কম্পিউটার মাউস ব্যবহার করে ছোট-খাটো কাজ করা গেলেও বড় ধরনের সফটওয়্যারে কমান্ড দেয়ার জন্য কীবোর্ড শর্টকাট জানা অতি আবশ্যক। এতে সময় সাশ্রয় হয় ও দক্ষতা বৃদ্ধি পায়।
এছাড়া বাংলায় লেখার জন্য অভ্র বা বিজয় বাংলা কীবোর্ড ব্যবহার করার প্রয়োজন পড়ে। তখন শর্টকাট কমান্ড জানা থাকলে বেশ সুবিধা হয়।
তাই ডেভেলপার টীম WikiBdApps কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে।
অন্তর্ভুক্ত বিষয়সমূহঃ
✓ বাংলা কি বোর্ড, ইংরেজি কী বোর্ড
✓ পিসি, কম্পিউটার কিবোর্ড শর্টকাট
✓ কম্পিউটার বাংলা টাইপ, টাইপিং শর্টকাট
✓ pc keyboard shortcut
✓ Bangla – English typing shortcut
অ্যাপটির অনন্য বৈশিষ্ট্যঃ
☆ আকর্ষণীয় ডিজাইন
☆ নেভিগেশন সুবিধার জন্য Next ও Previous বাটন সুবিধা
☆ Matched Color theme
এমন আরও অনেক আকর্ষণীয় অ্যাপ ইনস্টল করতে আমাদের চ্যানেলে ভিজিট করুনঃ
https://play.google.com/store/apps/developer?id=WikiBdApps
আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।