আমরা তো এতোদিন জানলাম টরেন্ট কি এবং কিভাবে কাজ করে। অনেকেই হয়তো এতোদিনে টরেন্ট ফাইল ডাউনলোড করাও শুরু করে দিয়েছেন।আর আমরা অনেকেই আছি যারা অনেক আগে থেকেই টরেন্ট ব্যবহার করি।আমাদের দেশের ইন্টারনেট এম্নিতেই স্লো, তার উপর আমরা অনেকেই নরম্যাল ডাউনলোড এর চেয়ে. টরেন্ট এর স্পিড কম পাই।দোষ কিন্তু ভাই টরেন্ট এর না।নিচের কিছু টিপস ফলো করুন, আপনার টরেন্টের স্পিড আগের চেয়ে বারবেই গ্যারান্টিড !
টরেন্ট ফাইল এর ডাউনলোড স্পিড নির্ভর করে মুলত সিডার এবং পীয়ারস এর সংখ্যার.এবং তাদের অনুপাত এর উপর।সবসময় চেক করবেন সিডার এর সংখ্যা পীয়ার তুলনায় কত। 1000 সিডার এবং 5000 পীয়ার এর চেয়ে 100 সিডার এবং 50 পীয়ার এর টরেন্ট এ আপনি স্পিড বেশি পাবেন।মোটকথা খেয়াল রাখবেন যেন সিডার এর সংখ্যা পীয়ার এর চেয়ে বেশি থাকে।
সিডার পীয়ার ভালো হওয়া সত্বেও স্পীড পাচ্ছেন না।পাবেন কেমনে, উইন্ডোজ যে পাকনামি করে রাখছে। উইন্ডোজ ডিফল্ট ভাবে 10টার বেশি কানেকশন আপনার কম্পিউটারে সংযোগ করতে দেয়না। ফলে আপনি একসাথে 10জনের বেশি মানুষের কাছ থেকে স্পিড নিতে পারছেন না। এর সমাধান ও আছে। আপনার tcp/ip.sys ফাইল টাকে প্যাচ করে লিমিট বাড়িয়ে নে্য়া।
প্যাচটি ডাউনলোড করুন এখান থেকে।
New Limit এ 100 লিখে add to tcpip.sys ক্লিক করুন। আপনার কনেকশন লিমিট চেন্জ হয়ে গেছে। পিসি রিস্টার্ট দিন। এখন utorrent open করে ctrl+p চাপুন অথবা options থেকে preference এ গিয়ে advanced এ ক্লিক করে net.max_halfopen খুজে বের করে value তে 80 লিখে set এ ক্লিক করে apply ok করে বের হয়ে আসুন।
এবার দেখুন আপনার টরেন্ট এর স্পিড। কিন্তু 10kb লাইন দিয়ে 20kb স্পিড আশা কইরেন না আবার।
আমি taufiq ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am front end developer residing in Bangladesh.
boss,
vhalo laglo post ta dakhe. ami onek din thake Torrent file nami kintu tcpip modification shomporkeo jani but shomosha holo ami haturi doctor tai kaj korthe vhoie lage.
asha kajer kothaie ashi, ami BIT COMET use kori abond amar score 1441 r rank holo Sergent. ai obosthaie kon torrent downloader vhalo janabe pleae. akhane na hole please amar mail address “[email protected]” mail kore hole O janaben. Net onek kajer modhe amar prio kaj notun notun jinish download kora…………..
best regard]
Mahabub
CU
ডাউনলোড করেছি। দেখি কেমন।