মজিলায় হ্যাং সমস্যার সমাধান করুন সহজেই

মজিলা ফায়ারফক্স ব্যাবহারকারিরা মাঝে মাঝে যে সমস্যা সম্মুখিন হয়ে থাকেন তা হল কোন কিছু ডাউনলোড করতে নিলে বা সেইভ করতে নিলে বারংবার হ্যাং করছে , এক্ষেত্রে সেটা হতে পারে ইমেজ, ওয়েবপেইজ বা এই টাইপের যেকোন ডেটা। তো আজকে আমরা এর সমাধান নিয়েই আলোচনা করবো।

হ্যাং এর সমাধান আমরা দুই ভাবে করতে পারি।  হিষ্টোরি ক্লিন করে বা ডাউনলোড লোকেশান পরিবর্তন করে।

*** ডাউনলোড হিষ্টোরি ক্লিনিং :

1. মেনু বার থেকে Tools >> Downloads.ডাউনলোড লিষ্ট খুলুন।

2. Clear List ক্লিক করে ডাউনলোডেড লিষ্ট ক্লিয়ার করুন।

৩. ব্যাস, এবার সেম্পল ফাইল নামিয়ে চেক করে দেখুন

আর প্রথম পদ্ধতিতে কাজ না হলে ২য় পদ্ধতি দেখুন

*** ডাউনলোড ফোল্ডার পরিবর্তন:
1. মেনু বার থেকে Tools >> Options এ যান

2. General ট্যাবে যান, তারপর Downloads >> Save files to >> Browse বাটনে ক্লিক করুন.

3. নতুন লোকেশান দেখিয়ে দেন.

ব্যাস এবার নির্ভেজাল ভাবে ডাউনলোড করুন ফায়ারফক্স থেকে

তথ্যসূত্রঃ টেকমাষ্টার ব্লগ

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার দেখানো মত করে রাখলাম দেখি কাজ হয় কি না ?

আমিও ট্রাই করসি বাট কাজ হয় নাই।
ওন্য কোনো উপায় থাকলে বলেন।

Level 2

ভাই আমি আপনার মতো সব কিছু করে দেখেছি কিন্তু কাজ হয় নাই !
তার পর একদিন বুঝতে পারলাম যে , যদি কেঊ download page desktop এ দেয়া হয় তাহলে windows hang করবেই !
এ বিষয়ে কি আপনার কিছু জানা আছে !
এটা নিয়ে কিছু help দিন !
ধন্যবাদ !

Level 0

not responding আসলে আর কিছুই কাজ হবে না ।

ভাল টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর IE’এ কিভাবে করা যায় জানালে বাধিত হব।

    Level 0

    আতাউর ভাই আমার মনে হয় আই ই থেকে সুইপ করা ভালো
    তবে হা আমি খুজে পেলে আপনাকে জানাবো (সেই কবে যে আই ই ছেড়েছি মনে নেই :P)

আপনারা যদি idm ব্যবহার করেন তাহলে এই পদ্ধতি অনুসরণ করুন । Start menu>Internet download manager open করুন। এরপর download মেনুতে click করুন । এরপর Mozilla এবং Mozilla Firefox টিক চিহ্ন তুলে দিন । এরপর ok বাটনএ ক্লিক করুন । Firefox আর hang করবেনা ।

লাকি ভাই আপানাকে ধন্যবাদ । আমার যে সমস্যা হয় তা হল পেইজ ওপেন করতে গেলে হ্যাং করে। এর কোন সমাধান থাকলে জানাবেন। আমি 128KB/s ব্যবহার করি।

    আপনি আমারটা try করতে পারেন । ধন্যবাদ ।

Level 0

everybody try to use latest version of firefox (Firefox 4.0 Beta 11) its faster and 60% compressor ………….>

মাইনাস 😛

    Level 0

    বস এটা সামু না 😛

ধন্যবাদ