( আপডেটেড) জাভা স্ক্রিপ্টের ভূত আমার মাথায়, আপনার মাথায় ও দিচ্ছি !

বাংলার ছেলেরা কথার চেয়ে কাজ বেশি করে এই কথা প্রমান করার জন্য চলুন আমরা কাজে লেগে যাই
যা যা করার দরকার নাই-----
. মোবাইলটা সাইলেন্ট করার দরকার নাই
. কম্পিউটারে গান বাজনা চললে বন্ধ করার দরকার নাই
. পরার সময় খিক খিক হাসি নিষিদ্ধ

সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করার পর পেজ রিফ্রেশ দিবেন অন্যথায় আমার কোন দোষ নাই

১. আপনার ব্রাউজারকে ব্যবহার করুন ক্যালকুলেটর হিসেবেঃ
আপনার ব্রাউজারটাই আস্ত একটা ক্যালকুলেটর! বিশ্বাস না হলে নিজেই দেখুনপ্রথমে নিচের কোডটা কপি করে আপনার ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করুন এবং এন্টার চাপুনযোগ, বিয়োগ, গুন বা ভাগ সবই করতে পারবেনশুধু সংখ্যা আর চিহ্ন পরিবর্তন করুন

২. ইচ্ছে মত ঘুরানঃ
জি হা, ইচ্ছে মত ঘুরান যেকোনো ওয়েবসাইটের ছবিগুলাআমি আগেভাগে বললে তো আর মজা থাকবে নাআপনারা নিচের কোডটা কপি করে ব্রাইজারের এড্রেসবারে পেস্ট করেই দেখুন না (এন্টার না চাপলে আমার দোষ নাই)মজা লাগলে কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু


. সিট বেল্ট বেঁধে নিনঃ
এই কোডটা পেস্ট করার আগে অবশ্যই সিটবেল্ট বেঁধে নিবেন


. ঝড় নাকি তুফানঃ
আগে নিচের কোডটা ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করে এন্টার চাপুন এরপর ঠিক করুন এটা ঝড় না তুফান!


. এভাবে লাফানোর কারন কিঃ
যারা যারা নিচের কোডটা ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করে এন্টার দিয়েছেন তারা নিশ্চই একটা বিহিত করবেন এদের লাফানোর ব্যাপারটা নিয়ে


. আমরা সংস্কারপন্থীঃ
অবশ্যই আমরা সংস্কারপন্থীনিচের কোডটা আপনার ব্রাউজারে পেস্ট করে আপনি ও সংস্কারপন্থী হয়ে যান এবং যে কোন ওয়েবপেজের সংস্কার করুন


. লুকানো পাসওয়ার্ড উদ্ধার করুনঃ
আমরা মাঝে মাঝেই অতিরিক্ত ঝামেলা এড়াতে পাসওয়ার্ড সেভ করে রাখি ব্রাউজারেযেকেউ নিচের স্ক্রিপ্ট ব্যাবহার করে আপনার পাসওয়ার্ড পেয়ে যেতে পারেআপনি যেকোনো পাসওয়ার্ড সেভ করা লগিন পেজে গিয়ে নিচের কোডটা পেস্ট করে এন্টার চাপুন


অথবা এটা ও ব্যাবহার করতে পারেন,

Level 0

আমি Blogger O। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন.. স্ত্রীপ্ট গুলো ইনসাআল্লাহ পড়ে টেষ্ট করে নেব………..

    Level 0

    আপনাকে ধন্যবাদ।

Level 0

কোন কারনে কোডগুলা কাজ করছিল না। আলহামদুলিল্লাহ্‌ এখন সব কাজ করবে।

Level 0

প্রিয়তে

    Level 0

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দারুন টিউন। পাসওয়ার্ড এর ওটা অনেক কাজে লাগবে। আপাতত প্রিয়তে রাখলাম।

    Level 0

    আমি ও আপনাকে প্রিয়তে রেখে দিলাম 😀

কাম হয় না ।

    Level 0

    এবার অবশ্যই কাজ করবে। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

একটা ও কাজ করেনা ….. ফাউল

    Level 0

    ঠিক কাজ করছে না । কিন্তু কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে ।
    তবে একটু কষ্ট করলে আপনি ও কোডগুলোর মজা লুটতে পারবেন ।

দারুন সব কালেকশন ধন্যবাদ না দিলে নিজেকে অকৃতজ্ঞ মনে হতো ।

    Level 0

    আপনি এত কষ্ট করে কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ না দিলে তা হবে আমার অকৃগ্গতা।

thank u

    Level 0

    Welcome!
    And thanks a lot for comenting here.

চমৎকার…চালাইয়া যান…

    Level 0

    আপনার এমনতর উত্‍সাহ পেয়ে থেমে থাকার কোন মানে হয় না।

Level 0

are miah apni akta faltu

    Level 0

    ভাইয়া এখন সব ঠিক আছে আরেকবার চেষ্টা করে দেখুন ।

জাভা স্ক্রীপ্ট হল client side language . এটা আমাদের ব্রাউজারের যত উলটপালট করা রটনা ঘটনা করার জন্য দায়ী।

Level 0

সহমত

ওরে কেউ ধর। সিটবেল্ট ছিড়ে গেল………………..

    Level 0

    হা হা হা আমার টা ছিরে নাই আমি আগেই রেডি ছিলাম 😀

Level 0

ভাই, আর নাই?

Level 0

জটিলতম সুন্দর ।তবে ভাই, আর নাই?

    Level 0

    আরও অসংখ্য আছে কিন্তু এই অধম খুব কমই জানে । আরও পেলে অবশ্যই টেকটিউনস-এ শেয়ার করব।

ভাইয়া সবগুলো 1 Link এ দিলে ভালো হতো ……… 🙂

Invalid or Deleted File.

The key you provided for file download was invalid. This is usually caused because the file is no longer stored on MediaFire. This occurs when the file is removed by the originating user or MediaFire. এই টা আসে কেন…।।