এলাট পে তে কিভাবে একাউন্ট খুলতে হই এবং বাংলাদেশের যেকোন ব্যাংক এর একাউন্ট সংযোজন

সবাই কে সালাম ও শুভেচ্ছা

আশা করি সবাই ভাল আছেন।

আনেক দিন হয়ে গেল কোন টিউন করিনা তাই আজ ভাব লাম এক টা টিউন করি।

আজ আমি আপ্ নাদের জানাব যে কিভাবে alertpay.com তে কিভাবে একাউন্ট খুলতে হই এবং বাংলাদেশের যেকোন ব্যাংক এর একাউন্ট সংযোজন করা যাই। আর alertpay.com সম্পর্কে মনে হই না কিছহু বলার দরকার আসে।যাই হক আমি শম্পুর্ন বিসশই টা ছবির মাধমে তুলে ধরছি। প্রথমে এই লিঙ্ক এ যান তার পর ছবি গুল আনুসরন করুন।

এর পর আপনার একাউন্ট টি একটিভ করার জন্য আপনার মেইল এ একটা মেইল পাঠাবে সেই মেইল এ থাকা লিঙ্ক এ লিকিল করে আপনার একাউন্ট টি একটিভ করেনিন তার পর নিচের মত এক্তা পেইজ আসবে

এখন আপনার একাউন্ট টি একটিভ হএছে ।এবার পালা ব্যাংক একাউন্ট টি এড করা ।নিচের ছবি গুল আনুসরন করুন

কাজ শেষ মানে আপনার ব্যাংক একাউন্ট এড এর কাজ শেষ।

তার পর অ যদি কার ও বুজতে আসুবিধা হই তাহলে মন্তব্বে লিখবেন আসা করি স্ মাধান দিতে পারব।

শাথে থাকছে এক টা কৌতুক এক্কেবারে ফ্রী

অহেতুক কৌতুক –

গত খেলা শেষে ফেসবুক, এসএমএস ও মুখে মুখে মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সেখান থেকে বাছাই করা কিছু প্রতিক্রিয়া ছাপা হলো। প্রতিক্রিয়াদানকারী সবার নাম মনে করার চেষ্টা করেও মনে করতে না পারায় কারও নাম উল্লেখ করা গেল না। এ জন্য দুঃখিত।

 বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারল, এর জন্য দায়ী কে?
—কলম্বাস, কারণ সে ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছিল।
 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কেমন দেখলেন?
—আমি তো খেলা দেখিনি, যত দূর মনে পড়ে খেলার একটা হাইলাইটস দেখেছি।
 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলায় দর্শক হিসেবে আপনার সাফল্য কী ছিল?
—গ্যালারির ভেতর ১৫০ টাকার বার্গার খেলা শেষে ২০ টাকায় কিনতে পারা।
 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলায় বাংলাদেশের ইনিংস শেষে আপনার কী মনে হয়েছিল?
—এ দেশ থেকে কি ঝড়-বৃষ্টি একেবারে উধাও হয়ে গেল!
 ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে মাত্র ৫৮ রানে আটকে দিল, এতে আপনার প্রতিক্রিয়া?
—প্রতিক্রিয়ার কী আছে, আমরাও তো ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানের বেশি করতে দিইনি।
 ১০ টাকার বাদাম কিনে খেলা দেখতে বসেছিলাম। এখনো ৩ টাকার মতো বাদাম আছে, এর মধ্যে খেলা শেষ। এখন কী করব?
—কেউ আছেন? ৩ টাকার বাদাম বিক্রি হবে।
 ৫৮ রানকে ১০ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দিলে গড়ে মাথাপিছু কত রান পড়বে?
—১০ জনের মধ্যে ভাগ করা যাবে না। কারণ, জুনায়েদ একাই করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান!
 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলায় ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যর্থতা কী?
—আবদুর রাজ্জাক। এই একটা ব্যাটসম্যানকে ওরা আউট করতে পারেনি।
 আইসিসির প্রতি একজন বাংলাদেশি দর্শক হিসেবে আপনার কোনো পরামর্শ!
—ওয়ানডে ক্রিকেটেও ইনিংস ডিক্লেয়ার করে আবার খেলা শুরু করার ব্যবস্থা রাখা উচিত।

সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৭, ২০১১

সব শেষে সবাই ক এক টা আনুরোধ করি আসুন আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট দল কে সাপর্ট করি ।ফেছবুকে এই পাতাই সবাই তাদের কে আরো উত্তসাহ দেবেন। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো অনেক অনেক শুভ কামনা।

যাই হোক সবাই ভাল থাকবেন এই কামনায় আগামী তে নতুন কনো টিউন নিয়ে দেখা হবে ততক্ষন পর্যন্ত খোদা হাফেজ।
ও আরেক টা কথা কেও মন্তোব্ব লিখতে ভুলবেন না যেন।

(বানানের বরই বেহাল দসা পিলিজ সবাই ক্ষমা করবেন)

Level 0

আমি little_raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 347 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"যায় দিন ভাল আসে দিন আরও ভাল" ""http://adf.ly/12u16""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগল বিষয়টা অনেকে জানেনা ধন্যবাদ

