এইবার ভিজিটিং কার্ড তৈরী করুন মাত্র ৩ এম্বির একটি এপ দিয়ে

এইবার ভিজিটিং কার্ড তৈরী করুন মাত্র ৩ এম্বির একটি এপ দিয়ে (মিস করবেন না)

বর্তমান প্রতিযোগিতার এই যুগে সব কিছু করতেই টাকা প্রয়োজন হয়। উদাহরণস্বরুপ বলা যায় যে সামান্য একটা ভিজিটিং কার্ড তৈরী করতেও আপনাকে টাকা খরচ করতে হবে। তবে আজ থেকে আপনার এই চিন্তা দূর করতে নিয়ে এলাম চমৎকার একটি Software যার মাধ্যমে আপনি খুব সহজেই ভিজিটিং কার্ড তৈরী করতে পারবেন, আর দোকানে গিয়ে টাকা খরচ করে ভিজিটিং কার্ড তৈরী করতে হবে না, এবার নিজেই ইচ্ছে মতো ভিজিটিং কার্ড বানিয়ে নিতে পারবেন খুব সহজেই।

এপটির নাম হলোঃ Card Works Business Card Software.এপটির সাইজ কতো জানেন?মাত্র ৮০০ কিলোবাইট। কি মনে হচ্ছে এটি একটি ভুয়া এপ?জি না, একবার ব্যবহার করেই দেখুন। কথায় আছে না? ছোট মরিচে ঝাল বেশি। এই এপটিও ঠিক সেই রকম সাইজ ছোট হলেও দুর্দান্ত কাজ করে।

Features:

  • Have Wide selection of business card templates.
  • Have Wide selection of color schemes.
  • Can be use downloaded template.
  • Support standard business card and paper sizes.
  • Create single or double sided business card.
  • Multiple businesses address and store name.
  • Print with crop marks to easily trim cards to size.
  • Export to a high resolution PDF and take to a printer.
  • Very easy and comfortable for use.

কিভাবে কি করবেনঃ

১. আপনার সফটওয়্যার এর থেকে একটি ডিজাইন পছন্দ করে বাছাই করে নিন।

২. এবার আপনার তথ্য দিন সফটওয়্যার এর বাম পাশের Select Busniness information set এ। এখানে যেই খালি জায়গা গুলো আছে তাতে আপনি আপনার তথ্যগুলো দিয়ে দিন

৩. এবার এটিকে আপনি ইচ্ছে করলে Print করতে পারবেন, আবার সেভ ও করতে পারেবন।

তো আর দেরী কেন এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন, আর বেশি বেশি বানিয়ে ফেলুন ভিজিটিং কার্ড তাও আবার টাকা ছাড়াই।

App Name: Card Works Business Card Software

Size:৩ এম্বি

Link: এখানে ক্লিক করুন

Level 0

আমি আসাদুজ্জামান রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস