হ্যালো! কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। বর্তমানে অ্যান্ড্রয়েড এর নতুন এবং সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ওরিও (অ্যান্ড্রয়েড ৮.০/ ৮.১) বাজার মাতাচ্ছে। যারা হাই এন্ড স্মার্টফোন ব্যবহার করেন তারা অলরেডি অ্যান্ড্রয়েড এর এই সর্বশেষ সংস্করণটি তাদের ডিভাইসে পেয়ে গেছেন। আর আজ আমি আপনাদেরই জন্য নিয়ে এলাম নতুন অ্যান্ড্রয়েড ওরিওর নতুন ১১টি টিপস এন্ড ট্রিক্স।
এখানে আপনি আর আমি ওরিও নিয়ে মাতছি আর অন্যদিকে গুগল মামা অলরেডি অ্যান্ড্রয়েড এর পরবর্তী সংস্করণ Android P নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর এখনো অধিকাংশ ব্যবহারকারীরাই অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করা শুরু করতে পারেনি কারণ তাদের ডিভাইসে এখনো অফিসিয়ালীভাবে ওরিও আসে নি। তবে আমি চেষ্টা করবো আমার আগামী টিউনে অ্যান্ড্রয়েড পি নিয়ে একটি প্রিভিউ লিখতে। তবে আজ শুরু ওরিও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতেই টেকটিউনসে লেখতে বসা।
তবে এটা ভাববেন না যে আপনারা শীঘ্রই অ্যান্ড্রয়েড ৯.০ বা অ্যান্ড্রয়েড পি বাজারে পেতে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড ইউজারদের প্রায় ৯০% এখনো অ্যান্ড্রয়েড মার্শম্যালো ব্যবহার করেন এবং তাদেরকে প্রথমে মার্শম্যালো থেকে অ্যান্ড্রয়েড Nougat এ আপগ্রেড করতে হবে তারপর অ্যান্ড্রয়েড ওরিও স্বাদ তারা নিতে পারবেন এবং তারপরেই অ্যান্ড্রয়েড পি এর কথা মাথায় রাখতে হবে তাদেরকে। অ্যান্ড্রয়েড ওরিও দুটি সংষ্করণ রয়েছে প্রথম সংষ্করণ ৮.০ এবং কিছু ফিচার ইম্প্রুভমেন্ট নিয়ে ৮.১ সংস্করণ। তো আসুন আর ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।
অ্যান্ড্রয়েড ওরিও নতুন একটি ফিচার হলো Picture-in-Picture Mode বা PIP Mode! এর মাধ্যমে আপনি ডিভাইসের এক কোণায় কোনো ভিডিও বা এপপ রানিং রেখে অনান্য এপপ ব্রাউজ করতে পারবেন কিংবা অন্য টাস্ক সম্পাদন করতে পারবেন। এক কথায় এটি লাইভ মাল্টিটাক্সিং বা পিসিতে আমরা একই ডেক্সটপে এক সাথে একাধিক টাস্ক করি সেটার একটি আপগ্রেড। তবে বর্তমানে PIP শুধুমাত্র কয়েকটি গুগলের ডিফল্ট এপ্লিকেশনের সাথে কাজ করে, তা হলো: Chrome, Duo, Google Play, Maps and YouTube.
পিকচার-ইন-পিকচার মোড ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে সেটিংস এ গিয়ে PIP এনেবল করতে হবে। এর জন্য মেইন সেটিংস মেনু থেকে Apps & Notifications > Advanced > Special App Access > Picture-in-Picture Option পেয়ে যাবেন। এখানে কিছু এপপস লিস্ট পাবেন যেটার নামের উপর ক্লিক করে সেটা এনেবল বা ডিজেবল করে দিতে পারবেন। এনেবল করার পর হোম স্ক্রিণে ফিরে গিয়ে উক্ত এপপটি চালু করুন এবং রানিং অবস্থায় হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসলে দেখবেন যে সে এপপটি আপনার ডিভাইসের একটি কোণায় এখনো ছোট হয়ে রানিং অবস্থায় রয়েছে।
অ্যান্ড্রয়েড ওরিওর নতুন আরেকটি ফিচার হলো এখানে আপনি উইজেটস এবং শর্টকাটগুলোকে আপনার হোম স্ক্রিণে পিন করে রাখতে পারবেন। এমনকি কোনো এপপস বা উইজেটস এর নির্দিষ্ট একটি শর্টকাটকেও আপনি আলাদা ভাবে হোমস্ক্রিণে পিন করে রাখতে পারবেন। যেমন ধরুন ফেসবুক এপপ এর আপনার প্রোফাইলের লিংককে আপনি সবথেকে বেশি যাওয়া আসা করে থাকেন আর ওরিওতে আপনি চাইলে সরাসরি আপনার প্রোফাইলের লিংক বাটনটি ফেসবুক এপপ থেকে হোম স্ক্রিণে পিন করে রাখতে পারবেন দ্রুত ব্যবহারের জন্যে! এর জন্য একটি উইজেটস এর উপর লং প্রেস করে অনান্য অপশনস খুলুন এবং সেখান থেকে available shortcuts থেকে আপনার প্রয়োজনীয় শর্টকাটটি ড্রাগ করে হোম স্ক্রিণে এনে ছেড়ে দিন ব্যাস!
