সবার আগে এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখুন অনলাইন থেকে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

icon
পরীক্ষার ফলাফল পাবলিশ হওয়ার পর আমরা অনেকেই টেনশনে থাকি। পরিক্ষার ফলাফল কি হবে কিংবা পরীক্ষার ফলাফল কিভাবে বের করবো? এই সব বিষয় নিয়ে। আমরা আলোচনা করেছি কিভাবে আপনি SSC পরীক্ষার ফলাফল বের করবেন SMS দিয়ে কিংবা website থেকে।
এর আগের আলোচনায় আমরা দেখেয়েছি, JSC, JDC, PSC এবং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল কিভাবে বের করবো। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করবো, কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল বের করা যায়।
সাধারণত দুই ভাবে পরীক্ষার ফলাফল বের করা যায়। এবং সেটা মোবাইল থেকে এসএমএস এর মাধ্যেমে কিংবা অনলাইনের মাধ্যেমে। তবে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো।
SMS এর মাধ্যেমে এস.এস.সি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যেমে এসএসসি পরীক্ষার ফলাফল বের করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ম্যাসেজ অপশনে যান। ম্যাসেজ অপশনে যাওয়ার পর সেখানে টাইপ করুন, SSC এবার যে বোর্ডের অধীনে পরীক্ষার দিয়েছেন, সে বোর্ডের প্রথম তিনটি অক্ষর Dha SSC Roll কত সালে এসএসসি পরীক্ষা দিলেন তার সাল 2018 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে
Mad লেখুন।
উধাহরণস্বরূপঃ
SSC Dha 663508 2018 Send to 16222.
SSC Mad 663508 2018 Send to 16222

অনলাইন থেকে এস এস সি পরীক্ষার ফলাফল বের করার নিয়ম
অনলাইন থেকে এসএসসি পরীক্ষার ফলাফল বের করার জন্য প্রথমে যেকোন ব্রাউজার গিয়ে SSC Result লিখে Enter প্রেস করুন। Enter প্রেস করার পর নিচের দিকে নতুন একটি পেজ ওপেন হবে, এবার সেখান থেকে Education Board Results লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো নতুন একটি পেজ ওপেন হবে।
আর ওয়েব সাইট টি হল
Result of All Education Board
result
এবার অনলাইন থেকে এসএসসি পরীক্ষার ফলাফল বের করার জন্য উপরের লাল মার্ক করা অংশে দেখুন।
Examination:
এর ডান পাশে Select One লেখা অপশন দেখা যাবে। এবার সেখানে গিয়ে ক্লিক করে সিলেক্ট করুন, আপনি SSC পরীক্ষা জেনারেল শাখা না মাদ্রাসা শাখা থেকে দিয়েছেন তা। তবে আমি আপনার ক্ষেত্রে SSC (Vocational) সিলেক্ট করেছি।

Year : এবার কত সালে SSC পরীক্ষা দিয়েছেন সেই সিলেক্ট করুন। যেমন, 2018

Board: আপনি কোন বোর্ডের অধীনে SSC পরীক্ষা দিয়েছন, সেটি সিলেক্ট করুন। যেমন, Dhaka বোর্ড হলে Dhaka সিলেক্ট করুন আর মাদ্রাসা হলে Madrasah হলে Madrasah বোর্ড সিলেক্ট করুন।

Roll: এরপরের অংশে SSC রোল নাম্বার বসিয়ে দিন।

Reg: No : এরপরের অংশে SSC রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিন।

এবার শেষের অংশে ক্যাপচা কোড বসাতে হবে, যেমনঃ 4 + 9 = 13 বসানো হয়ে গেলে। নিচের অংশে
Submit লেখা বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার এসএসসি ফলাফল চলে আসবে।

আমাদের এই ছোট্ট লিখাগুলো আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না।
এরকম আরো শিক্ষানীয় টিপস পেতে এখানে দেখুন

Level 1

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

কারো কাছে আমি মহৎ, কারো কাছে আমি তুচ্ছ! যার মানসিকতা যেমন, তার কাছে আমিও তেমন!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস