অনেক এস ই ও এক্সপার্টরাই অভিযোগ করেন কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করব, ক্লায়েন্ট পাচ্ছি না এসব ব্যাপারে। ক্লায়েন্ট ম্যানেজের জন্য মার্কেটপ্লেসে ঘুরাঘুরি করা খুবই খুবই পুরনো একটা মেথড। ওই মেথড বাদে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আরো সাতটি উপায় নিয়ে।
এই সাতটি স্টেপ ফলো করে আপনি পেয়ে যেতে পারেন কিছু কোয়ালিটি সম্পন্ন এস ই ও ক্লায়েন্টস।
আমি ধরে নিলাম আপনি লোকাল এস ই ও সার্ভিস দিয়ে থাকেন, এখন লোকাল এস ই ও নিয়ে আপনার তৈরি করা প্যাকেজ ও আছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনার প্যাকেজে সহজ কিছু ব্যাপার এড করে নিন, এবং ওইগুলো ফ্রি হিসেবে চিহ্নিত করে দিন।
মানে এই প্যাকেজ কিনলে এই গুলো ফ্রি, এখন ফ্রি হিসেবে কি দেওয়া যায়?
ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন এবং প্রথম ১০ টা টিউন।
পিন্টারেস্ট বিজনেস একাউন্ট ক্রিয়েশন কিংবা এই টাইপের সহজ কিছু জিনিস। এবং এসবের গুরুত্ব ভালো ভাবে বুঝিয়ে দিতে হবে সার্ভিস পেজে।
ফ্রি এস ই ও অডিট ও দিতে পারেন।
অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে গেস্ট ব্লগিং করে কীভাবে ক্লায়েন্ট পাবো? বাট অনেক অনেক পপুলার এস ই ও ব্লগ কিংবা জার্নাল আছে যেখানে আপনি একজন লেখক হিসেবে যুক্ত হতে পারবেন। এবং আপনি যদি ওইসব ব্লগ কিংবা জার্নালে এস ই ও রিলেটেড হাই কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে পারেন তাহলে খুব সহজ ভাবেই আপনার একটা পরিচিতি তৈরি হবে এবং এভাবে নিজেকে একজন এক্সপার্ট হিসেবে তুলে ধরতে পারলে খুব সহজেই এস ই ও ক্লায়েন্ট পেতে পারেন।
এর জন্য আপনাকে সব সময় একই মেইল, নাম, ইমেজ এবং ওয়েবসাইট ইউ আর এল ইউজ করতে হবে। এটা না করলে ক্লায়েন্টস কনফিউজড হতে পারে।
এটা খুবই ব্যয়বহুল একটা ওয়ে হতে পারে, কারণ এস ই ও টুল তৈরি করার ব্যাপারে আমার নিজের কোন জ্ঞান নেই।
কিন্তু আপনি যদি আপনার সাইটে এস ই ও অডিট, কিওয়ার্ড ডেনসিটি, ওয়ার্ড কাউন্ট, প্লাগারিজম চেক, কিওয়ার্ড আইডিয়া জেনারেটর এই টাইপের ফ্রি টুল দিতে পারেন তাহলে অনেক দ্রুত অনেক ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া সম্ভব।
কিন্তু এর জন্য আপনাকে বেশ ভালো একটা পরিমাণ খরচ করতে হবে, টুল বানানো এবং ওইভাবে ওয়েবসাইট রেডী করার জন্য।
এর পরে করতে হবে প্রমোশন, যা সব চেয়ে বেশী জরুরি।
এসব ঠিক মত করতে পারলে এস ই ও ক্লায়েন্ট ম্যানেজ করা কোন ব্যাপারই না।
খুবই খুবই অল্ড কিন্তু কার্যকরি একটা মেথড, এর জন্য আপনি কিছু প্রিমিয়াম টুল ইউজ করতে পারেন যা আপনার কাজকে একদম সহজ করে দিবে।
মেইল লিস্ট কালেক্ট করা এবং মেইল সেন্ড, দুটোর জন্যই প্রিমিয়াম টুল ইউজ করলে সেরা রেজাল্ট পাবেন আশা করছি।
আর সঠিক মেইল লিস্ট করতে পারলে বুম।
আমাদের দেশের প্রেক্ষিতে চাইলেই খুব অল্প টাকা বেতনে একজন ভার্চুয়াল এসিস্টেন্ট বা অফিস কর্মচারি রাখতে পারেন, যার কাজ শুধু হবে ফোরাম গুলো তে কন্ট্রিবিউট করা এবং একটিভ থাকা।
আই মিন আপনার কোম্পানির নাম এবং সার্ভিস গুলো টার্গেটেড মানুষের কাছে পৌছে দেয়া।
কাস্টমার/ক্লায়েন্ট/সেল/লীড যাই বলেন না কেন এসব জেনারেট করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে অ্যাফিলিয়েট। আপনি যদি আকর্ষনীয় কমিশনে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেন এবং যদি কিছু ভালো ব্লগ আপনার প্রোগ্রামে সাইন আপ করে এবং তাদের ব্লগে আপনার সার্ভিস রিভিউ করে তাহলে আপনি অনেক ভালো পরিমানের ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন।
আপনি যে সাইট এর মাধ্যমে সার্ভিস সেল করছেন সেটাকে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাংক করানো। এটা খুবই টাফ একটা ব্যাপার।
কিন্তু দেখতে হবে ভালো করে যে লং টেইল কোন কিওয়ার্ড আছে কিনা, এবং অন্যান্য কম্পিটিটরদের কোন উইকনেস আছে কি না।
ওসব দেখে দেখে বের করে আপনাকে সাইট সাজাতে হবে এবং প্রোপার অন পেজ, অফ পেজ এস ই ও করতে হবে।
তবেই আপনি ক্লায়েন্ট পেতে পারেন।
ধন্যবাদ
Follow Me on Facebook.
Post Source - SoforAli.Com
আমি ব্লগার সফর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ফুলটাইম ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলে ও এটাই এখন আমার মুল পরিচয়।
প্রিয় ব্লগার সফর,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।