আসসালামু আলাইকুম,
দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের PDF Format এর File ব্যবহার করতে হয়। আবার কখনো কখনো এই সব File Edit করার প্রয়োজন হয়।
এই Format এর File পড়তে গেলে PC তে PDF Reader Install করতে হয়। PDF File Software এর Free Version দিয়ে Edit করা যায় না। এর জন্য Pro Version এর প্রয়োজন হয়।
তাই আজকে আপনাদের দেখাব কিভাবে Google Drive দিয়ে PDF Edit করতে হয়। যে PDF টি Edit করতে চান সেটি প্রথমে Google Drive এ Upload করতে হবে।
File টি Upload হয়ে গেলে, Google Drive থেকে নির্দিষ্ট File এর উপর Mouse রেখে Right Button এ Click করতে হবে। তারপর Open with Option এ Click করে Google Docs এ Click করতে হবে।
কিছুক্ষণ পরে PDF File টি Google Docs এ চালু হবে। চালু হয়ে গেলে সেখান থেকে File টি প্রয়োজন অনুযায়ী Edit করা যাবে।
এতক্ষণ আমি PDF এর কথা বলছিলাম এখন আপনাদের দেখাবো কিভাবে Google Drive দিয়ে যেকোনো Doc File এর Watermark Remove করা যায়।
এটার জন্য আগের মত যেকোনো একটি Doc File Google Drive এ Upload করতে হবে।
File টি Upload হয়ে গেলে, Google Drive থেকে Doc File এর উপর Mouse রেখে Right Button এ Click করতে হবে। তারপর Open with Option এ Click করে Google Docs এ Click করতে হবে।
কিছুক্ষণ পরে Doc File টি Google Docs এ চালু হবে। চালু হয়ে গেলে সেখান থেকে File টি নিচের ছবির মত Watermark Remove করা যাবে। তাছাড়া Edit সহ যেকোনো কিছুই করতে পারবেন।
সবশেষে PDF বা Doc File যেটাই হোক না কেন আপনি অনেকগুলো Format এ Save করতে পারবেন নিচের ছবির মত।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
সৌজন্যেঃ
আমি মোঃ আলআমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অসাধারণ টিউন