এডসেন্স এর চেক ভাংগান সবচেয়ে সহজ পদ্ধতিতে

ফেসবুকের অনেক বন্ধুরা আমাকে বলে কি ভাই টেকটিন্স-এ আপনার টিউন পাই না কেন? সময় সল্পতা ও কাজের চাপে আসলেই টিউন করা হয় না। তবে আমি এখন থেকে কথা দিচ্ছি প্রতি মাসে অন্তত একটা করে হলেও টিউন করব।

এডসেন্স এর চেক ভাংগান নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে কিভাবে চেক ভাংগাব? কেমন সময় লাগবে? কতটাকা কাটবে এই রকম বিভিন্ন প্রশ্ন। সেই সব ভাই ও বোনদের জন্য আজকের আমার এই টিউন।

আমি এই পর্যন্ত ৩ টা ব্যাংকে আমার এডসেন্স এর চেক ভাংগাইছি, বিভিন্ন ব্লগারদের কাছ থেকেও জানতে পেরেছি তাদের ব্যাংকের অবস্থা। সব মিলিয়ে আমি আমার অভিঞ্জতাটা আপনাদের কাছে আজ শেয়ার করছি-

আমি আমার এডসেন্স এর প্রথম চেক পাই সেই ২০০৯ এর আগষ্টে । প্রথম চেক পেয়ে আমি সেই চেকটি আমি জমা দেই ডাচ্‌ বাংলা ব্যংকে। ডাচ্‌ বাংলা ব্যাংক, আমার কাছ থেকে প্রায় ৫০% টাকা কেটে নেয় ও সময় নেয় ৫৬ দিন যাকিনা আমার কাছে একেবারে-ই পছন্দ হয় নি।

পরবর্তিতে আমি আমাদের শাকিল আরিফিন ভাইয়ের পরামর্শে সোনালী ব্যাংকে এর সেগুন বাগিচা ব্রাঞ্চে এডসেন্স এর চেক জমাদেই। সোনালী ব্যাংক আমার কাছে মাত্র ৮৮ টাকা চার্জ কাটে, কিন্তু সময় নেয় ২ মাস ৮ দিন। শুধু মাত্র সময়ের দীর্ঘতা ছাড়া আমার কাছে মুটামুটি ভাল লাগছিল। সোনালী ব্যাংক-এ আমি আমার চেক প্রয় দেড় বৎসর ভাংগিয়েছিলাম।

পরবর্তিতে আমি আমার আর এক বড় ভাইয়ের কাছ থেকে সংবাদ পাই এক্সিম ব্যাংকের। গত ৩ টি চেক আমি এক্সিমে ভাংগাই। এক্সিমের পল্টন শাখায় আমার একাউন্ট। এক্সিমের প্রথম চেকটি পল্টন শাখাতেই জমাদেই। ওরা আমার চেক মাত্র ১৮ দিনেই ক্যাশ করে দেয়। আর চার্জ কাটে ৫৭৫ টাকা (ভ্যাট সহ)

আমার দ্বতীয় চেকটি যখন এক্সিমের পল্টন ব্রাঞ্চে জমা দিতে যাই তখন আমাকে ঐ শাখার এক অফিসার আমাকে বলে যে তাদের মেইন শাখায় চেক জমাদিতে। আমি কারন যান্তে চাইলে সে আমাকে বলে যে, আমরা যে শাখাতেই চেক জমাদেই না কেন তারা সেই চেক কে ট্রান্সফার করে দেয় তাদের মেইন ব্রাঞ্চে যতে করে ৫/৭ দিন সময় লেগে যায়। সে আমাকে বলে আপনি যদি আপনার চেক আমদের তথা মেইন ব্রাঞ্চে জমাদেন তাহলে আপনি আরো আগে ক্যাশ করতে পারবেন। আমি সে মতন আমার ৩য় নম্বর চেক এক্সিমের মতিঝিল ব্রাঞ্চে জমাদেই।

এডসেন্স এর চেক ভাংগান সবচেয়ে সহজ পদ্ধতিতে

আমি আমার এই মাসের চেকটি হাতে পাই ৩ তারিখে। চেক পেয়েই ঐ দিন ই আমি এক্সিম ব্যাংকের মতিঝিল শাখায় আমার চেক জমা দেই। আমার চেক ক্লিয়ার হয়ে যায় ৮ তারিখে আর ক্যাশ পাই ১২ তারিখে তার মানে হল আমি আমার চেক ক্যশ করাতে পেরেছি মাত্র ৯ দিন এ যার চার্জ ৫৭৫ টাকা ভ্যাট সহ।

সুতরাং সর্বপরি আমার কাছে এক্সিম ব্যাংকের সিস্টেম সবচেয়ে ভাল লেগেছে। আর আমি এখন থেকে এইভাবেই আমার এডসেন্স এর চেক ক্যাশ করাব। আর আপনারাও আপনাদের চেক এক্সিমে ক্যাশ করাতে পারে।

ধন্যবাদ সবাইকে। যে কোন প্রশ্নের জন্য আমাকে মেইল করতে পারেন। [email protected]

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ন্যাশনাল ব্যাংকে ভাঙ্গাই ৩০০+ চার্জ কাটে। সার্ভিস মোটামটি ভালোই আর এক্সিম ব্যাংক আমরা যারা গ্রামে পড়ে আছি তাদের জন্য তো সমস্যা

    আপনাকে ধন্যবাদ ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং সিস্টেমটা শেয়ার করার জন্য। তো ভাই আপনি তো চার্জ এর কথাটা বল্লেন সময় কত লাগে সেটা তো বল্লেন না?

