আশাকরি সবাই ভাল আছেন। আর সব সময় ভাল থাকুন এটাই কামনা করছি। আজ একটু ছোট এবং গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব।
আমরা যারা USB Pendrive or Memory Card Use করি তখন কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করলে পেনড্রাইভ এর নাম ও একটা আইকন Show করে। যদি এই আইকনটার মাঝে যদি আপনার ছবি বা আপনার পছন্দমত ছবি থাকলে তাহলে দেখতে কেমন দেখাবে? অবশ্যই ভাল দেখাবে। তবে এই কাজটা কিভাবে করবেন? খুবই সহজে এই কাজটা করতে পারেন। নিচে বিস্তারিত আলোচনা করছি এবং টিউনের নিচে ভিডিও’র লিংক দেওয়া আছে।
প্রথমে আপনি যে ছবিটা আইকন হিসেবে পেনড্রাইভে ইউজ করবেন সেই ছবিটা কনভার্ট করতে হবে। যদি আপনার ছবিটা JPEG or PNG অথবা অন্য কোন ফরমেটের হয় তাহলে আপনার ছবিটা.ICO ফরমেটে কনভার্ট করতে হবে। কনভার্ট করুন এই লিংক থেকে।
Convert হয়ে গেল আপনি আপনার পেনড্রাইভটা ওপেন করুন.ICO নামের ছবিটা পেনড্রাইভে কপি করে পেষ্ট করুন এবং পেনড্রাইভে Notepad ফাইল ওপেন করুন। নোটপেড ফাইলে নিচের কোডটা লেখুন।
[autorun]
icon=your image name.ico
এই কোডটার মধ্যে Your image name এর জায়গায় আপনার কনভার্ট করা ছবির নামটা ইউজ করুন। তারপর এই ফাইলটা autorun.inf নামে সেভ করুন।
এখন আপনার পেনড্রাইভের মধ্যে যে ছবি এবং নোটপ্যাড ফাইল টা হাইড করুন। কাজ শেষ।
উপরের পোষ্টটি বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটা দেখতে পারেন। তাহলে আরো পরিস্কার ধারনা হয়ে যাবে। আর আমার চ্যানেলটিতে Subscribe করে রাখুন। আমি নিয়মিতভাবে টেকনোলাজি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। আর আমার চ্যানেলে ১০০+ ভিডিও আছে কোন না কোন ভিডিও আপনার কাজে লাগবে আশা করি। তাই সবাইকে আমার চ্যানেলে Subscribe করুন প্লিজ। ভিডিওগুলো যদি ভাল লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। বুঝতে সমস্যা হলে ভিডিওতে কমেন্টস করুন।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks ভাই, কাম হইছে…!