যারা অনলাইনে একদম ইনকাম করতে পারতেছেননা তাদের জন্য এই টিউন

বিসমিল্লাহীর রাহমানির রাহীম।
প্রথমে সবাইকে সালাম যানাচ্ছি আশাকরি। এখান থেকে অনেক কিছু শিখেছি আমি, তাই আজ খুব ইচ্ছে হলো আমি একটি টিউন করি। যাই হোক বলতে গেলে অনেক সময় লেগে যাবে কথা না বারিয়ে আমরা কাজে চলে যাই। আজকে আমি কথা বলবো যারা অনলাইনে একদম নতুন এবং অনলাইন থেকে একদোমি ইনকাম করতে পারতেছেন না শুধু মাত্র তাদের জন্য আমার এই টিউন। আসলে ভাই আমাদের বাংজ্ঞালির কিছু দোষ আছে, সেটা হচ্ছে কেউ যদি কিছু বলে বা লিখে সেটা নিয়ে অনেকে হাসা হাসি করে, কিন্তু কি বললো একটু মনোযোগ দিয়ে যদি সুনে তাহলে কিন্তু পুরো ব্যাপার টা সে ক্লিয়ার হবে তা  বাদ দিয়ে দুই এক মিনিট সুনে কেটে পরে। আমি এটা গ্রান্টী আপনি যদি এই টেকটিউনস এর প্রটিটা টিউন ভালো ভাবে পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন কারন। এখানে যারা টিউন লেখে তারা সবাই অনলাইনে প্রফেসনাল। এখন একটু চিন্তা করে দেখুনতো আপনি ক্যানো ইনকাম করতে পারছেন না কি ভুল আছে আপনার। আর সেই ভুল গুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো।

আপনাকে যে কোনো একটি বিশয় নিয়ে কাজ করতে হবে। আজ এটা কাল আরেক টা এভাবে করলে হবে না, কারন এটাই আমাদের বাঙ্গালির সবচেয়ে বড় ভুল। অনেকে আবার অন্য জনের দেখাদেখি কাজ করে যেমন- ধরুন  আপনি একটি কাজ নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন কিন্তু সেই মুহুরতে আপনার পরিচিত একজন অন্য আরেকটা কাজ করে অনেক টাকা কামাচ্ছে। সেই সময় আপনাকে আপনার কাজ ফেলে সেই কাজের পিছনে ছুটলে চলবে না। আপনাকে সব সময় ভাবতে হবে এটার শেষ কি আছে আমি দেখেই ছারবো। আর সেই সময় যদি ঐ ভাইয়ের কাজের পিছনে ছুটেন তাহলে কিছুদিন পর অন্য আরেকটা ভাইয়ের পিছনে ছুটতে সময় লাগবে না। এভাবে কোনোদিন আপনি আপনার সাকসেস খুঁজে পাবেন না। শুধু ঘোরাঘুরি করতেই দিন কেটে যাবে। আজ আর বেশি কথা বলবো না। নতুনদের জন্য আমার আরো বেশ কিছু কথা পাবলিক করা আছে, চাইলে দেখে আসতে পারেন। এখানে ক্লিক করে দেখুন। ধন্যবাদ আমার টিউনটি পড়ার জন্য।

Level 0

আমি রাজু আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 30 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাটপারি করার জায়গা পাননা???
যে বিষয় নিয়ে এখানে টিউন লিখেছেন সেটা আনকমপ্লিট রেখে বিস্তারিত দেখার জন্য অন্য জায়গায় কেন যেতে হবে?