মাত্র কয়েক বছর আগ পর্যন্তও সকল ধরনের বেস্ট অ্যাপস ছিলো সব iOS অ্যাপস। কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েডের উন্নয়নের জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস একটি প্রতিযোগী ব্রান্ড হিসেবে নিজের জায়গা গ্রাহকদের কাছে সেট করে নিয়েছেন।
গত টিউনে আমি কিছু অ্যান্ড্রয়েড এক্সুসিভ অ্যাপস নিয়ে টিউন করেছিলাম। এতে আইফোন ব্যবহারকারীদের নিরাশ হতে মানা করেছিলাম। কারণ আজ আমি নিয়ে এসেছি আইওএস এর জন্য এক্সুসিভ কিছু অ্যাপস এর খবর নিয়ে। আপনি জানেন কি গুগল প্লেস্টোরের থেকে অ্যাপল স্টোরে নির্মাতারা বেশি আয় করে থাকেন? তবে বর্তমানে অধিকাংশ মেজর অ্যাপসগুলো দুটি প্লাটফর্মেই পাওয়া যায়। তবে চলুন নিচে দেখে নেই কি কি অ্যাপস আপনি শুধুমাত্র অ্যাপল স্টোরেই পাচ্ছেন:
ইন্টারনেটে অনেক ধরনের পডক্যাস্ট রয়েছে কিন্তু আপনার হাতে রয়েছে সীমিত সময়। আর এই সীমিত সময়ে সঠিক পডক্যাস্ট শোনার জন্য আপনি ব্যবহার করতে পারেন Overcast। এটি আপনাকে হাজারো পডক্যাস্ট থেকে বেস্ট সিরিজগুলো আপনার ডিভাইসের স্ক্রিণে এনে দেবে। এটিকে আপনি Apple Watch এবং CarPlay এর সাহায্যেও প্লে করতে পারবেন।
আপনি হয়তো কোনো প্রফেশনাল সিনেমাটোগ্রাফার নন। কিন্তু আইওএস এর হাইপারল্যাপস এর ব্যবহারে আপনি হয়ে উঠতে পারেন প্রো সিনেমাটোগ্রাম। হ্যাঁ! Hyperlapse দিয়ে আপনি ইন্সট্রাগ্রামের জন্য প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিট করে ভিডিও শ্যুট করতে পারবেন। এতে রয়েছে বিভিন্ন Stabilization techniques যা আপনার ভিডিওতে এনে দেবে প্রফেশনালের ছোঁয়া। আর হ্যাঁ এটি কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাবেন না।
কখনো রাত্রের আকাশে তারাগুলো শুয়ে শুয়ে দেখেছেন আর ভেবেছেন তাদের সম্পর্কে কোনো তথ্য জানা গেলে ভালো হতো? হ্যাঁ এখন আপনি সেটাই করতে পারবেন আপনার অ্যাপল ডিভাইসের মাধ্যমে Sky Guide AR এর সাহায্যে। এই অ্যাপটি চালু করে রাত্রের আকাশে হোল্ড করে রাখলে সেটির তারাগুলোর সম্পর্কে অ্যাপটি আপনার ডিভাইসের স্ক্রিণে বিভিন্ন মহাকাশ জাতীয় তথ্য বের করে আনবে। এছাড়াও এর টাইম কনট্রোলের মাধ্যমে তারাগুলো অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কেও জানতে পারবেন।
ভাল্লুক! হ্যাঁ এটি একটি প্রিমিয়াম নোট টেকিং অ্যাপ। এর সাহায্যে আপনি সহজেই To-Do লিস্ট বানাতে পারবেন, যখন তখন দরকারী নোটস টেক ডাউন করে নিতে পারবেন এবং নিজের হাতে স্কেচিংও সংরক্ষণ করে রাখতে পারবেন।
আপনার যদি কোনো অ্যাপল টিভি থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করতে আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্য নিতে হবে না। কারণ আপনি আপনার আইওএস ডিভাইসকেই বানিয়ে ফেলতে পারেন অ্যাপল টিভির রিমোট এই অ্যাপটি সাহায্যে। এটিকে টাচ করে কিংবা Siri কে ব্যবহার করে ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি আপনার অ্যাপল টিভিকে নিয়ন্ত্রণ করতে পারবেন সহজেই। এটিকে আপনি গেমিং কনট্রোলার হিসেবেও ব্যবহার করতে পারবেন।
