বাংলার ছেলেরা কথার চেয়ে কাজ বেশি করে এই কথা প্রমান করার জন্য চলুন আমরা কাজে লেগে যাই।
যা যা করার দরকার নাই-----
. মোবাইলটা সাইলেন্ট করার দরকার নাই
. কম্পিউটারে গান বাজনা চললে বন্ধ করার দরকার নাই
. পরার সময় খিক খিক হাসি নিষিদ্ধ
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করার পর পেজ রিফ্রেশ দিবেন অন্যথায় আমার কোন দোষ নাই।
১. আপনার ব্রাউজারকে ব্যবহার করুন ক্যালকুলেটর হিসেবেঃ
আপনার ব্রাউজারটাই আস্ত একটা ক্যালকুলেটর! বিশ্বাস না হলে নিজেই দেখুন। প্রথমে নিচের কোডটা কপি করে আপনার ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করুন এবং এন্টার চাপুন। যোগ, বিয়োগ, গুন বা ভাগ সবই করতে পারবেন। শুধু সংখ্যা আর চিহ্ন পরিবর্তন করুন।
২. ইচ্ছে মত ঘুরানঃ
জি হা, ইচ্ছে মত ঘুরান যেকোনো ওয়েবসাইটের ছবিগুলা। আমি আগেভাগে বললে তো আর মজা থাকবে না। আপনারা নিচের কোডটা কপি করে ব্রাইজারের এড্রেসবারে পেস্ট করেই দেখুন না (এন্টার না চাপলে আমার দোষ নাই)। মজা লাগলে কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু।
৩. সিট বেল্ট বেঁধে নিনঃ
এই কোডটা পেস্ট করার আগে অবশ্যই সিটবেল্ট বেঁধে নিবেন।
৪. ঝড় নাকি তুফানঃ
আগে নিচের কোডটা ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করে এন্টার চাপুন এরপর ঠিক করুন এটা ঝড় না তুফান!
৫. এভাবে লাফানোর কারন কিঃ
যারা যারা নিচের কোডটা ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করে এন্টার দিয়েছেন তারা নিশ্চই একটা বিহিত করবেন এদের লাফানোর ব্যাপারটা নিয়ে।
৬. আমরা সংস্কারপন্থীঃ
অবশ্যই আমরা সংস্কারপন্থী। নিচের কোডটা আপনার ব্রাউজারে পেস্ট করে আপনি ও সংস্কারপন্থী হয়ে যান এবং যে কোন ওয়েবপেজের সংস্কার করুন।
৭. লুকানো পাসওয়ার্ড উদ্ধার করুনঃ
আমরা মাঝে মাঝেই অতিরিক্ত ঝামেলা এড়াতে পাসওয়ার্ড সেভ করে রাখি ব্রাউজারে। যেকেউ নিচের স্ক্রিপ্ট ব্যাবহার করে আপনার পাসওয়ার্ড পেয়ে যেতে পারে। আপনি যেকোনো পাসওয়ার্ড সেভ করা লগিন পেজে গিয়ে নিচের কোডটা পেস্ট করে এন্টার চাপুন।
অথবা এটা ও ব্যাবহার করতে পারেন,
দারুন.. স্ত্রীপ্ট গুলো ইনসাআল্লাহ পড়ে টেষ্ট করে নেব………..