আপনার কি ইংরেজি লিখতে ভুল হয়? এবার ইংরাজি বানান কিংবা গ্রামার ঠিক করে নিন ৩ মিনিটে একটি app এর সাহায্যে। Now you can write English grammar and spelling without any mistake with confident. আর আপনার গ্রামার কিংবা বানান ভুল হবার কোন চান্স নেই।
প্রথমে আপনাকে গুগুল প্লে store এ যেতে হবে।
এবার টাইপ করুন grammarly keyboard – type with confidence, হ্যাঁ এবার আপনি সত্যি confidence এর সাথে টাইপ করতে পারবেন without any mistakes of spelling and grammar. আর আপনার গ্রামার কিংবা বানান ভুল হবে না ইংরাজি লেখার সময়।
চলুন install করা যাক।
Description এ আমি এর লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে আপনি সেখান থেকেও install করতে পারেন।
এবার app টি ওপেন করা যাক।
Get started এ ক্লিক করুন.
এখানে আপনি লগ ইন করতে পারেন Google, Facebook কিংবা email দ্বারা। বা যদি আপনার Grammarly কোন log in account থেকে থাকে তা দিয়েও log in করতে পারেন।
আমি এখানে NOT NOW এ ক্লিক করছি।
এবার Add Grammarly Keyboard এ ক্লিক করুন।
তারপর Grammarly টা on করে দিন।
তারপর Switch Input Methods এ ক্লিক করুন।
এবার change keyboard এ Grammarly অন করে দিন।
ব্যাস আপনার কাজ শেষ।
এবার চলুন দেখা যাক কিভাবে Grammarly কাজ করে।
এরজন্য আমি imo help নেব। আপনারা whatsapp কিংবা ফেসবুক এও try করতে পারেন।
Imo open করার পর ঠিক করে নিন আপনি কার সাথে English এ chat করবেন। দেখানোর জন্য আমি আমার এক বন্ধুকে select করে নিলাম।
Now type, Hi, how are you today? Can you come to my house tomorrow? দেখুন এখানে Grammarly কিছু option দিচ্ছে। যেমন আমি কিছু punctuation এ mistake করেছি, এখানে full stop না হয়ে question mark হবে।
দেখুন কিভাবে এগুলি ঠিক করা যায়। Hi এর পর একটা কমা হওয়া উচিত। tomorrow র পর question mark হওয়া উচিত।
এইভাবে আপনি আপনার গ্রামার কিংবা English বানান ঠিক করে লিখতে পারবেন। আর আপনার গ্রামার কিংবা বানান ভুল হবার কোন চান্স নেই।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই গ্রামারলি কিবোর্ড এর পোষ্ট অনেক আগেই হইছে।