    দুঃখিত ভাই, গ্রামের ব্যাপারটা আমি বলতে পারছি না

    @mdsolamanঃ দুখিত ভাই আমি পিটিসি সাইটে কাজ করি না।

    একমত!

    ন্যাশনাল ব্যাংক এ কতদিন সময় লাগে ?

আর আপনি কোন ওয়েব সাইট থেকে এই(+++ বড়) চেক পেলেন কিছু তো ভাই বললেন না।

    ভাই আমাদের ব্লগিং ভাষায় একটা কথা আছে-

    মেয়েদের যেমন বয়স যানতে চাওয়া ঠিক না
    ছেলেদের তেমনি সেলারি কত সেটা যানতে চাওয়া ঠিক না
    ঠিক তেমনি ব্লগারদের ব্লগ এড্রেস যানতে চাওয়া ঠিক না 😉

    মাসুদুর রশীদ ভাই, শেষে এসে এ কি বললেন। “ঠিক তেমনি ব্লগারদের ব্লগ এড্রেস যানতে চাওয়া ঠিক না”।

    Level 0

    masud vai jodi bolten ato taka kivabe pan tahole too apnar kono khoti nai. borong amader bangladesh ar jonnoi lav bd ty boideshik mudra asbe. amader thi ke too r taka katbe na. 😀 jodi comment a vul hoy mind koiren na,

    @রাজিব ভাইঃ ভাই এটা আমরা যারা ব্লগিং করি তাদের ভাষা। কথাটা বাহির থেকে শুনতে খারাপ লাগলেও আপনি যখন ব্লগিং করবেন তখন আপনি ও এই একই সুরে কথা বলবেন।

    @mahabub78ঃ ভাই আমরা টাকা কামাই ব্লগিং করে। আর আপনিও শুরু করতে পারেন এই ব্লগিং। ব্লগিং করার জন্য কিছু কাজ শিখা, নিজের ইচ্ছা শক্তি ও কাজ করার মনভাব থাকলেই হবে।

    এটা ঠিক বলেছেন।

Karjokori akta post… Thanks for sharing.

    হুম সুমন
    আমাদের অনলাই সাপোর্টের নতুন এডসেন্স ধারি সদস্য।

দারুণ কাজে দেবে আপনাকে অনেক ধন্যবাদ

amake help korte paren exim bank er account korar jonne. priyo te rakhlam.

    ধন্যবাদ ভাই আপনাকে।

    আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ভাই?

viya westurn union er maddhome ke taka ana jabe bd te?

Sorry.ame mobail e tt use korchd.ty bangla likhte parchi na.
Dhonno bad…

    আমাদের দেশে এডসেন্স ওয়ের্স্টান ইউনিয়ন সাপোর্ট করে না। তবে বাহিরের দেশ ওয়ের্স্টান ইউনিয়ন সাপোর্ট করে।

মাসুদ ভাই জব্বর পোষ্ট দিছেন। যদিওএখনো এডসেন্স এর একাউন্ট করতে পারি নাই। তবে, তথ্য গুলান সংগ্রহ করে রাখছি কাজে দিবে ভবিষ্যতে। 😉

    আপনাকেও ধন্যবাদ,

    কোন ব্যাপার না আশা করি খুব তারাতারি এডসেন্স পেয়ে যাবেন। আরে ভাই সৎ ভাবে কাজ করলে এডসেন্স থেকে টাকা কামান কোন ব্যাপার না। সৎ ভাবে কাজ করেন এডসেন্স ও পেয়ে যাবেন। একটু কপি পেস্ট এড়িয়ে চল্লেই হয়।

Level 0

মাসুদুর ভাই এক্সিম ব্যাংক চেক ভাঙ্গাতে কি একাউন্ট থাকতে হবে?

    ভাই আপনি যেই ব্যাংক থেকে ই চেক ভাংগান না কেন আপনার ঐ ব্যংকে অবশ্যি একাউন্ট লাগবে।

Level New

আমার অভিজ্ঞতাও প্রায় একই। আর ২৪ জানুয়ারী পেমেন্টের ডেট, রিসিভ সব দেখি একই। আমি ভাঙ্গাই আইএফআইসি ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চে। তারা চার্জ কাটে ৪০০-৪৫০ টাকার মতো। আর এই চেক ফেব্রুয়ারীর ৬ তারিখে জমা দিয়ে ক্লিয়ার হয় ১৪ তারিখ। টাকা এখনো একাউন্টে ক্যাশ হয়নি। সেটা অবশ্য গতকালের বন্ধের জন্যই। আশা করছি রবিবার পাব ইনশাল্লাহ।

    ধন্যবাদ আপনার ব্যাংকের ব্যংকিং সিস্টেম আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

16 $ তে আটকে আছি। 🙁

Online Support

Our Services :

* Web Designing And Blogging Course
* SEO Consultancy
* Adsense Programme
* Domain name sales And Web Hosting Provider

Mail to : [email protected]

Level New

awesome post masud vai prio te rakhlam, thanks

মাসুদ ভাই EXIM Bank এ account খুলব introducer লাগবে । দয়া করে আপনার মোবাইল নাম্বার টা দেন ।

þÁéà èééēÀđĂ ţÂė éðÅé ēŢ Ââś ğÅěÅ àÁěÂæĂ üĉÁæőŘ üàÀùçŘ œÁřÁæĂ őëĝðÀě āéČ ţêéÀě üàÂç ÁêÀőç ÂđÁĝ þÁéà ùêàÀě œðĂ

Level 3

Adsence active holo kichudin jabot.to vhai akta kotha,ami koto $ hole ta payout korte parbo ba kivabe korbo?aktu janale khusi hotam.blogta ghure dekhe aste paren r blogging korar jono kono tips thakle janate vulben na jeno.