    Level 0

    আপনাকেউ ধন্যবাদ

    ধন্যবাদ .তবে খেলার বিষয় না টানলেই পারতেন । আমাদের পেপাল দরকার আর পেপাল জন্য ফেসবুকে আন্দোলন শুরু হয়েছে http://www.facebook.com/paypalbd

Account kivabe Verify Korbo and Bank wire koto taka charge katbe jodi bolten

    Level 0

    apnar account information mane swift code bank code branch code jodi thik thake tahole tahole shathe shathe shathei hoea jabe karon oi code gulo shothik na hole verify hobena.are apnar bank wire charge nivor korbe apnar bank er opor.

    thanks comments korar jonno

    @সোহেল: আমিও এই বিষয়ে একমত। আমারও জানা দরকার। এতে খরচ কেমন হয় ? কোন সময় খরচ হয় ইত্যাদি।

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    Level 0

    apna kew thanks comments korar jonno

Level 0

ভাই, আপনাকে ধন্যবাদ টিউনটি করার জন্য। আমার DBBL এ একাউন্ট আছে কিন্তু আমি জানিনা ব্যাংক কোড কত। ।আপনি এখানে উল্লেখ করেছেন ব্যাংক কোড 04 । এটা কি সত্যিই ব্যাংক কোড নাকি আপনি শুধু বোঝানোর জন্য ০৪ ব্যবহার করেছেন?

ভাল জিনিষ শেখালেন। ধন্যবাদ।

Very Very thanks to Raj bhai.It is need to Know all techtuners.Pls say ur mobile phone.
I would contact to u personaly about alertpay.
All the best .
Love .
Zahid.

    Level 0

    ashole akhon shobai online earning nea vabse but kew vabse na je ki vabe tader taka gulo uttolon korbe tai ami ai tune ta korlam.hoitoba aneker e kaje debe hoitoba.are amar hone number holo 01919999927.thanks for comments

dhannobad, banangula thik karun vai. Mone kichu koiren na kintu

    Level 0

    vai amar avro keybord kaj korse na tai ai abostha.thanks anakew

branbh code, bank code, আর bank contact person এইসব তথ্য কোথায় পাবো?

Level 0

BANK CODE- 04 এটা কিভাবে বের করেছেন? কৌতুকগুলো মজার। ধন্যবাদ…

    Level 0

    bank code of dbbl dea google khoj korun

kivabe taka ami bank account theke ai account e nibo abar akhan theke amar bank account e nibo………..kindly bolen

thanks vai share korlan

    Level 0

    apnakew thanks comments korar jonno

Nice Jock…..Thanks

Level 0

anakew thanks

আচ্চা ডাচ বাংলা ব্যাঙ্ক এর bank wire charge কেমন বলতে পারবেন.।।নাকি ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে এলার্টপে এর টাকা উঠানো যায়না?

    Level 0

    dbbl theke alert pay er taka uthano jai but alertpay proti transaction er jonno 15 $ charge kore.

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য । কিন্তু ভাই আমি জানতে চাই, আমার Alartpay ব্যাংক অ্যাকাউন্ট এবং বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট এর নাম যদি একি রকম না থাকে তাহলে হবে কি না ? তার মানে আমি আমার Alartpay ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্ন কার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারব কি না ? আর অ্যাড হলে ঐ ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা আসবে কি না ? যদি বলতেন খুব ভাল হত ভাই ।

Level 0

ধন্যবাদ, কৌতুকগুলো দারুন!!!
ব্যাংকে ডলার ট্রান্সফার করলে তো অনেক চার্জ কাটে সব চার্জ কেটে কুটে ১০০ ডলারে মাত্র ৮৫ ডলার থাকে। তবে একসাথে ৫০০ ডলার ট্রান্সফার করলে খরচ কিছুটা কম হয়।
Online Money Earning School 😀

Transaction PIN কি?কুথায় পাব?ভাই হল না তো?

    Level 0

    Transaction PIN anar issa moto 6 digit deben jeta apnar porobortite taka transaction korte lagbe

বস্ একাউন্ট ভ্যারিফাই করার সহজ পদ্ধতি নিয়ে যদি একটা পোস্ট দেন, তাহলে আমি সহ অনেকেরই উপকার হবে! ধন্যবাদ!

Level 0

টিউনার অনেক কষ্ট করেছেন তাই আমিও উনার সাথে যোগ দিচ্ছি। ALERTPAY-তে ACCOUNT OPENING থেকে শুরু করে ভেরীফাই করা পর্যন্ত লাইভ হেল্পের জন্য কল করুন 01913923947. অনুগ্রহ করে রাত ১০টার পর ফোন দিবেন না।

bank add korle ki taka katbe?

ভালো লাগল…

    Level 0

    comments koresen dekhe amaro valo laglo

এই রকম একটি টিউনই চাইছিলাম।ধন্যবাদ আপনাকে

জানা ছিল না ….. ধন্যবাদ 🙂

    Level 0

    apnar je jana silona aita akhon jante parlam.hihihi .

Level 0

boss amar ekta islamic bank e ac ache.Is it possible by using this account?janaben.

