি আপনার টার্গেট স্মার্টফোনের কল হিস্টোরির উপর সম্পূর্ণ একসেস পাবেন। মানে কে কল করেছে তার নাম্বার, নাম্বারটি কোন নামে সেভ করা রয়েছে, কতক্ষণ কথা বলা হয়েছে এবং কত তারিখে কয়টার সময় কলা করা হয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। এছাড়াও এই অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনের প্রাইভেট মেসেঞ্জারের উপরও বিশেষ একসেস পাবেন, যেমন ফেসবুক, ভাইবার, ওয়াটসঅ্যাপ মেসেঞ্জারে টার্গেট মানুষটি কার সাথে কি চ্যাট করছে এগুলোর সবকিছুই দেখতে পারবেন। এডভান্স কিলগার ফিচারের সাহায্যে আপনি টার্গেট স্মার্টফোনের পারসোনাল টেক্স, পাসওর্য়াড এবং ইমেইলগুলোও চেক করতে পারবেন। অ্যাপটিতে রয়েছে Geo-fencing ফিচার, যার মাধ্যমে আপনি টার্গেট স্মার্টফোনে Allowed এবং Forbidden এরিয়া সেট করে দিতে পারেন। টার্গেট স্মার্টফোনে যখনই কেউ Forbidden এরিয়াতে (অ্যাপস, টেক্স, কল ইত্যাদি) প্রবেশ করবে তখনই আপনি নোটিশ পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করতে চলে যান তাদের অফিসিয়াল ওয়েব সাইটে।
আমাদের আজকের লিস্টের ২য় স্থানে রয়েছে FlexiSpy অ্যাপটি। অ্যান্ড্রয়েড, আইওএস সহ এই অ্যাপটি দিয়ে আপনি সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোতেও স্পাইয়িং করতে পারবেন। তবে আপনি যদি জটিল অ্যাপস চালাতে দক্ষ হন এবং আপনার এইসব কাজে ভালো বাজেট থাকে তাহলেই কেবল এই অ্যাপটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। FlexiSpy অ্যাপটি ২০০৫ সাল থেকে বাজারে রয়েছে এবং এটি বেশ হাই এন্ড কোয়ালিটির একটি সার্ভিস। এই অ্যাপটি ব্যবহার করে আপনি টার্গেট স্মার্টফোনের টেক্স মেসেজ, ছবি, ভিডিও, অডিও চেক করা সহ ফেসবুক, ওয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সার্ভিসগুলোর হিস্টোরি এবং কনটেন্ট লগ দেখতে পারবেন। এছাড়াও অ্যাপটিতে আপনি পাবেন জিপিএস লোকেশন ফিচার এবং টার্গেট স্মার্টফোনের সকল ব্রাউজারের ব্রাউজিং হিস্টোরি দেখার ফিচার। এই সমস্ত লগ ফাইলগুলো FlexiSpy সার্ভারে স্টোর করা থাকবে, সার্ভারে আপনি আপনার স্মার্টফোন বা পিসি থেকে একসেস করতে পারবেন। তবে এই অ্যাপটি দিয়ে টার্গেট স্মার্টফোনের কোনো ওয়েবসাইট বা অ্যাপকে আপনি সম্পূর্ণ ব্লক করে রাখতে পারবেন না। অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যান তাদের অফিসিয়াল সাইটে।
অভিভাবকদের জন্য তাদের সন্তানদের মোবাইল ডিভাইস স্পাইয়িং করার জন্য অনেক ভালো একটি অ্যাপ হলো এই MobiStealth। অ্যাপটি দিয়ে আপনার সন্তানের স্মার্টফোনে বিভিন্ন ওয়েবসাইটকে ব্লক করে রাখতে পারবেন এবং স্মার্টফোনে কি কি সাইজ সে ভিজিট করছে সেটার উপরও আপনি গোপনে নজর রাখতে পারবেন। অ্যাপ্লিকেশনে রয়েছে বন্ধুসুলভ ইউজার ইন্টারফেস যা ব্যবহার করা খুবই সোজা এবং অ্যাপটি আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, ব্ল্যাকবেরি এবং সিম্বিয়ান স্মার্টফোনগুলোতে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি চারটি সংষ্করণে আপনি পাবেন, এগুলো হচ্ছে বেসিক, লাইট, প্রো এবং প্রো এক্স। অ্যাপটি ডাউনলোড করতে চলে যান তাদের অফিসিয়াল সাইটে।