আইওএস এর জন্য টাইম ম্যানেজমেন্ট অ্যাপ হলো timepage। এটির সাহায্যে আপনি দিন বেসিক টাইম শিডিউল করে রাখতে পারেন। এটি আপনাকে জানিয়ে দেবে কোন দিনের কোন সময়ে কতক্ষণের জন্য আপনি ফ্রি রয়েছে এবং এই ফ্রি সময়ে আপনার কি করা উচিত সেটাও এই অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে। এছাড়াও এই অ্যাপটি আপনাকে লাইভ আবহাওয়া বার্তা দিতে সক্ষম।
এপটির ডিজাইন ও ইন্টারফেস আপনার কাছে পুরাতন মনে হতে পারে কিন্তু অ্যাপটির রয়েছে লেটেস্ট ফিচার। এখানে আপনি থ্রিডি টচের মাধ্যমে রেকর্ডিং শুরু এবং বন্ধ করতে পারবেন সহজেই। স্পিচ টু টেক্স এর মাধ্যমে সহজেই ট্রান্সক্রাইব করতে পারবেন, অডিওকে বিভিন্ন ক্লাউড সার্ভিসে সেভ করে রাখতে পারবেন এবং এগুলোকে বিভিন্ন সোশাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।
আপনি যদি সারাদিন টুইটারে পড়ে থাকেন তাহলে আপনার জন্যেই এই চমৎকার অ্যাপটি বানানো হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার টুইটারে আরো কনট্রোলস পেতে পারবেন। এটি আপনাকে নির্দিষ্ট ইউজারের টুইটকে মিউট করতে পারবে, হ্যাশট্যাক, টুইট সোর্স এবং কিওর্য়াডকেওই মিউট, রিচার্স এবং উৎসকে খুঁজে বের করতে পারবেন। এটির মাধ্যমে আপনি একাধিক টুইটার একাউন্ট ম্যানেজ করতে পারবেন।
চমৎকার স্টোরিলাইন ভিক্তিক এই গেমটি বর্তমানে আপনি শুধুমাত্র পিসি এবং আইওএস প্লাটফর্মেই পাবেন। গেমটিতে আপনাকে ম্যাক্স নামের একটি মেয়ের চরিত্রে খেলতে হবে যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। আর এর মাধ্যমে সে তার বেস্ট ফ্রেন্ড প্রাইসকে বাঁচানোর বিভিন্ন চেষ্টা করে। গেমটির অ্যান্ড্রয়েড সংস্করণও নির্মাণাধীন রয়েছে কিন্তু সেটা আসতে আসতে আরো ৭ মাসের মতো লাগতে পারে। তাই এটিকে বর্তমানে আইওএস এক্সুসিভ অ্যাপস বলা চলে।
Enlight এর মাধ্যমে আপনি আপনার সাধারণ ছবিগুলোকে অসাধারণ ইফেক্ট দিতে পারবেন। এটি একটি ফুল ফিচার ফটো এডিটর অ্যাপ যেটির মাধ্যমে আপনি আপনার ফটোগ্রাফির স্কিলকে আরো বাড়িয়ে দিতে পারবেন।
প্রতিদিন অফিসে যাবার সময় কিংবা অফিস থেকে ফেরার সময় কিংবা ভ্রমণে যাবার সময় ফ্লাইট সহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টেশনের টাইম শিডিউল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর রিয়েল টাইম শিডিউল আপনাকে সরবরাহ করবে এই আইওএস এক্সুসিভ অ্যাপটি। এছাড়াও আপনার ভ্রমণে কতটুকো টাইম লাগবে সেটাও ক্যালকুলেশন করতে পারবে এই অ্যাপটি।
আপনার সাধারণ ছবিগুলো দিয়ে আপনি Halftone 2 এর মাধ্যমে কমিকবুকের মতো ইফেক্ট দিয়ে এডিট করে নিতে পারবেন। এর মাধ্যমে আপনি ছবিগুলোকে ক্যাপশন এবং ব্যালুন স্টাইলের বিভিন্ন ক্যাপচা এডড করতে পারবেন।
তো এই ছিলো কিছু এক্সুসিভ আইওএস অ্যাপ যা শুধুমাত্র আপনি অ্যাপল স্টোরেই পাবেন। তো কেমন লাগলো আজকের এই টিউনটি। সেটা টিউমেন্টে জানান আর টিউনটি ভালো লাগলে অবশ্যই টিউনটি জোস করতে ভুলবেন না যেন।
আর হ্যাঁ, আপনার কোনো সমস্যা থাকলে সেটা সরাসরি টেকটিউনস জ্যাকেটে টিউন করে দিন। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!