অ্যাপলের ম্যাক ব্যবহার কোরতে ছান ? এই দিকে আসেন। কি ভাবে macOS High Sierra উইন্ডোজ পিসিতে ইন্সটল করবেন।

How to Install macOS High Sierra 10-13 Windows PC & Laptop on VMware

কি ভাবে macOS High Sierra 10.13 উইন্ডোজ পিসিতে ইন্সটল করবেন।

আগে বলে রাখি আমার বাংলা টাইপিং ভাল নয়। তাই কোন প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সববাই ভাল আছেন। ঠিক কতো দিন পরে টেকটিউনসএ টিউন করতেসি আমার মনে নেই পড়া লিখা নিয়ে অনেক বেশী বেস্ত।

টাইটেল দেখেইত মনে হয় বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা করা হবে। তাহলে বেশি কথা না বললে কাজের কথায় আসি।

 

আমারা অনেকে চাই আমাদের উইন্ডোজ পিসিতে অ্যাপেল এর ম্যাক ব্যবহার করতে কিন্তু আগে বেপার টা অনেক কঠিন থাকলে ও এখন ২টা পদ্দতি আছে এই ২টা পদ্দতি ব্যবহার করে আপনি অ্যাপেল ম্যাক আপনার উইন্ডোজ পিসিতে ব্যবহার করতে পারেন।

 

১। প্রথম পদ্দতির নাম Hackintosh এই পদ্দতি ব্যবহার করতে আপনাকে ম্যাক ব্যহবার উপযুক্ত কিছু হার্ডওয়্যার ব্যবহার করতে হবে। না হলে আপনি গ্রাফিক্স সহ আরো অনেক ড্রাইভার ইন্সটল করতে পারবেন না। এই পদ্দতি একটু জামেলার ও

২। এই পদ্দতি খুবেই সহজ যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটার জন্য তেমন কোন হার্ডওয়্যার এর প্রয়োজন নেই। মোটামুটি মানের ডেক্সটপ বা ল্যাপটপ হলে হবে। আর সাথে ৪টা সফটওয়্যার যে গুলা আপনি ইন্টারনেট থেকে বিনামূলে ডাউনলোড করতে পারবেন। তবে ১ম এবং ২য় পদ্দতি ২টার জন্য আপনি যদি HDD এর পরিবর্তে SSD ব্যবহার করতে পারেন তা খুব ভালো Performance পাবেন। আমি HDD ব্যবহার করেছি অনেক ভালো Performance পেয়েছি।

আমরা VMware Player 14 এর মাধ্যমে macOS High Sierra 10.13 ইন্সটল করবো। ইন্টেল বেস হার্ডওয়্যারে এই পদ্দতি খুব ভালো কাজ করে। তাই বলে যে এএমডি তে কাজ করে না। তা ভাবলে ভুল হবে।

আমি ভিডিও টিউটিরিয়াল এর মাধ্যমে A to Z ইন্সটল প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি।

Video Link How to Install macOS High Sierra

 

আপনি কোন প্রকার জামেলা ছাড়া এই কাজ টি কোরতে পারবেন। এর জন্য ৪টি সফটওয়্যার এর দরকার হবে। নিছে ডাউনলোড লিংক দেওয়া আছে।

Software Download Link:

VMware Player 14: Link Here

macOS High Sierra 10.13: Link here

VMware Unlocker: Link Here

VMware Tools: Link Here

 

কেমন লাগলো জানাবেন

আর কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যই

My facebook ID Link: Abir A Hapzu

Eamil: [email protected]

Level 0

আমি আবীর এ হাপযু। Sub-Assistant Engineer, Civil Engineer, Uttara Model Town। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 31 টিউনারকে ফলো করি।

I am in a journey of perpetual learning. I learn all the time and progress everyday. But I believe that the learning process can be much more efficient than it is now. I am visual learner and visual learning is way faster than reading. So I make slides about the...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালোমানের টিউন । ধন্যবাদ Abir A Hapzu ভাই ।