বিশ্বের সবথেকে সুলভ মূল্যের স্পাই অ্যাপের মধ্যে অন্যতম একটি হচ্ছে TheTruthSpy। অ্যাপটি অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২ থেকে সার্পোট করা শুরু করে। অ্যাপটিকে আপনি স্টেলথ মোডে চালাতে পারবেন, মানে হচ্ছে টার্গেট স্মার্টফোনে undetected থেকে আপনি স্পাইগিরি করতে পারবেন। এছাড়াও একটি স্পাই অ্যাপের বেসিক ফিচারসমূহ যেমন মেসেজ ট্রাকিং, লোকেশন ফাইন্ডার, মাল্টিমিডিয়া ফাইলে (অডিও, ভিডিও, ফটো) একসেস এগুলো এই অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। এছাড়াও ব্রাউজিং হিস্টোরি, সোশাল নেটওয়ার্ক লগইনস ইত্যাদিও লগ ফাইল আকারে অ্যাপটি আপনার সামনে উপস্থাপন করতে পারবে। অ্যাপটির সম্পর্কে বিস্তারিত জানতে চলে যান তাদের ওয়েবসাইটে।
আমাদের আজকের লিস্টের ৫ম স্থানে রয়েছে Spyera। পারসোনাল স্পাইয়িং কাজের জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে এটি। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করা না থাকলেও অ্যাপটি তার সমস্ত ফিচার আপনাকে উপহার দিতে পারবে। তবে অ্যান্ড্রয়েড ৫.০ এবং এর উপরের সংষ্করণগুলোতে ব্যাটারি ড্রেইনের একটি ইস্যু রয়েছে এই অ্যাপটিতে। আপনি অ্যাপটি ব্যবহার করে সরাসরি আপনার টার্গেট স্মার্টফোনটিতে স্পাইয়িং করতে পারবেন এবং একই সাথে টার্গেট স্মার্টফোনের সকল স্পাইয়িং তথ্যগুলো আপনার ওয়েব একাউন্টেও সেভ হয়ে থাকবে। অ্যাপটি টার্গেট স্মার্টফোনের হোম স্ক্রিণ, টাস্ক ম্যানেজার এবং লাঞ্চার থেকে সম্পূর্ণ গোপনীয় ভাবে ইন্সটলকৃত করা অবস্থায় থাকতে পারে। আপনি অ্যাপটির সার্ভারকে রিমোটলি আপডেট করতে পারবেন, টার্গেট স্মার্টফোনটির থেকে রিমোটলি অ্যাপটিকে আনইন্সটল করতে পারবেন। অ্যাপটির সম্পর্কে বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে ঘুরে আসুন তাদের সাইট থেকে:
অডিও স্পাই অ্যাপগুলোর মধ্যে অন্যতম সেরা হচ্ছে এই Ear Spy। এটাকে আপনি মোবাইলের Eavesdropping Tool হিসেবে ব্যবহার করতে পারবেন। টার্গেট স্মার্টফোনের সকল তথ্য আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনার ডিভাইসে শুনতে পারবেন। এটির মাধ্যমে লাইভ কল অডিও ট্রাক করা বেশ সহজ। যাদের লাইভ অডিও কল ট্রাক করার প্রয়োজন রয়েছে তারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। অ্যাপটির প্রো সংস্করণে আপনি পাবেন Echo Cancellations, Noise Suppression, MP3 Recoding, Virtualizer সহ বেশ কিছু এডভান্স ফিচার। অ্যাপটি ডাউনলোড করুন এই লিংকে ক্লিক করে:
