দৈনন্দিন জীবনে চলার পথে আপনি কি নিজেকে গুছিয়ে চলতে নোটিফিকেশান বা রিমান্ডারের এর প্রয়োজনীয়তা অনুভব করেন? কিংবা হতে পারে চান যে কাউকে ঠিক একই রিমান্ডারের কাজটি করে দিতে? আবার হতে পারে আপনি চান যে বিশেষ কাউকে কিংবা সবাইকে প্রচুর টেক্সট (ম্যাসেজ) করতে মেইল করতে। তাহলে আজকের পোষ্টটি আপনার জন্যই সাজানো। গুগলের কেলেন্ডার সার্ভিস ই মূলত আজকের লেখার মূল বিষয়। অনেকেই হয়তো ইতি মধ্যেই এই সার্ভসটি ইউজ করেছেন। কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে এই ক্যালেন্ডার সার্ভিসটির নোটিফিকেশান আপনি ইচ্ছে করলে ইমেলে বা পপ আপের মাধ্যমে কিংবা এস এম এস এর মাধ্যমে পেতে পারেন। মূল ব্যাপারটি এখানেই। এস এম এস সার্ভিসটি ব্যাবহার করে আমরা কিন্তু যে কাউকে ম্যাসেজ আদান প্রদান ও করতে পারি। করার মধ্যে শুধু ২ টা কাজ করতে হবে। তো চলুন আমরা পদ্ধতিগুলো জেনে নিই।
গুগলের মাধ্যমে ফ্রি আনলিমিটেড এস এম এস পাঠানোর পদ্ধতিঃ
আপনাকে নির্ধারন করতে হবে যে আপনি নিজের রিমান্ডার হিসেবে ক্যালেন্ডার সার্ভিসটি ইউজ করবেন নাকি এস এম এস সেন্ড করার কাজ ইউজ করবেন? তো আমরা ২ টি পদ্ধতিতেই দেখবো কিভাবে কি করা যায়।
রিমাইন্ডার সেট করুন নিজের মোবাইলেঃ
০১. প্রথমে আপনাকে একটি জিমেইল একাউন্ট এর ব্যবহারকারী হতে হবে। আর একাউন্ট না থাকলে এখানে ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন
০২. একাউন্ট খুলার পর বা আগের একাউন্টে লগ ইন করুন তারপর গুগলের নতুন টুলবার থেকে ক্যালেন্ডারে এ ক্লিক করুন
০৩. বামে তাকালে দুইটা অপশন দেখতে পাবেন ক্রিয়েট ইভেন্ট ও কুইক এড, ক্রিয়েট ইভেন্ট এ ক্লিক করুন।
০৪. ক্রিয়েট ইভেন্টে ক্লিক করে নতুন একটা ইভেন্ট ক্লিক করুন
০৫. সেখানে বিভিন্ন অপশান দেখতে পাবেন। তবে এর মধ্য আপনার কাছে অর্থাৎ মোবাইলে আসবে টাইটেল ও কোথায় এর জায়গা সমূহ। তাই আপনার প্রয়োজনীয় বার্তাটি লিখুন হয়ার অর্থাৎ কোথায় এর স্থলে। কিন্তু আপনি কখন রিমাইন্ডার দিবেন তার টাইমো এখানে দিবেন। যেমন আপনি ৫ তায় আছর নামাজ এর জন্য রিমাইন্ডার দিলে সময় সিলেক্ট করতে হবে ০৫.০০ PM। নিচের চিত্রটি দেখুন
০৬. নিচে রিমাইন্ডার এর জায়গাটি মূল গুরুত্ব পূর্ন জায়গা। আপনি ইতিমধ্যে যদি মোবাইলের কনফার্মেশানটি করিয়ে নিন তাহলে এখানে মোট তিনটি অপশান দেখতে পাবেন, ইমেইল পপ আপ এবং মোবাইল। সো আপনিতো বুঝতেই পারছেন আপনি মোবাইলে সিলেক্ট করবেন। শটে খেয়াল করুন রিমাইন্ডারের জায়গায়।
০৭. আপনি কত মিনিট আগে রিমাইন্ডার চান বা কখন ম্যাসেজ পাঠাতে চান তার উপর নির্ভর করে এখানে রিমাইন্ডারের ২য় ঘরে সংখ্যা বসাতে হবে।
০৮. সব ঠিক মত সেটিংস করা থাকলে সেইভ করে বেরিয়ে আসুন। ও হা আপনি ইচ্ছে করলে ফাইন্ড এ টাইম থেকে ও টাইম সিলেক্ট করতে পারবেন
আর ইভেন্ট এডিট ও করতে পারবেন যদি চান।
আশাকরি সকলেই বুঝতে পেরেছেন। না হলে আওয়াজ দিয়েন
মোবাইল কনফার্মেশান পদ্ধতি
আপনি মোবাইলে এস এম এস বা রিমাইন্ডারের জন্য যে নাম্বার সেট করবেন তার কনফার্মেশান প্রসেস নিচে দেওয়া হল
০১. আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি ঠিক করুন
০২. এরপর গুগল ক্যালেন্ডারে যান
০৩. বামে আপনার ইমেইল আইডির নিচে ADD | Setting আছে সেখান থেকে সেটিংস নির্বাচন করুন
০৪. আপনি ক্যালেন্ডার সেটিংস এ প্রবেশ করলেন, মোবাইল সেটাপ ট্যাব এ ক্লিক করুন
০৫. কান্ট্রি বা দেশ সিলেক্ট করুন যেই দেশের নাম্বারে এস এম এস যাবে
০৬. ফোন নাম্বার এর জায়গায় শুধু ১১ ডিজিটের নাম্বারটি ( কান্ট্রি কোড ছাড়া বা সহ ) বসিয়ে দিন,
০৭. সেন্ড ভেরিফিকেশান টাইপের লিঙ্কে ক্লিক করুন,
০৮. আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড আসবে, তা ভেরিফিকেশান কোড এর স্থলে বসিয়ে দিন
০৯. আপনার মোবাইল ভেরিফাই হয়ে যাবে, সব ঠিক থাকলে
১০. এবার টেষ্টিং ম্যাসেজ পাঠিয়ে দিন
কিন্তু কিভাবে?? ওই যে নতুন ইভেন্ট করবেন আর রিমাইন্ডার সেট করবেন ঠিক কত মিনিট পর পাঠাতে চান তার থেকে ২/৩ মিনিত বাড়িয়ে।
এভাবে আপনি যতটি মোবাইলে আনলিমিটেড ম্যাসেজ পাথাতে চান ততটি ইমেইল আইডি খুলে কনফার্ম অরে নিবেন আর মন খুলে ম্যাসেজ পাঠাবেন।
আমার লেখা পোষ্টটি পূর্বে বিজ্ঞান প্রযুক্তিতে প্রকাশিত
অফটপিকঃ সালাম নিবেন সকলে, আপনাদের সবাইকে অনেক মিস করছি। আপনাদের যে কারো সমস্যায় আমাকে পাবেন ফেইসবুকে টেকনোলজী জগতের খুটি-নাটি নিয়ে
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ ।