4995 মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স সহ আর কনভার্ট করুন যে কোন ভিডিও যে কোন ফরম্যাটে, সেই সাথে ভিডিও ডাউনলোড করুন Youtube, Facebook সহ যে কোন ওয়েবসাইট থেকে(Full Version; Windows, Mac)

হাজার রকম ভিডিও ফরম্যাট রয়েছে। অনেক সময় পিসিতে ইন্সটল করা প্লেয়ার কোন একটি ফরম্যাট সাপোর্ট না করার কারণে আমরা ভিডিও দেখতে পারি না। সেক্ষেত্রে আমরা নতুন করে কোন প্লেয়ার ইন্সটল করি কিংবা ভিডিও কনভার্টার সফটওয়্যার দিয়ে ভিডিওয়ের ফরম্যাট চেঞ্জ করে নিই।

আবার অনেক সময় পিসিতে সাপোর্টেড ভিডিও মোবাইলে সাপোর্ট করে না সেক্ষেত্রেও আমাদের ভিডিও ফরম্যাট চেঞ্জ করার প্রয়োজন হয়। সেই সাথে অনেক সময় আমাদের ফেসবুক বা ইউটিউব বা কোন লাইভ স্ট্রিমিং সাইট থেকে ভিডিও ডাউনলোদের প্রয়োজন হয়। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব বিশ্বের সেরা ভিডিও কনভার্টারের সাথে। Any Video Converter Ultimate, ইন্টারনেটে যার মূল্য ২০% ডিস্কাউন্টের সাথে ৪৯.৯৫ ডলার। কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

Any Video Converter Ultimate হল Anvsoft Inc. কর্তৃক প্রকাশিত একটি ভিডিও কনভার্টার। যাতে কোন একটি ফরম্যাটের ভিডিওকে অন্য কোন ফরম্যাটের ভিডিও বা অডিওতে এবং কোন ফরম্যাটের অডিওকে অন্য ফরম্যাটের অডিওতে রূপান্তর করা যায়। সেই সাথে ইউটিউব, ফেসবুক বা যে কোন লাইভ স্ট্রিমিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায় খুব সহজেই। Top Ten Reviews এর মতে AVC Ultimate তৃতীয় সেরা ভিডিও কনভার্টার, কিন্তু ব্যবহারের সহজযোগ্যাতার দিক দিয়ে শুধুমাত্র AVC Ultimate ই ১০০ তে ১০০ পেয়েছে। CNET, PCWorld এবং lifehacker এর রিভিউয়েও AVC সেরা ভিডিও কনভার্টার। আমার মতে AVC ই সেরা, তাছাড়া ব্যবহারও খুবই সহজ।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স
Top Ten Reviews এ ব্রোঞ্জ জয়ী Any Video Converter Ultimate

Any Video Converter Ultimate এর সাহায্যে প্রায় সকল রকম ফরম্যাটে ভিডিও কনভার্ট করা সম্ভব। ভিডিওয়ের প্রায় সকল ফরম্যাট AVC Ultimate সাপোর্ট করে।

আর অডিও ফরম্যাটের সব রকম ফরম্যাটই সাপোর্ট করে AVC Ultimate.

Any Video Converter Ultimate ডাউনলোড করে নিন অফিসিয়াল সাইট থেকে।

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন AVC Ultimate. Install করার পরে AVC Ultimate Launch করুন। Full Screen Interface এমন দেখাবে,

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

এখন আমরা AVC Ultimate Full Version এ আপগ্রেড করব। ডান দিকের উপরে চাবি আইকনে ক্লিক করুন।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

একটি ফ্লোটেড উইন্ডো আসবে যেখানে রেজিস্ট্রেশনের জন্য নাম আর কোড চাবে।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

Name বক্সে AVTPZR এবং Code বক্সে 000JJ6-YZMV6U-0765KU-BQFJP3-1TTN1M-8A2KMA-70JN6V দিয়ে OK ক্লিক করুন। ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় কাজটা করতে হবে। OK ক্লিক করার পর আপনার AVC Ultimate রেজিস্টার্ড হয়ে যাবে। এখন আপনি ফুল ভার্সন ইউস করতে পারবেন আজীবন।

Video Conversion: ভিডিও কনভার্ট করার জন্য Add Or Drag Files এর উপর বা Add Video(s) er ক্লিক করে ভিডিও সিলেক্ট করে Add করে নিন অথবা Drag করে নিয়ে আসুন।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

ভিডিও এড হয়ে গেলে ডানে উপরে Drop Down Menu তে ক্লিক করে ভিডিও কনভার্ট করার পর যে ফরম্যাট পেতে চান সে ফরম্যাট সিলেক্ট করে নিন। আপনি Output Folder সিলেক্ট করে দিতে পারেন। ভিডিও কনভার্ট হয়ে সে ফোল্ডারে সেভ হবে।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

আপনি চাইলে ভিডিও ক্রপ করতে পারেন, ইফেক্টস যোগ করতে পারেন, ভিডিও রেজুলেশন সিলেক্ট করে দিতে পারেন, Video Options এবং Audio Options থেকে আরো এডিটিং এবং চেঞ্জ করতে পারেন। সব এডিটিং শেষ করার পর ভিডিও কনভার্ট করার জন্য উপরে ডানে Convert Now এ ক্লিক করুন। ভিডিও কনভার্টিং শুরু হয়ে যাবে।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

ভিডিও কনভার্ট হয়ে গেলে Output Folder এ গিয়ে কনভার্টেড ভিডিও দেখতে পাবেন। Youtube/Facebook Video Download: Add URL(s) এ ক্লিক করুন। ফ্লোটেড উইন্ডো এ + চিহ্ন এ ক্লিক করলে URL দেওয়ার বক্স দেখাবে।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

যে ভিডিও ডাউনলোড করতে চান তার URL কপি করে এনে পেস্ট করে দিন। Start Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

49.95$ মূল্যের বিশ্বের সেরা ভিডিও কনভার্টার নিয়ে নিন সাথে এক্টিভেশন কি এবং লাইসেন্স

ভালোলাগলে আমার সাইটে একবার ঘুরে আসুন http://www.techinsider24.ml

ফেসবুকে আমিঃ Facebook

Level 0

আমি আসাদুজ্জামান রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস