স্কাম কি সেটা মোটামুটি আমরা সবাই জানি। হাজাড় হাজাড় ওয়েবসাইট রয়েছে যারা আর্থিক লোভ দেখিয়ে আপনার সময় ও তথ্য হাতিয়ে নিবে।
চলুন আপনার মূল্যবান তথ্য বা সময় নষ্ট হওয়ার আগে জেনে নেই স্কাম সাইট চেনার উপায়।
১. Domain
দেখুন ডোমেইন শুরু https কিনা? যদি না হয়, তাহলে বুঝবেন ওয়েব সাইটটি স্কাম, কারন এদের এসএসএল সার্টিফিকেট নেই। যারা কিনা আপনাকে এত এত টাকা দিবে তারা সামান্য এসএসএল এর খরচ বহন করতে পারেবেনা তা হয় না। সবচেয়ে বড় কথা ওই সাইটটিতে আপনার দেয়া কোন তথ্যই নিরাপদ নয়।
২.Review/comment/feedback
ভালভাবে দেখুন সাইটির রিভিউ, সাইটিতে হয়তো অনেক ভালভাল রিভিউ পাবেন, কিন্তু আদো কি জানেন এগুলো আসল না শুধুমাত্র ইউজারকে মোটিভেট করতে শো করা হইছে। এখন আসেন কিভাবে বুঝবেন? নিজে রিভিউ দেন, লগ আউট করুন তারপর দেখুন আপনার করা রিভিউ শো করে কিনা?
৩. Domain Changed or block?
এবার যেকোন একটা VPN ব্যবহার করে দেখুন অন্যান্য দেশে সাইটটি ব্লোক বা ডোমেইন name change হয় কিনা। তাহলে বুঝবেন সাইটটি ওই দেশে স্কাম নামে already পরিচিত হইছে। এবার বলতে পারেন এত কি দরকার? ভাই যারা 2-3 দিন টানা কাজ করার পর বুঝতে পারে স্কাম তারা ঠিকি বুঝবে এগুলোর গুরুত্ব।
প্রাকটিকালি বুঝতে আমার দেয়া এই ভিডিওটি দেখুন-
আমি রাজিব রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Hey, I am Rajib Raj. I am a job holder and part-time freelancer, a blogger also YouTuber. please visit my site https://learning-bin.com and my youtube channel www.youtube.com/opentalk