    Level 0

    bangladesher shok bank account e add korte parben jodi ani shon information janen ja alaert pay chai

Level 0

brack bank thaky 10$ Withdraw korly koto % vat catby??? plz tell vaia

    Level 0

    aita to brack bank e bolte parbe ami kivabe bolbo bolen

Level 0

এত কমেন্ট দেখেই বুঝা যায় আপনি কতটা প্র‍্য়োজনীয় একটা পোষ্ট করেছেন।
আচ্ছা আমি যদি আমার একাউন্ট ব্যতিত অন্য(নিকট আত্নিয় )কারো একাউন্ট এড় করি তাতে কি কোন সমস্যা আছে?

    Level 0

    NA KONO PROBLEM NAI.BUT APNAR ACCOUNT INFORMATION THIK THAKTE HOBE.TAHOLEI HOBE .THANKS COMMENST KORAR JONNO

Level 0

ame alert pay ta account korache onak din aga. ame akon amar country and address change korta chi? ata ke possible?

    Level 0

    sorry vai ai bishoai e ami kisu jani na .ani oder shathe contact koren

vai alert pay te bangladeshi bank account add korle sorasori ki bank account a taka chole asbe ? naki paper check curiar a patabe … pare ta bank deposit korte hobe kindly inform

    Level 0

    na ora apnar account a taka pathea debe

tanks a lot for this tune

একাউন্ট ভ্যারিফাই করার সহজ পদ্ধতি নিয়ে যদি একটা পোস্ট দেন, তাহলে আমি সহ অনেকেরই উপকার হবে! ধন্যবাদ!

একাউন্ট ভ্যারিফাই করার সহজ পদ্ধতি নিয়ে যদি একটা পোস্ট দেন, তাহলে আমি সহ অনেকেরই উপকার হবে! ধন্যবাদ!

একাউন্ট ভ্যারিফাই করার সহজ পদ্ধতি নিয়ে যদি একটা পোস্ট দেন, তাহলে আমি সহ অনেকেরই উপকার হবে! ধন্যবাদ!

ভাইরা সবাইকে সালাম

যাদের alert pay account verification করার জন্য যাদের master card লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার সাথে যোগাযোগের ঠিকানা আমার মোববাই নাম্বার +৮৮০১৭২৫৩৬৮৮৩০। আর ই মেল করতে পারেন [email protected]
visit <a href="www.income.com.nu">Get The Genuine Google Adsense Account In Just 24 Hours</a>

    <a href="http://www.income.com.nu/&quot; onclick="javascript:_gaq.push(['_trackEvent','outbound-comment','www.income.com.nu/']);" rel="nofollow">Get The Genuine Google Adsense Account In Just 24 Hours With Your Payee Name</a>

Level 0

Bhaiya apnake onek dhannabad.alertpay er bepare apner mobile ta jana darker.Pls share me.
Thanks.
Zahid.

ভাইয়া আমি এলাট পে রেজিস্টার করি এবং ব্যাংক একাউন্ট এড করি । তাদের সাপোট এ যোগাযোগ করেছি কোন কাজ হয় না। ফরগেট পাসওয়াড দিয়েছি কিন্তু কাজ হয় না। আমি এলাট পে লগইন করতে পারছি না দয়া করে সমাধান দিবেন। টেকটিউনস এর সবার প্রতি আমার আবেদন কেউ যদি এ সমাধান দিতে পারেন তাহলে নিচের নাম্বারে যোগাযো করলে আপনাদের প্রতি উপকৃত হইব।

আনোয়ার হোসেন
০১৭৩৬৩০৬৩৯৩
ই-মেইল : [email protected]

Level 0

ভাই এভাবে alertpay.একাউন্ট বাংলাদেশি বাঙ্কের সাথে যুক্ত করে alertpay.থেকে ডলার বাঙ্কে আনা যাবে, ব্যাংক থেকেও কি alertpay.তে নেয়া যাবে? নাকি এটা ওয়ান ওয়ে।

    Level 0

    alertpay.তে ট্র্যান্সফারের বুদ্ধি কি?

Level 0

টিউনার অনেক কষ্ট করেছেন তাই আমিও উনার সাথে যোগ দিচ্ছি। ALERTPAY-তে ACCOUNT OPENING থেকে শুরু করে ভেরীফাই করা পর্যন্ত লাইভ হেল্পের জন্য কল করুন 01937633506. অনুগ্রহ করে রাত ১০টার পর ফোন দিবেন না। ar jara taka uthatha parchan na tara amar shata jogajoge korun.by

ভাইয়া, এটা তো শুধু ব্যাংক একাউন্ট অ্যাড করা হলো, ভেরিফাই তো হলোনা, ভেরিফাই কিভাবে করবো জানাবেনা প্লিজ।

Level 0

হীরক।
আমি তানজীদ।
চিনতে পেরেছ।
তোমার সাহায্য দরকার আমার এই ব্যাপারে।
আমায় ফেসবুক এ কষ্ট করে তোমার মোবাইল নাম্বারটা ইনবক্স কর।
সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।
তোমার এই পোস্টটি নিঃসন্দেহে অনেক কাজের।