নতুন দের জন্যে সহজ ভাবে How to make money from Online 2018

আসসালামু আলাইকুম।

Make Money From Online 100% challenge 2018. আসলে এই টিউন টি শুধু মাত্র তাদের জন্যেই যারা এখনও ইন্টারনেট নামক ভাই টির থেকে টাকা নিতে পারলেন না কোনো ভাবেই। আমি আপনাদের এই কোর্সটিতে দেখাবো কিভাবে সত্যিই খুব অল্প সময়ে মাত্র ২ মাসের মাথায় একজন সফল ব্যক্তি হয়া যায় অনলাইন ইনকামের রাজ্যে। অনলাইনে ইনকামের জন্য এই কয়েকটি পথ বর্তমানে ভালো পর্যায়ে রয়েছে। (Youtube Marketting, Facebook Marketting, Website/Blog, Affiliate Marketting)

এই কোর্সটিতে কি কি থাকবে ঃ

১.  Youtube Marketting :
সবাই ইউটিউব এর উপর একটা আশা রাখেন, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে এই রকম ভালো একটি প্লাটফোর্ম থেকে সফল হচ্ছেন না তো? আমি এই কোর্স টিতে কিভাবে একটি চেনেল কে তৈরি করে ২ মাসের মধ্যে সেটা থেকে ইনকামের জন্যে যা যা প্রোয়োজন (SEO, Marketting, ) এছাড়াও ইউটিউব থেকে এক্সট্রা ইনকামের কিছু দিক দেখিয়ে দেয়া হবে।

২. Facebook Marketting :
আপনার কি নিজস্য একটি ক্ষুদ্র ব্যবসা রয়েছে? অথবা নেই? উভয়ের জন্যেই সকল ক্ষেত্রে অনলাইন জগতে পা ফেলতে হলে ফেসবুক মারকেটিং শিখা ফরয আপনার জন্যে। মানুষ যেমন না খেয়ে বাঁচতে পারে না! তেমনি অনলাইন ইনকাম মারকেটিং ছাড়া হয় না। আর বর্তমানে ফেসবুক হলো শ্রেষ্ঠ মাধ্যম, আর রয়েছে Google. এই কোর্সটিতে খুব সুন্দর ভাবে আপনাকে ফেসবুক মার্কেটিং এমন ভাবে কিছু নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিখানো হবে যে লাইফটাইম আপনি ফেসবুকের মারকেটিং নিয়ে আর ভাবতে হবে না।

৩. Website/Blog
হ্যা, এটা একটি দীর্ঘ মেয়াদি কাজ ইউটিউব এর মতই, কিন্তু এটার ফলাফল আশা শুরু হলে তখন আপনাকে টাকার দুনিয়ায় হাবু ডুবু খেতে হবে, আবার অনেকের সচ্ছলতাও চলে আসে। কিভাবে আপনি নিজের একটি ওয়েবসাইট থেকে কি নিস নিয়ে কাজ করলে কি পরিমাণ কাজ করলে, কিভাবে কাজ করলে, কোথায় কাজ করলে (A-Z) সকল ধারণা এবং আলোচনা করে আপনাদের দেখিয়ে দেয়া হবে। একটা Website যখন দাঁড়িয়ে যায়, তখন তার আর চিন্তা নেই জীবন অর্থের এই যুদ্ধে।

৪. Affiliate Marketting
হ্যা, এটা হলো অনলাইনে এমন একটি ইনকামের পথ যেখান থেকে আপনি খুব খুব অল্প সময়ে একটা ভালো এমাউন্ট আপনার হাতে আনতে পারবেন। তবে সঠিক কিছু গাইডলাইন এই কোর্স টিতে দেয়া হবে। এমন কিছু সাইট সম্পর্কে বলা হবে যারা অনেক বছর ধরে ভালো অংকের টাকা দিয়ে আসছে কর্মিদের।

এই সকল কোর্স টির মধ্যে আপনার আমি বলতে পারি অনলাইন এ ইনকাম আপনার জীবনে সফলতা আনবেই ইন্সা আল্লাহ্‌।

প্রতিটি কোর্স এর মূল্য মাত্রঃ ৫০০ টাকা
কোর্স্টি অনলাইনে Video ফাইল করে শিখানো হবে।  আমাদের নিজস্য কোনো অফিস নেই। এটা শুধু মাত্র একটা শেয়ারিং অফার, আমরা যা জানি তা আপনাকে জানাবো সামান্য অর্থের বিনিময়ে আর কিছুই না। কাজেই নিম্নে লিখা সতর্কতা গুলো পড়ে নিবেন।
 
সতর্কতাঃ 

১. আমাদের কে পেমেন্ট করার পূর্বে অবশ্যই আপনাকে এই বিষয়ে হ্যা মঞ্জুর হতে হবে যেঃ আপনি সকল কিছু মেনে আমাদের কোর্স টি কিনেছেন।

২. কোর্স টি আপনি নিজের কাজে লাগাবেন, কিন্তু আমাদের থেকে ্কোর্স কিনার ক্ষেত্রে দাম নিয়ে গোচাবেন না, আমাদের কোনো অফিস নেই, নিজে যা জানি তা অর্থের বিনিময়ে আপনাদের শীখানই আমাদের এই সাইটের লক্ষ্য।

৩. আমাদের অবস্থান জানতে চেয়ে প্রশ্ন করবেন না। নেয়ার হলে যোগাযোগ করবেন ফেসবুক পেজে। সেখানে আপনার নাম্বার দিলে আমরাই আপনাকে ফোন করে বিস্তারিত বলবো।

Video টি দেখে ভালো ভাবে ধারণা নিয়ে নিন কোর্স টি সম্পর্কেঃ CLICK HERE

Payment করার পদ্ধতিঃ

Bkash, Paypal, Perfect Money

(Prof: আপনাকে একটা রিচিপ্ট দেয়া হবে আমাদের কাছ থেকে, প্রমান সরূপ)

Facebook CLICK HERE

Youtube CLICK  HETE

Level 0

আমি উজ্জ্বল কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এপ্স ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুণ
https://onlineeasyearning0713.wordpress.com/