আমাদের প্রতিদিনের অফিসিয়াল, ব্যক্তিগত সহ বিভিন্ন কাজে আমরা ওর্য়াড প্রসেসিং সফটওয়্যার মাইক্রোসফট ওর্য়াড ব্যবহার করে থাকি। আর অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারী ওর্য়াড ফাইলগুলোতে পাসওর্য়াড দিয়ে রাখি যাতে ফাইলগুলোর কনটেন্ট সুরক্ষিত থাকে। কিন্তু যখন আপনি নিজেই কি পাসওর্য়াড দিয়েছিলেন সেটা ভুলে যান তখন আপনাকে অবশ্যই বিপদে পড়তে হয়। হ্যাঁ! আজকে আমি এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। তবে একটা কথা হলো, এই পদ্ধতিতে এখন আপনি পাসওর্য়াডযুক্ত ওর্য়াড ফাইল থেকেও ডাটা সংগ্রহ করতে পারবেন। মানে হলো এর মাধ্যমে যেমন উপকার হবে তেমনি করে এর মাধ্যমে আপনি অপকারও করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তো চলুন দ্রুত দেখে নেই মাইক্রোসফট ওর্য়াড ডকুমেন্টের পাসওর্য়াড ভুলে গেলে কি করবেন:
ইন্টারনেটে বিভিন্ন পাসওর্য়াড রিকোভারি সফটওয়্যার পাওয়া যায়। আপনি সেগুলোকে ট্রাই করতে পারেন। আমি এখানে আজকের টিউনে Office Password Recovery সফটওয়্যারটি ব্যবহার করে দেখাচ্ছি। সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নিন এবং আপনার পিসিতে ইন্সটল করুন।
এবার সফটওয়্যারটি Administrative পারমিশনসহ চালু করুন। এর জন্য সফটওয়্যারটির আইকনে রাইট বাটন ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন। সফটওয়্যারটি চালু হলে Open অপশনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডযুক্ত ডকুমেন্টটি নির্বাচন করুন।
এবার Type of attack অপশন থেকে সঠিক মেথডটি বেছে নিন। ব্রুট ফোর্স এবং স্মার্ট এট্যাকের মাধ্যমে আপনি দ্রুত পাসওর্য়াড রিকোভারী করতে পারবেন যদি আপনার পাসওর্য়াডটি কোনো ইংরেজি শব্দগুচ্ছ হয়ে থাকে। অন্যদিকে মাক্স অপশনের মাধ্যমে আপনি যে সমস্ত ডকুমেন্টের পাসওর্য়াড রিকোভারী করতে পারবেন যেগুলোর পাসওর্য়াড কিছুটা বা অর্ধেকটা আপনার মনে আছে। অন্যদিকে ডিকশনারি মেথডটি অনেক সময় নেবে এবং এটা ব্যবহার না করাই উত্তম।
ব্রুট ফোর্স টাইপ নির্বাচন করে থাকলে মাঝের অপশনগুলো থেকে আপনার প্রয়োজনমতো এডড অন করে নিতে পারেন।
আর মাক্স অপশনটি নির্বাচন করে থাকলে start from, end at কিংবা mask বক্সে আপনার মনে থাকা পাসওর্য়াডের অংশটুকু লিখতে পারেন।
এবার উপরের start বাটনে ক্লিক করুন। আর কিছুক্ষণ অপেক্ষা করুন। তবে আপনার পাসওর্য়াডের জটিলতার উপর নির্ভর করে এখানে সময় আপনাকে দিতে হবে।
পাসওর্য়াড রিকোভার হয়ে গেলে আপনি পাসওর্য়াডটি পরবর্তী উইন্ডোতে দেখতে পারবেন।
আপনি অনলাইন কনভার্টার দিয়েও পাসওর্য়াডযুক্ত ফাইলকে কনভার্ট করে পাসওর্য়াড কে বাইপাস করতে পারেন। এর জন্য যেকোন একটি ভালো অনলাইন ডক কনভার্টার সাইটে যান। আমি https://www.zamzar.com/convert/docx-to-doc/ সাইটে গিয়ে আপনাদের জন্য ডেমো দেখাচ্ছি।
এবার আপনি ব্রাউজ নাউ বক্স থেকে আপনার পাসওর্য়াড যুক্ত ফাইলটি সিলেক্ট করুন। তারপর কি ফরম্যাটে কনভার্ট করতে চান সেটি নির্বাচন করুন তারপর আপনার ইমেইল এড্রেসটি দিন এবং সবার শেষে Convert Now বক্সে ক্লিক করুন।
এবার শুধু আপনি আপনার দেওয়া ইমেইলটি কিছুক্ষণ পর চেক করুন আর পাসওর্য়াড ছাড়াই ডকুমেন্টটি ডাউনলোড করে নিন। আর এই পদ্ধতিটি কাজ না হলে আপনি অন্য সাইট কিংবা কনভার্টার সফটওয়্যার পিসিতে ডাউনলোড করে নিয়ে তারপর ট্রাই করতে পারেন।
আর হ্যাঁ, এই পদ্ধতিতে কাজ হয়েছে কিনা সেটা আপনি নিচের টিউমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর টিউনটি ভালো লাগলে অবশ্যই জোস বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। আর আপনার টেকনোলজি বিষায়ক যেকোনো সমস্যার কথা আপনি টেকটিউনস জ্যাকেটে টিউন করতে পারেন। আপনি জানেন কি টেকটিউনস জ্যাকেটের একটি সমস্যা থেকেই কিন্তু এই টিউনের সুত্রপাত।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!