বিজনেস এবং চাকুরি ক্ষেত্রে স্মার্টফোন, উইন্ডোজ কিংবা ম্যাক ডিভাইসে স্পাই করার প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারেন iKeyMonitor অ্যাপটি। অ্যাপটি আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং ম্যাক ডিভাইসগুলোকে সার্পোট করে। এছাড়াও iKeyMonitor ব্যবহার করে আপনি সোশাল নেটওয়ার্ক সাইট যেমন ফেসবুক এবং স্ন্যাপচ্যাটকে একসেস করা থেকে বন্ধ করে দিতে পারেন যাতে অফিস টাইমে আপনার কোনো কর্মচারীরা এই সব সাইটে ঢুকে সময় নস্ট না করে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে iKeyMonitor আপনার টার্গেট ডিভাইসের ব্রাউজিং হিস্টোরি, চ্যাট মেসেজ এবং ডিভাইসটি এই মূহুর্ত্বে কোথায় আছে সেটাও জানিয়ে দেবে। iKeyMonitor এর প্রাইস এবং বিস্তারিত জানতে চলে যান তাদের ওয়েবসাইটে:
আমাদের আজকের লিস্টের অষ্টম স্থানে রয়েছে TheOneSpy। গোপনে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে স্পাই করার জন্য আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। একবার টার্গেট স্মার্টফোনে অ্যাপটি ইন্সটল করে দিলে তারপর থেকে ডিভাইসটির সকল এক্টিভিটি আপনি TheOneSpy কনট্রোল প্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। বেসিক ফিচারগুলোর সাথে সাথে TheOneSpy তে রয়েছে টার্গেট স্মার্টফোনের জিপিএস লোকেশন ট্রাক করার সুন্দর ফিচার। অ্যাপটি আপনাকে গুগল ম্যাপে টার্গেট স্মার্টফোনটির রিয়েল টাইম লোকেশনটি খুঁজে বের করে দিতে পারবে। এছাড়াও টার্গেট স্মার্টফোনটির মাল্টিমিডিয়া ফাইলগুলো আপনি ইন্টারনেটে TheOneSpy কনট্রোল প্যানেলের মাধ্যমে চালাতেও পারবেন কোনো প্রকার ধরা খাওয়ার সম্ভাবনা ছাড়াই। TheOneSpy এর সম্পর্কে আরো জানতে চলে যান তাদের ওয়েবসাইটে
যারা আইওএস ডিভাইসে স্পাই করতে চান বা দরকার তাদের জন্য এই Highster Mobile অ্যাপটি বেস্ট। আমাদের আজকের লিস্টের একদম শেষে রয়েছে এই অ্যাপটি। অ্যাপটি হচ্ছে একটি এডভান্স স্পাই সফটওয়্যার যার দাম অনান্য আইওএস স্পাই অ্যাপের থেকে বেশ কম। একমাত্র লাইভ অডিও কল শোনা এবং রেকর্ড করার অপশনটি ছাড়াও একটি স্পাই অ্যাপের অনান্য সকল ফিচারই এর মধ্যে রয়েছে। অ্যাপটির একটি স্পেশাল ফিচার হলো টার্গেট আইওএস ডিভাইসে একদম রিমোট ভাবে আপনি এই অ্যাপটি ইন্সটল করতে পারবেন, একে বলা হয় OTA (Over the air) ফিচার। অ্যাপটির সম্পর্কে আরো জানতে ঘুরে আসুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে:
এই ছিলো স্মার্টফোনে স্পাইয়িং করার জন্য সেরা ৯টি অ্যাপসের লিস্ট। আশা করবো লিস্ট থেকে আপনারা দরকারি অ্যাপটিকে বেছে নিতে পারবেন। একই সাথে আমি এও আশা করবো যে কোনো বেআইনী বা অসাধু কাজের জন্য এই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করবেন না। আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি টিউনার ফাহাদ চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাই কোন Website কি ফ্রি তে আছে??
নাকি সব গুলাই Paid.