যেকোন ড্রাইভার ব্যাকআপ রাখার সহজ উপায়

যখন ড্রাইভার ইনস্টল করার দরকার পড়ে, বিশেষ করে অপারেটিং সিস্টেম ইনস্টলের পর আবার নতুন করে সবগুলো ড্রাইভার ইনস্টল করতে হয়। Double Driver হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে পিসিতে ইনস্টল করা সবগুলো ড্রাইভার দেখা যাবে এবং সেই সাথে ড্রাইভারগুলোর ব্যাকআপ নিয়ে রাখা যাবে। অপারেটিং সিস্টেম ইনস্টলের পর ব্যাকআপ রাখা ড্রাইভার গুলো শুধুমাত্র রিস্টোর করে নিলেই হবে।

dbdrvr.PNG

বিশেষ করে নোটবুক পিসির ক্ষেত্রে এই সফটওয়্যারটি অনেক কার্যকর। Double Driver রান করার পর Scan ট্যাবে ক্লিক করলেই পিসিতে থাকা সবগুলো ড্রাইভারের তথ্য দেখা যাবে। এখান থেকে প্রয়োজন অনুসারে ড্রাইভার সিলেক্ট করে Backup ট্যাবে ক্লিক করে ব্যাকআপ নেয়া যাবে। এরপর এই ব্যাকআপ থেকে শুধু রিস্টোর করে নিলেই হবে।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব উপকার করলেন মিথুন ভাই।

ও ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভাল টিউন।

আপনাকে অনেক ধন্যবাদ।

দারুন তো। ধন্যবাদ।

ধন্যবাদ অাপনােক

Level New

কাজের টিউন

খুবই প্রয়োজনীয় টিউন।অসংখ্য ধন্যবাদ মিথুন ভাই।

কাজের টিউন
কিন্তু
ভাই আমিতো অপারেটিং সিস্টেম সহ সব কিছু ৪-৫ মিনিটে রিস্টোর করি “হিরেন বুট CD” এর মাধ্যমে।
এমন কি আমার anti virus ও ( ৩০ দিন বাকি… )

হীরেন বুট সিডি টির কপি কোনভাবে কি শেয়ার করা যায়? যদি দিতেন তবে সত্যিই খুব উপকৃত হতাম। যদি সিডিটি সরাসরি দেয়া সম্ভবপর না হয় তবে ডাউনলোড লিংটি অনুগ্রহ পূর্বক পাঠাবেন… আমার ইমেইল [email protected]

আলম ভাই “হীরেন বুট সিডি” নিয়ে মেহেদী আকরাম ভাইয়ের একটি দারুন পোস্ট আছে।
https://www.techtunes.io/featured/tune-id/1279/
এই পোস্টটি আমার গাইড লাইন।

সুন্দর একটি টিউনের জন্য ধন্যবাদ,মাঝে মাঝে এক্সপি সেট আপের পর ভাল কাজে আসবে।