"বিসমিল্লাহির রাহমানীর রাহীম"
আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর ইচ্ছায় ভাল আছেন সবাই। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে বিশেষ করে আইটি সেক্টরে যারা নতুন তাদের জন্য একটি ছোট্ট টিউন নিয়ে হাজির হয়েছি। টিউনের বিষয়টি এতক্ষনে নিশ্চয়ই বুজে ফেলেছেন আপনারা। হ্যাঁ বিষয়টি হচ্ছে, আপনার ডেস্কটপে কিভাবে একটি ফেসবুক আইকন তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক।
ফেসবুক আইকন তৈরি করতে নীচের নিয়মগুলি ধারাবাহিক ভাবে অনুসরণ করুন।
১) প্রথমে আপনার ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গায় রাইট-ক্লিক (Right-Click)করুন।
২) "New" নির্বাচন করুন এবং তারপর "Shortcut"।
৩) খালি বক্সে "http://www.facebook.com" টাইপ করুন এবং "Next" ক্লিক করুন।
৪) আপনার শর্টকাটের একটি নাম দিতে আবার টাইপ করুন "Facebook"।
৫) "Finish" ক্লিক করুন।
৬) আপনার নতুন শর্টকাটটি ফেসবুক লোগোটি প্রদর্শন করবে না; এর পরিবর্তে এটির নীচে "Facebook" শব্দটি দিয়ে আপনার Default ব্রাউজারের লোগো দেখাবে।
৭) এখন আপনার Default ব্রাউজার open করুন এবং বিনামূল্যে ICO (আইসিও) ফরম্যাটে ফেসবুক আইকন অফার করে এমন অসংখ্য ওয়েবসাইটের মধ্যে যান, যেমন iconfinder.com
৮) iconfinder.com ওয়েবসাইটটি ওপেন হলে সার্চ বক্সে একটি "Facebook" আইকন খুঁজুন।
৯) আইকন নির্বাচন করুন এবং আপনার কম্পিউটারে Facebook আইকন টি ডাউনলোড করতে "আইসিও" অপশনে ক্লিক করুন।
১০) আপনার ডেস্কটপে তৈরি করা Facebook শর্টকাটটিতে রাইট ক্লিক (Right-Click)করুন।
১১) "Properties" নির্বাচন করুন এবং তারপর "Web Document" ট্যাব নির্বাচন করুন।
১২) "Change Icon"- এ ক্লিক করুন, তারপর Browse (ব্রাউজ) নির্বাচন করুন।
১৩) আপনার ডাউনলোড করা ফেসবুক আইকনটি আপনার ডিরেক্টরির মধ্যে নেভিগেট করুন।
১৪) সাধারণত, এটি আপনার "Download" ফোল্ডারে থাকবে।
১৫) Facebook আইকনটি নির্বাচন করুন এবং OK (ওকে) বাটনে ক্লিক করুন।
১৬) আপনার ডেস্কটপের আইকনটি পরিবর্তন করতে Apply"প্রয়োগ করুন" বাটনে ক্লিক করুন।
১৭) আপনার ডেস্কটপে একটি পছন্দসই অবস্থানে ফেসবুক আইকন টেনে আনুন।
১৮) আইকনটি ডাবল ক্লিক করুন এবং আপনার পছন্দের ওয়েব ব্রাউজারে ওপেন করুন।
টিউনটি ভাল লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এবং মেতে উথুন প্রযুক্তির সুরে। ধর্য্য সহকারে টিউনটি পাড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।