আমার সালাম নিবেন। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকের টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে আলোচনা করব।
আমি আমার টিউন তাড়াতাড়ি করার জন্য আমি মুখে বলে টিউন লিখি। আমি জানিনা আমার আমার টিউন করা হবে নাকি। কিন্তু আমার লেখালেখির অভ্যাস এতটা নেই। তাই আমি মুখে বলে চালিয়ে দেই। এইজন্য আমি টেকটিউনস এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমি মুখে বলছি কিন্তু এটা কোন কপি পেস্ট নয়। এছাড়াও অনেকের টিউন করা কঠিন হয়ে যায় হাতে লিখে। তাই আমি আজকে সকলের জন্য একটি সহজ উপায় নিয়ে আশাকরি সকলের ভালো লাগবে।
মুখে বলে বাংলা লিখলে আমাদের অনেক কাজে সহজে যাবে। তাই এখন থেকে আমরা শুধু মুখে বলব আর দেখব। কতই না সহজ কাজ। তো আর দেরি নয় বন্ধুরা শুরু করা যাক।
আমাদের প্রয়োজন হবে Ridmik Keyboard App। না থাকলে ডাউনলোড করে নিন
অবশ্যই নেট কানেকশন লাগবে। তবে mb কম কাটবে। আপনি যেখানে লিখতে চান সেখানে যান।
এখন শুধু স্ক্রিনশট ফলো করুন
কিছু টিপস
* বাংলা লেখার উপর সবকিছু দেখে লেখার পর দাড়ি কমা স্পেস ইত্যাদি আপনার আপনার মত সাজিয়ে নিবেন।
* মুখে লিখার পর অবশ্যই আপনার লেখাগুলো ঠিক আছে কিনা চেক করে নিবেন।
আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের টিউনে।
আমি নাজমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আপনার ডাউনলোড লিংক এ ক্লিক করলে
Teleport – photo editor আসে কেন? আসল Ridmik Keyboard App এর ডাউনলোড অথবা প্লেস্টোর লিংক দ্যান