Power Supply Unit (PSU) হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যার কাজ হলো লাইন ভোল্টেজ এসি (২২০ V) থেকে ডিসি তে কনভার্ট করা। কারন কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার ডিসি ভোল্টেজে পরিচালিত হয়। মেইন লাইন বা UPS (Uninterrupted Power Supply) থেকে সিস্টেম ইউনিট এর পাওয়ার সাপ্লাই এ সর্বপ্রথম পাওয়ার সরবরাহ করা হয়। তারপর এসি থেকে ডিসি ভোল্টেজে কনভার্ট হয়ে ATX কানেক্টরের মাধ্যমে মাদারবোর্ডে সংযোগ হয়। এছাড়াও পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে Molex ও SATA পাওয়ার কানেক্টরের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এই পাওয়ার সাপ্লাই নিয়ে মাঝে মাঝে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন হঠাৎ করে কম্পিউটার অন না হওয়া, নতুন পাওয়ার সাপ্লাই কিনার সময় তা ভালো আছে কিনা তা চেক করা অথবা কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় মাল্টিমিটার সাথে থাকে না বা অনেকেই তা অপারেটও করতে পারে না। এ অবস্থায় আমরা একটি পদ্ধতিতে পাওয়ার সাপ্লাই ভালো আছে কিনা তা সহজে চেক করে নিতে পারি।
পাওয়ার সাপ্লাই এর ATX 20+4 পিন কানেক্টরের মাধ্যমে এই পরিক্ষাটি করতে হয়। এ জন্য প্রথমে ২ ইঞ্চি একটি তার প্রয়োজন। তারপর ঐ তারের একটি মাথা ATX 24 পিন কানেক্টরের সবুজ (Green) রং এর পিন হোল এ সংযোগ করতে হবে এবং তারের আরেকটি মাথা যে কোন একটি কালো (Black) রং এর পিন হোল এ সংযোগ করতে হবে।
তারপর পাওয়ার সাপ্লাইটিতে বিদ্যুৎ সরবরাহ করতে হবে।
এতে পাওয়ার সাপ্লাই এর পিছনে থাকা ফ্যানটি যদি ঘুরতে থাকে তাহলে বুঝতে হবে এটি ঠিক আছে, আর যদি ফ্যানটি না ঘুরলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কোন সমস্যা আছে।
আর এভাবেই আমরা কোন পাওয়ার সাপ্লাই প্রাথমিতভাবে চেক করে নিতে পারি। যেহেতু পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশে বিদ্যুৎ সরবরাহ হয়, তাই ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনা অত্যন্ত প্রয়োজন। আমরা যারা কম্পিউটার কিনি সবাই প্রসেসর, মাদারবোর্ড, হার্ডডিস্ক এবং UPS ইত্যাদি হার্ডওয়্যার এর উপর বেশি গুরুত্ব দেই। কিন্তু পাওয়ার সাপ্লাই এর উপর ততটা জোর দেই না। তাই ভালো UPS এর পাশাপাশি ভালো একটি পাওয়ার সাপ্লাই কিনাও গুরুত্বপূর্ণ অন্যথায় যে কোন সময় মাদারবোর্ডের অথবা অন্য কোন হার্ডওয়্যার এর ক্ষতি হতে পারে।
যে কোন প্রয়োজনে অাপনারা আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন
আমি আব্দুল্লাহ-আল-রোমান। , Tech 16 BD বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।