ফ্রিল্যান্সিং এ সহজে কাজ পাওয়ার টিপস নিম্নে উপস্থাপন করলাম।
১।প্রজেক্টটি বিড করার পূর্বে ভালমত বুঝে নিন। কাজটি আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন কিনা, তা কনফার্ম হয়ে বিড করুন।
২।নুতন ফ্রিল্যান্সাররা কাজ না পাওয়া পর্যন্ত বেশি ডলারের কাজে কম ডলার দিয়ে বিড করুন।
৩। বিড করার সময় স্পেলিং ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন।
৪।কাজ সম্পর্কিত কিছু Sample পূর্বেই তৈরি করে রাখুন। বিড করার সময় তা এটাচ করে দিন।
৫।আন্তরিকতা বজায় রাখুন। বায়ারদের রেসপেক্ট করে মেসেজ লিখুন।
৬। প্রজেক্টটিতে ক্লায়েন্টের রিকয়ারমেন্ট বোঝার চেষ্টা করুন।
৭।ফ্রিল্যান্সিং মার্কেটে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে যেনতেনভাবে প্রোফাইল তৈরি না করে গুছিয়ে সুন্দরভাবে প্রোফাইল তৈরি করুন। অর্থাৎ, আপনার Expertise, Skill, vision, keyword ইত্যাদি smartly সাজিয়ে তুলুন।
৮।ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে বায়ারের সাথে ইংরেজিতে চ্যাট করতে হয়। চ্যাটিং এর সময় কমপক্ষে বায়ারের মেসেজ বোঝা এবং আপনার মেসেজটি যেন বায়ার বুঝতে পারে, এরকম ইংরেজিতে চ্যাটিং এর নুন্যতম যোগ্যতা থাকতে হবে।
তথ্যপ্রযুক্তি বিষয়ক ব্লগ http://www.pctips24.co.cc
আমি shifa56। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank u….onek kaje lagbe.