মোজিলা ফায়ারফক্সের বুকমার্ক গুলো কিভাবে ব্যাকআপ এবং পুনরুদ্ধার করবেন

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহর ইচ্ছায় সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ্‌। বন্ধুরা, আজকের টিউন টি মূলত নতুনদের জন্য। যারা বিষয়টি জানেন তারা লাইক এবং শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করি।

নতুনরা ধারাবাহিক ভাবে নীচের ধাপগুলি অনুসরন করুন।

১) প্রথমে আপনার কম্পিউটারে Mozila Firefox (মজিলা ফায়ারফক্স) Open করুন।
২) ফায়ারফক্স ব্রাউজারের উপরে খালি জায়গাটিতে Right click (রাইট ক্লিক) করুন এবং Menu Bar 
   (মেনু বার) নির্বাচন করুন।
 


৩) এই হচ্ছে মেনু বার।

৪) মেনু বার থেকে Bookmarks (বুকমার্কস) নির্বাচন করুন।

৫) Drop down (ড্রপ ডাউন) মেনু থেকে "Show All Bookmarks" (সকল বুকমার্ক দেখান) নির্বাচন করুন।

৬) Library (লাইব্রেরী) উইন্ডো খুলবে। 

৭) শীর্ষে "Import and Backup" (আমদানি ও ব্যাকআপ) মেনুতে ক্লিক করুন।

৮) "Export Bookmarks to HTML" (HTML এ বুকমার্কগুলি রপ্তানি করুন) নির্বাচন করুন।

৯) সংরক্ষণের অবস্থান নির্ধারন করুন। 

১০) ফাইলের নাম নির্বাচন করুন।

১১) Save এ ক্লিক করুন।

   
বুকমার্কগুলি ইনস্টল বা পুনরুদ্ধার করার জন একই নিয়মে প্রথমে- 

১২) মেনু বার থেকে বুকমার্কস ট্যাবে যান, তারপর Show All Bookmarks ক্লিক করুন।
১৩) "Import and Backup" ক্লিক করুন।
১৪) "Import Bookmarks from HTML" (HTML থেকে বুকমার্ক আমদানি) নির্বাচন করুন।

১৫) আপনার সংরক্ষিত স্থান থকে Bookmarks.html সিলেক্ট করে Open এ ক্লিক করুন

ভিডিও গাইড দেখতে নীচের ভিডিও টি দেখুন।
 

টিউন টি ভাল লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেননা আশা করি। আর এ বিষয়ে 
কোনো কিছু জানার থাকলে টিউমেন্ট বক্সে লিখুন। আপনাদেরকে সহযোগিতা করতে আমি সর্বদা প্রস্তুত।
কষ্ট করে আমার টিউন্টি শেষ পর্যন্ত পডার জন্য অসংখ্য ধন্যবাদ। 

"মন-প্রান-অঙ্গ জুড়ে
মেতে উঠুন প্রযুক্তির সুরে" 
 

আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস