দারুন মজার এই ট্রিকটি আপনি প্রয়োগ করে অবশ্যই মজা পাবেন। এটি মোটেই কোনো কঠিন কাজ নয়। আপনি একটি Yahoo Massenger দিয়েই আপনার বিভিন্ন Yahoo id তে একই সময়ে Log in করতে পারবেন।
তো আসুন শুরু করা যাক। প্রথমে Run ওপেন করে regedit লিখে Enter চাপুন।
এবার HKEY_CURRENT_USER এ ক্লিক করে Software এ ক্লিক করুন।
এবার yahoo থেকে pager থেকে Test এ ক্লিক করুন।
এখন ডানপাশের সাদা অংশের যেকোনো জায়গায় Right Mouse ক্লিক কে New থেকে DWORD (32-bit) Value সিলেক্ট করুন।
এটার নাম Plural দিন।
কাজ প্রায় শেষ এবার Plural এ ডাবল ক্লিক করুন এবং Value data তে 1 লিখে Ok চাপুন।
কাজ শেষ এবার এই Registry Editor থেকে বেরিয়ে আসুন। এখন আপনি আপনার Yahoo Messenger ওপেন করে যেকোনো Id দিয়ে Login করুন। এবার আবার Yahoo Messenger ওপেন করতে চেষ্টা করুন দেখবেন নতুন আরেকটি Yahoo Messenger ওপেন হবে এবার এটা দিয়েও আরেকটি Id তে Login করুন। এভাবে যতগুলো ইচ্ছা ততগুলো Yahoo Messenger ওপেন করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন Id তে Login করতে পারবেন।
এবার আপনাকে কি করতে হবে নিশ্চয় বুঝে গেছেন! সকল Yahoo Id দিয়ে যেকোনো একটি চ্যাটিং রুমে প্রবেশ করুন। দেখবেন আপনিই থাকবেন রুমের সকল অনলাইন ইউজারের আকর্ষনের কেন্দ্রবিন্দু!!
কি? দারুন না?? ভাল লাগলে কমেন্ট করুন।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
@ Habibur আপিই তো দেখছি ভালো জিনিস কে ভালো বলতে শেখেন নি।এই রকম ছোট মানুষের মত মন মানসিকতা নিয়ে এই টিকটিন্সে এই রকম কোন মন্তব্য করবেন না।এটা যেখান থেকেই কপি করা হোক না কেন এই টেকটিন্সে এটা প্রথম,আর আপনার মত তো সবাই কম্পিউটার জগত ম্যাগাজিন পড়েন না।
যায় হোক জটিল টিউন হয়সে ফয়সাল ভাই আপনাকে ধন্যবাদ। আমি এখনই ট্রাই করছি।
যদিও আমার লেখা কোন টিউন এখানে নাই। তার পরো আমি টেকটিন্সের একজন ভক্ত আর নিয়োমিত পাঠক।তবে আমার কোন টিউন যদি থাকতো তা হলে আপনি সেটা অন্য ব্লগ এ প্রকাশ করতে পারেন তাতে কোন অসুবিধা নাই। কারন কোন টিউন ই আমরা নিজেরা আবিস্কার করি না। নিশ্চয় ওয়েব সাইট ঘেটে ঘেটে কোন একটা সাইট থেকে সংগ্রহ করি।এটা তে রাগ করার কিছু দেখছি না… এটা তো আর নিজের লেখা গান,কবিতা বা গল্প না যে কপি করলেই রাগ করতে হবে।। আপনার আগের দিন একটা টিউন পড়েছিলাম ভাইরাস্ নিয়ে ওটা ও নিশ্চয় কোন একটা ওয়েব সাইট থেকে সংগ্রহ করেছেন। আপনি যেখান থেকে সংগ্রহ করেছেন তা উনারা কি রাগ করবেন না????? হা হা হাঃ
হাবিবুর ভাই, এই Mamun আসলে আর কেউ না টিউনার নিজেই। ও ছদ্দনামে আপনার মন্তব্যের জবাব দিয়েছে আর কি। এই সামান্য ব্যাপারটা আপনি ধরতে পারলেন না। সে প্রায়সই এমনটি করে থাকে। হাঃ হাঃ হাঃ . . . .
মিঃ ফয়সল, এইসব ভাওতাবাজী বাদ দেন বুঝলেন। সাহস থাকলে নিজের নাম ব্যবহার করেই মন্তব্য করবেন। নাহলে চুপচাপ থাকবেন।
“ছদ্দ নাম হোক আর আসল নাম হোক মামুন এর কথা টা কিন্তু সত্যি”
সবার উদ্দেশ্যে বলছি, উপরের মন্তব্যটিও কিন্তু আমার করা না। ভন্ডামির ও একটা সীমা থাকা উচিত। ছিঃ ছিঃ ছিঃ ফয়সল। অবশেষে আপনি আমার নাম ব্যবহার করেও নিজের সাফাই গাইলেন। জালিয়াতি কত প্রকার তা আপনি দেখিয়ে দিলেন। আমি তো প্রথমে কথাটা অনুমান করে বলেছিলাম। কিন্তু এখন আমার কাছে দিবালোকের মত সত্য যে আপনি একটা মহা বাটপার।
ফয়সাল আপনি তো দিনে দিনে জনপ্রিয় না হয়ে আরও বিতর্কিত টিউনার হয়ে উঠতেছেন !!!! আপনার গত কিছুদিনের টিউনগুলো দেখে তাই মনে হচ্ছে।
মন্তব্যের সাথে টিউনারের সম্পর্ক কি বুঝলাম না… আর আপনার না জেনে শুনে টেকটিউন্স এর একজন নিয়মিত টিউনার এর নামে আবল-তাবল বলছেন।টিউন পড়বেন ভালো লাগলে মন্তব্য করবেন আর না লাগলে করবেন না… তবে ফাও ফাও এত কথা কেন হচ্ছে বুঝলাম না।আর আমি বেশ কিছুদিন ধরে লক্ষ করেছি ফয়সাল এর টিউন গুলোতে নির্দিষ্ট কিছু ব্যক্তি বাজে মন্তব্য করছেন… এটার কারন কি হিংসা নাকি অন্য কিছু তা বুঝলাম না…
@ Habibur এখানকার সবাই ওয়েবসাইট ঘেটে টিউন করে না। কেউ কেউ নিজের মাথা থেকেও কিছু আইডিয়া বের করে টিউন করে আমি ঐ সব টিউন এর কথা বলছি না।কপি হোক আর নকল হোক আমরা অনেক কিছু জানতে পারছি এটাই অনেক বড় পাওয়া।
@ আমি রুবেল, আপনি আমাকে কেন বার বার ফয়সাল ভাবছেন ? … না জেনে শুনে কারও নামে বাজে মন্তব্য করবেন না… আর আপনি নিজেও তো আপনার পরিচয় গোপন করে আছেন। আমার তো এখানে রেজিস্ট্রেশান করা নেই তাই আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন না তবে আমি আজকেই রেজিস্ট্রেশান করছি।
তবে এই টুকু জেনে রাখুন আমি Foisal নয়।
Prothome Gmail diye check kore comment gula pore r thakte parlam na! Ebar mobiler taka noshto korei comment dite site a dhukte holo. ARE BHAIYERA AMI TO BOLECI AMI AKHON GRAMEEN P3 USE KORI,TAHOLE AMI KEMNE ONNO ID DIYA COMMENT KORMU JKHON AMAR NET E NAI?! Ami ata kunu magazine theke nei nai,site ghure ghure jogar koreci. AR AMAR TO ONNO ID DIYA COMMENT KORAR DORKAR NAI. Ki? Ace ki? Apnader mathay arokom chinta ashlo kivabe ami jani na, tobe Ami bole rakhi ONNO ID DIYA COMMENT KORAR MOTO MON MANUSHIKOTA AMAR NAI,ASHA KORI KOKHONO HOBEO NA.
Jara tune kore tara nishchoe jane j sokol comment tunerer email address a joma hoy & comment ar sathe sathe oi comment j korece tar email address o chole jay! Tai aj rat 12 tar por Pc diye dhuke ami Mamun, Ami rubel & habiburer sothik email address prokash korbo. TOKHON E PROMAN HOBE. Mobile theke 6 taka noshto korte holo,dhur!
ফয়সল ভাই আপনি কি জােনন আমি আপনার িটউন েবশি পড়ি িকন্তু ভন্ডামীর িকছু করবেন না। আমি িকন্তু বিশ্বাস করিনি। ভাই রুেবল আপনি েকমন করে বুঝলেন েয এটা্ তার ছদ্দনাম।
ফয়সল ভাই এগিেয় চলো আমরা তুক্কু আমি আছি েতামার সােথ। আপনার ই-মেইল িঠকানাটা িদবেন িক? আমার ই-মেইল িঠকানা হচে্ছ : [email protected]
ফয়সল ভাই,আমার yahoo> pager>DWORD (32-bit) Value পাই নাই তবে এটা পাইছি DWORD কাজ হয়না।
এত কিছুর পর আর চুপ করে থাকতে পারলাম না।বেশ মজার ঘটনা ঘটলো।আসলে মামুন নামের লোকটারই বা কি দোষ? উনি হয় তো একটু ফয়সল ভাই এর পক্ষ নিয়ে কথা বলেছেন। তবে যায় হোক ফয়সল ভাই আপনি কমেন্ট কে বেশি গুরুত্ব না দিয়ে আমাদের জন্য আরও ভালো ভালো টিউন করেন।আমি বেশ কিছু টিউন এ লক্ষ করলাম ফয়সল ভাই এর টিউন এ অনেক বেশি মন্তব্য থাকে সেটা ভালো হোক আর খারাপ হোক… তবে আমার মনে হয় কেউ একজন শত্রুতা করছে।তাই আবারও বলছি আপনারা কেউ পরিচয়হীন বাক্তির কমেন্ট এর গুরুত্ব দিবেন না।
Ekhon to dekhtasi Vai comment kortei voy lagtese,,,Amareo abar fake na vabe???? Haha…Jai hok Faisal Vai kono tension korben na.Ar Shaifur vai er kothai thik ase…..Ar vai ami ekta Nokia 14 theke 16 hazarer moddhe kinte chai…Konta konle valo hoy boilen to….Amake abar Fake vaiben na Keu….By by……
darun ekta bapar…….tobe oneker pc te dwort(32 bit)_value ei option ta na thakte pare. sekhetre dekhben sudhu dword ase.apni otate clicke kore plural likhe value data te 1 click korley cholbe.many many thnx jotil ekta tricks shekanor jonno.
দারুন মজার একটা টিপস। এখন ট্রাই করব। ধন্যবাদ।