সবাই কে সালাম ও শুভেচ্ছা
আশা করি সবাই ভাল আছেন।
আনেক দিন হয়ে গেল কোন টিউন করিনা তাই আজ ভাব লাম এক টা টিউন করি।
আজ আমি আপ্ নাদের জানাব যে কিভাবে alertpay.com তে কিভাবে একাউন্ট খুলতে হই এবং বাংলাদেশের যেকোন ব্যাংক এর একাউন্ট সংযোজন করা যাই। আর alertpay.com সম্পর্কে মনে হই না কিছহু বলার দরকার আসে।যাই হক আমি শম্পুর্ন বিসশই টা ছবির মাধমে তুলে ধরছি। প্রথমে এই লিঙ্ক এ যান তার পর ছবি গুল আনুসরন করুন।
এর পর আপনার একাউন্ট টি একটিভ করার জন্য আপনার মেইল এ একটা মেইল পাঠাবে সেই মেইল এ থাকা লিঙ্ক এ লিকিল করে আপনার একাউন্ট টি একটিভ করেনিন তার পর নিচের মত এক্তা পেইজ আসবে
এখন আপনার একাউন্ট টি একটিভ হএছে ।এবার পালা ব্যাংক একাউন্ট টি এড করা ।নিচের ছবি গুল আনুসরন করুন
কাজ শেষ মানে আপনার ব্যাংক একাউন্ট এড এর কাজ শেষ।
তার পর অ যদি কার ও বুজতে আসুবিধা হই তাহলে মন্তব্বে লিখবেন আসা করি স্ মাধান দিতে পারব।
শাথে থাকছে এক টা কৌতুক এক্কেবারে ফ্রী
অহেতুক কৌতুক –
গত খেলা শেষে ফেসবুক, এসএমএস ও মুখে মুখে মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সেখান থেকে বাছাই করা কিছু প্রতিক্রিয়া ছাপা হলো। প্রতিক্রিয়াদানকারী সবার নাম মনে করার চেষ্টা করেও মনে করতে না পারায় কারও নাম উল্লেখ করা গেল না। এ জন্য দুঃখিত।
বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারল, এর জন্য দায়ী কে?
—কলম্বাস, কারণ সে ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছিল।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কেমন দেখলেন?
—আমি তো খেলা দেখিনি, যত দূর মনে পড়ে খেলার একটা হাইলাইটস দেখেছি।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলায় দর্শক হিসেবে আপনার সাফল্য কী ছিল?
—গ্যালারির ভেতর ১৫০ টাকার বার্গার খেলা শেষে ২০ টাকায় কিনতে পারা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলায় বাংলাদেশের ইনিংস শেষে আপনার কী মনে হয়েছিল?
—এ দেশ থেকে কি ঝড়-বৃষ্টি একেবারে উধাও হয়ে গেল!
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে মাত্র ৫৮ রানে আটকে দিল, এতে আপনার প্রতিক্রিয়া?
—প্রতিক্রিয়ার কী আছে, আমরাও তো ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানের বেশি করতে দিইনি।
১০ টাকার বাদাম কিনে খেলা দেখতে বসেছিলাম। এখনো ৩ টাকার মতো বাদাম আছে, এর মধ্যে খেলা শেষ। এখন কী করব?
—কেউ আছেন? ৩ টাকার বাদাম বিক্রি হবে।
৫৮ রানকে ১০ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দিলে গড়ে মাথাপিছু কত রান পড়বে?
—১০ জনের মধ্যে ভাগ করা যাবে না। কারণ, জুনায়েদ একাই করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান!
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলায় ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যর্থতা কী?
—আবদুর রাজ্জাক। এই একটা ব্যাটসম্যানকে ওরা আউট করতে পারেনি।
আইসিসির প্রতি একজন বাংলাদেশি দর্শক হিসেবে আপনার কোনো পরামর্শ!
—ওয়ানডে ক্রিকেটেও ইনিংস ডিক্লেয়ার করে আবার খেলা শুরু করার ব্যবস্থা রাখা উচিত।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৭, ২০১১
সব শেষে সবাই ক এক টা আনুরোধ করি আসুন আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট দল কে সাপর্ট করি ।ফেছবুকে এই পাতাই সবাই তাদের কে আরো উত্তসাহ দেবেন। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো অনেক অনেক শুভ কামনা।
যাই হোক সবাই ভাল থাকবেন এই কামনায় আগামী তে নতুন কনো টিউন নিয়ে দেখা হবে ততক্ষন পর্যন্ত খোদা হাফেজ।
ও আরেক টা কথা কেও মন্তোব্ব লিখতে ভুলবেন না যেন।
(বানানের বরই বেহাল দসা পিলিজ সবাই ক্ষমা করবেন)
আমি little_raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 347 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"যায় দিন ভাল আসে দিন আরও ভাল" ""http://adf.ly/12u16""
ভাল লাগল বিষয়টা অনেকে জানেনা ধন্যবাদ