ওরিও ব্যবহারকারীরা অনান্য অ্যান্ড্রয়েড সংস্করণের মতো এখানেও অটোফিল পাসওর্য়াড ফিচারটি উপভোগ করতে পারবেন কিন্তু এখানে তারা গুগলের ডিফল্টস সুবিধা ছাড়াও বিভিন্ন থার্ড পার্টি পাসওর্য়াড ম্যানেজারকেও অটোফিল পাসওর্য়াডকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাবেন।
এই সুবিধাটি উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে Settings > Languages & input > Advanced > Autofill Service এ গিয়ে ডান দিয়ে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এতে আপনার ডিভাইসে অটোফিল পাসওর্য়াড কাস্টমাইজ করার মতো যাবতীয় এপপসের লিস্ট আপনি দেখতে পাবেন, আর এখান থেকে আপনি যেকোনো একটিকে একটিভ করে রাখতে পারবেন।
অ্যান্ড্রয়েড ৮.০ তে আপনি উন্নত মানের ব্যাটারি কন্ট্রোলস পাবেন। অর্থ্যাৎ অ্যান্ড্রয়েডের আগের কোনো সংস্করণে ব্যাটারির উপর এতগুলো ফিচার দেওয়া হয় নি। গুগলের ভাষ্যমতে অ্যান্ড্রয়েড ওরিওতে ওভারঅল বুট টাইম এবং ব্যাটারী ড্রেইন সমস্যাকে সমাধানের জন্য এই ওএস এর ব্যাটারীর উপর গবেষনা করা হয়েছে এবং ব্যবহারকারীদের উপর আরো বেশি ব্যাটারি কন্ট্রোলস দেওয়া হয়েছে। এর জন্য মেইন সেটিংস মেনু থেকে battery মেনুতে গেলে দেখতে পাবেন যে এখানে কতগুলো এক্সট্রা অপশন দেওয়া রয়েছে।
অ্যান্ড্রয়েড ওরিও আরেকটি নতুন এবং চমৎকার ফিচার হচ্ছে এখানে আপনি নোটিফিকেশনগুলোকেও কাস্টমাইজ ভাবে কনট্রোল করতে পারবেন। গুগল অ্যান্ড্রয়েড ওরিওতে notification dots যুক্ত করেছে আর এর মাধ্যমে নির্দিষ্ট এপপ আইকের উপর ছোট ডট আকারে নোটিফিকেশনগুলো এখন আপনি পাবেন। যেটা আগে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি এপপে ছিলো। এছাড়াও নোটিফিকেশন ডটস এর উপর লং প্রেস করে আলাদা নোটিফিকেশন সেটিংস আপনি চালু করতে পারবেন এবং নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন।
যেমন ধরুন জিমেইন এপপে আপনার দুটি ইমেইল সিঙ্ক করা রয়েছে। একটি অফিসের আর একটি ব্যক্তিগত। আপনি চাচ্ছেন অফিসের মেইল আসলে সেটা সাইলেন্ট থাকবে আর ব্যক্তিগত মেইল আসলে সেটা সাউন্ড সহ নোটিফিকেশনে জমা থাকবে। এখন অ্যান্ড্রয়েড ওরিওতে আপনি এটাও করতে পারবেন!
