সালাম ও শুভেচ্ছা সবাইকে। অনেক দিন পর টেকিতে আশাকরি আপনারা ভালই আছেন। আমি একটু অসুস্থ -_-
আমার জন্য দোয়া কইরেন।
Tor Browser সম্পর্কে অনেকেই জানেন। যারা জানেন না, তাদের কে আছকে একটু ধারণা দিতে চেস্টা করব।
ইন্টারনেট দুনিয়ার এক অজানা অন্ধকার অধ্যায়ের নাম 'ডিপওয়েব'। ডিপওয়েবের আরেকটি অংশ হচ্ছে ডার্ক ওয়েব বা ডার্কনেট। এই অন্ধাকার জগৎটিকে 'ইনভিজিবল ওয়েব', 'হিডেন ওয়েব' ও 'ব্ল্যাক ইন্টারনেট' নামেও ডাকা হয়। মাদক, ভাড়াটে খুনি, ছিন্নমূল মানুষের ওপর পৈশাচিক গবেষণা, অস্ত্র বিক্রি, ক্রেডিট কার্ড ইনফরমেশন বিক্রি, বেটিং বা ম্যাচ ফিক্সিং, পৃথীবীর ভয়ংকর সব অপরাধের চুক্তি থেকে প্রকাশ্যে মাদকদ্রব্য, নারী কি নেই সেখানে?
যেখানে সাধারন কেউ প্রবেশ করতে পারে না, দরকার হয় বিশেষভাবে তৈরী কিছু সফটওয়্যারের।
আর এর জন্য দরকার একটি Tor Browser.
এটি নিয়েই সাজিয়েছি এই ভিডিও টি।
এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার করুন। তাছাড়া আরো পবেন, পরিপূর্ণ ভিডিও এডিটিং টিউটোরিয়াল এবং ইউটিউব এস ই ও সহ আরো অনেক কিছু।
যোগাযোগঃ ফেসবুকে আমি
আমি Z আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।