কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ফেইসবুক ভিডিও ডাউনলোড করবেন?

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর ইচ্ছায় সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ্‌। বন্ধুরা, আজকের টিউন টি মূলত নতুনদের জন্য। যারা বিষয়টি জানেন তারা লাইক এবং শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করি।

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক (Facebook) ব্যবহারকারীরা সবসময় তাদের ওয়ালে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখে থাকেন। কিন্তু অনেক ব্যবহারকারী এই ভিডিওগুলি কিভাবে ডাউনলোড করতে হয় তা জানেন না। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে কোনও সফ্টওয়্যার ছাড়াই ফেসবুক থেকে সহজে ভিডিও ডাউনলোড করবেন। আসলে এটা খুবই সহজ। নীচের নির্দেশাবলী অনুসরণ করে আপনি সহজেই কোনও ফেসবুক ভিডিও ডাউনলোড করতে  পারেন।

প্রথমে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করতে হবে এবং তারপরে আপনার ভিডিওটি নির্বাচন 
করুন যেটি আপনি ডাউনলোড করতে চান।

(1) Play (প্লে) বাটন ক্লিক করুন।


(2) শুধুমাত্র আপনার ফেসবুক ভিডিও URL থেকে WWW নির্বাচন করুন এবং আপনার কী বোর্ড থেকে ডিলিট 
বাটন টি চাপুন। 




(3) এখানে লিখুন 'm' এবং Enter চাপুন। এভাবে -->> (https: //m.facebook.com /)



(4) Play বাটন ক্লিক করুন।


(5) ভিডিওতে উপর আপনার মাউস নিয়ে যান এবং (Right Click) রাইট ক্লিক করুন।

(6) Save Video as. এ ক্লিক করুন।

 (7) অবস্থান নির্বাচন করুন।



(8) File name বক্সে একটি ভিডিও নাম লিখুন।


(9) ক্লিক Save বাটন।



আশা করি আপনি শেষ করতে পেরেছেন। 
আমি মনে করি, এই টিউন টি আপনাকে অনেক বেশী না হলেও সামান্য হলেও সাহায্য করতে করবে। 
সুতরাং আপনার বন্দেধুদেরকে জানাতে উপরের স্যোসাল মিডিয়া গুলিতে টিউন টি শেয়ার করার জন্য কয়েক 
সেকেন্ড সময় ব্যয় করবেন আশা করি। মনে রাখবেন, জ্ঞান প্রচার করলে জ্ঞান হ্রাস পায়না বরং বাড়ে। 
অনেক ধন্যবাদ।

"মন-প্রান-হ্রদয় জুড়ে
মেতে উঠুন প্রযুজতির সুরে" 

আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস