১. Start মেনুর Settings এ গিয়ে Control Panel এ যান
২. Accessibility Options এ যান ও Mouse ট্যাবটি সিলেক্ট করুন
৩. এখানে Use MouseKeys চেক করে Settings এ যান
৪. Use shortcut চেক করুন, পয়েন্টার স্পিড বাড়াতে পারেন, Use MouseKeys when NumLock is এ On সিলেক্ট করুন
৫. এবার Ok দিন, পরের উইনডোতে Apply, Ok দিন।
৬. কীবোর্ডে Num Lock অন করুন
৭. এখন ডানদিকের এই প্যাডের সংখ্যা কীগুলো মাউসের পয়েন্টার ব্যবহারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে
আমি আসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ..কাজ হয়েছে। 🙂