নোটিফিকেশন যেমন আপনি অ্যান্ড্রয়েড ওরিওতে কাস্টমাইজ করতে পারবেন ঠিক এরই সাথে আপনি চাইলে নোটিফিকেশনও Snooze করে রাখতে পারবেন। কোনো নির্দিস্ট এপপের নোটিফিকেশন স্নুজ করতে সেটিংস এর পাশে একটি ঘড়ির আইকন পাবেন সেখানে ক্লিক করলে একটি নতুন স্নুজ প্যানেল চালু হবে আর এখান থেকে নোটিফিকেশন কতক্ষণের জন্য স্নুজ করে রাখতে চান সেটি আপনি নির্ধারণ করতে পারবেন।
এপলের Night Shift ফিচারের মতোই আপনি অ্যান্ড্রয়েড নাইট লাইট ফিচারটির মাধ্যমে রাত্রের বেলায় ডিভাইস ভালোভাবে দেখার জন্য ব্যবহার করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড ওরিওতে আপনি এই নাইট লাইটের Intensity এডজাস্টমেন্ট করতে পারবেন। নাইট লাইট অ্যান্ড্রয়েড ৭.০ থেকে ছিলো কিন্তু এটা এডজাস্টমেন্ট করার ফিচারটি আপনি এই প্রথম অ্যান্ড্রয়েড ওরিওতে পাচ্ছেন। এর জন্য মেইন সেটিংস থেকে ডিসপ্লে তে যান এবং সেখান থেকে Night Light অপশনে ট্যাপ করুন।
আগে কোনো প্যারাগ্রাফের একটি নির্দিষ্ট লাইন সিলেক্ট করার জন্য যদি আপনি উক্ত স্থানে ডাবল ট্যাপ করতেন তাহলে কমপক্ষে দুটি লাইট অটো সিলেক্ট হয়ে যেতো আর তারপর আপনাকে নিজে নিজে নির্দিস্ট লাইনটি সিলেক্ট করে নিতে হতো। কিন্তু এবার অ্যান্ড্রয়েড ওরিতে আপনি ছোট শব্দগুচ্ছগুলোকেও অটো সিলেক্ট করতে পারবেন ট্যাপ দিয়ে। এটা অ্যান্ড্রয়েড ওরিওর আরেকটি চমৎকার নতুন ফিচার।
এপলের iOS 11 এর মতোই এবার অ্যান্ড্রয়েড ওরিওতে আপনি পাচ্ছেন নতুন করে ডিজাইনকৃত এবং নতুন সব ইমোজি। কারণ ইতিমধ্যে অ্যান্ড্রয়েড Unicode 10 standard এর সাথে সিঙ্ক করে নিয়েছে অ্যান্ড্রয়েড ওরিওতে আর যার ফলে অনান্য কিছু নতুন ফিচারের মধ্যে আপনি এখানে পাচ্ছেন রিডিজাইনড কৃত নতুন কয়েক গ্রুপের ইমোজি। তবে ইমোজির আসল মজা নিতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড ৮.১ ব্যবহার করতে হবে।
অ্যান্ড্রয়েড ৮.০ এবং অ্যান্ড্রয়েড ৮.১ তে আরেকটি আকর্ষনীয় ফিচার হলো ইন্সট্যান্ট এপপস। এর মাধ্যমে কোনো এপপস আপনি ইন্সটল না করেই লাইভ ডেমো ব্যবহার করে দেখতে পারবেন। তবে বর্তমানে এটি Instant App Games নামে প্লে-স্টোরে রয়েছে এবং এতে আপনি শুধুমাত্র কয়েকটি গেমস পাবেন। তবে শীঘ্রই অনান্য গেমস এবং এপপ এতে যোগ করা হবে।
প্রতিটি অ্যান্ড্রয়েড সংস্করণে একটি করে মজার ইস্টার এগগ থাকে। এবারও এটার ব্যতিক্রম হবে না! জাস্ট সেটিংস থেকে About Phone য়ে যান আর সেখানে আর সেটের অ্যান্ড্রয়েড ভার্সনটি আপনি দেখতে পাবেন Android 8.1 আর এই বক্সে কয়েকবার চাপ দিয়ে অ্যান্ড্রয়েড ওরিওর লোগো আপনি দেখতে পাবেন আর লোগোটিতে লং প্রেস করলে এটা একটি অক্টোপাসের রুপান্তরিত হবে এবং এটা স্ক্রিণের যেকোনো স্থানে আপনি ড্রাগ করতে পারবেন! মজার না?
তো এই ছিলো নতুন ও ফ্রেশ অ্যান্ড্রয়েড ওরিও ১১ টি নতুন টিপস এন্ড ট্রিক্সস। আপনার হাতে অ্যান্ড্রয়েড ওরিও আসার পর আপনি যদি এগুলো ছাড়াও অন্য কোনো জটিল এবং দারুণ কোনো টিপস বা টিক্সস পেয়ে যান তাহলে সেটা আমাদের টিউমেন্ট বক্সে শেয়ার করতে ভূলবেন না যেন। আজ তাহলে এ পর্যন্তই থাক। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি টিউনার গেমওয়ালা চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা সোশাল প্ল্যাটফর্ম টেকটিউনস এ!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!