আশাকরি সবাই ভাল আছেন। আর কিছু দিন পরেই ঈদ। নাড়ির টানে ঢাকা সহ সকল বিভাগীয় শহর থেকে নিকট আত্মীয়দের সাথে খুশির এই সময় কাটাতে ছুটে চলবেন গ্রামের উদ্দেশ্যে। কিন্তু সবার এখন থেকেই একটাই চিন্তা যে কিভাবে যাবেন। কারন বাসের টিকিট বিরম্ভনা ও রাস্তার জ্যামের কথা মাথায় আসলেই মাথা ভারী হয়ে আসে। আর ট্রেনের টিকিটের কথা ত অনেকেই চিন্তাই করতে পারেন না। লম্বা লাইনে দাড়িয়েও অনেক সময় টিকিট পাওয়া যায় না। আজ আমি আলোচনা করব কিভাবে ঘরে বসে অনলাইনে খুব সহজেই টিকিট কাটবেন। আর কিভাবে টিকিট পাবেন তা নিয়েও কিছু টিপস দিব।
প্রথমে এই লিংক থেকে যে কোন ব্রাউজারে পেইজটি ওপেন করুন। ওপেন করলে নিচের মত একটা পেইজ ওপেন হবে।
এই পেইজ থেকে Sign Up বাটনে ক্লিক করুন। তারপর নিচের মত আরেকটা পেইজ ওপেন হবে।
এখন যে ফরমটা ওপেন হবে এখানে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো পূরন করুন। একানে নাম, ইমেইল, পাসওয়ার্ড, মোবাইল নম্বর গুলো সঠিক ভাবে দিতে হবে। আপনি যে মোবাইল নম্বরটা দিবেন এই মোবাইল নম্বরটাই টিকিটে সো করবে। তাই আপনার সঠিক মোবইল নম্বরটা দিবেন। সব ইনফরমেশনগুলো দিয়ার পর Register বাটনে ক্লিক করুন।
Register বাটনে ক্লিক করলে আপনাকে আপনার ইমেইল আইটিতে একটা ভেরিফিকেশন লিংক যাবে সেই লিংক থেকে একটা কোড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তারপর আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Sign In করুন। সাইন ইন করার পর নিচের মত আরোকটা পেইজ ওপেন হবে।
এই পেইজটাতে কিছু বাটন থাকবে
Deshboard : এখানে আপনি আপনার সকল তথ্যগুলো থাকবে। আপনি কয়টা টিকিট কেটেছেন বা কয়টা টিকিট স্থগিত করেছেন তার ইনফরমেশন থাকবে।
Fare Query : এই বাটনে ক্লিক করলে আপনি আপনার গন্তব্যের ভাড়া জানতে পারবেন।
Train Route : এই বাটনে ক্লিক করলে কোন রুটে কোন ট্রেন চলে তার সকল ইনফরমেশন দেখতে পারবে।
Purchase Ticket : এই বাটন থেকেই আপনি আপনার কাঙ্কিত টিকিট কাটতে পারবেন। এই বাটনে ক্লিক করলে আপনি নিচের মত একটা পেইজ দেখতে পারবেন।
Station From আপনি যে স্টেশন থেকে যাত্রা করবেন সেই স্টেশন সিলেক্ট করবেন। Journey Date এখানে আপনি কোন তারিখে যাত্রা করবেন সেই তারিখ সিলেক্ট করবেন। সাধারনত আজকের তারিখ থেকে পরবর্তী ১০ দিনের টিকিট যে কোন তারিখের টিকিট কাটতে পারবেন। Station To এখানে আপনি আপনার গন্তব্য বা আপনি যে স্টেশন পর্যন্ত যাবেন সেই স্টেশন সিলেক্ট করবেন। Class এখানে আপনি কোন ক্লাস এর টিকিট কাটবেন তা সিলেক্ট করতে হবে। আপনি শোভন, শোভন চেয়ার, এসি, স্নিগ্ধা এই ক্লাসগুলো সিলেক্ট করতে হবে। সব গুলো অপশন সিলেক্ট করে আপনি Search Train এর ক্লিক করুন এবং নিচের মত একটা পেইজ ওপেন হবে।
এখান থেকে আপনি কয়টা টিকিট কাটবেন তা সিলেক্ট করে Auto Selection এ ক্লিক করতে হবে। যদি টিকিট Aviable থাকে তাহলে নিচের টিকিট সো করবে। যদি টিকিট না থাকে তাহলে Mobile Quita Site is not Aviable এই ম্যাসেজ দিবে। যদি আপনি টিকিট পেয়ে যান তাহলে আপনি Brac, Roket, DBBL, Master Card দিয়ে টিকিট কাটতে পারবেন। আপনি প্রতি মাসে একটা আইডি থেকে ২ বার টিকিট কাটতে পারবেন। তাই আপনার যদি বেশী টিকিট প্রয়োজন হয় তাহলে অন্য কোন ইমেইল ও মোবাইল দিয়ে আরেকটা আইডি রেজিস্টেশন করে রাখতে পারেন।
টিপস : যারা নিয়মিত টিকিট এর প্রয়োজন হয় তারা সব সময় সকাল ৮.৩০ -৯.০০ টার দিতে টিকিট কাটতে বসবেন তাহলে ১০০% টিকিট পেয়ে যাবেন। আর সব সময় চেস্টা করবেন ৯ম ও ১০ম দিনের টিকিট কাটতে।
সবাই ভাল থাকবেন। দেখা হবে পরবর্তী কোন টিউন নিয়ে। আর উপরের পোষ্টটা বুঝতে সমস্যা হলে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আরো পরিস্কার ধারনা পেয়ে যাবেন।
আমার সাথেই থাকুন =
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।