আপনি কি ইউটিউবার? জেনে নিন YouTube CUSTOM URL কী? কীভাবে নিতে হয়? – Moshiur Piyas

বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।

আশা করি আমাদের সকলের সাইট টেকটিউনসস এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।সবাইকে আল্লাহ রহমত দান করুক।

আমার ৪র্থ টিউন এ শুভেচ্ছা। ভুল হবেনা আশা করছি।ভুল হলে জানাবেন।ইনশাআল্লাহ সমাধান দিবো।

আপনি যদি এই টিউন জানেন তবে অনায়াসে পড়তে পারেন কিন্তু দয়া করে, অন্তত বাজে টিউমেন্ট করবেন না প্লিজ।
খারাপ টিউমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ টিউমেন্ট একজন টিউনার এর পরবর্তি টিউন করার আগ্রহ কমিয়ে দেয়।


YOUTUBE Channel এর custom URL কি?

-url কি এটাতো সবাই জানেন তাই আর বললাম না।
youtune চ্যানালের ক্ষেত্রে custom url হলো, মূলত নিজের বাছাইকৃত একটি সুন্দর সহজ url।

আমাদের ইউটিউবে চ্যানেলের প্রাথমিক url/লিন্ক অনেক বড় আকারের হয়ে থাকে এবং বর্ণ,সংখ্যা ইত্যাদির সমন্বয় থাকে।
যেমনঃ https://www.youtube.com/channel/UCUB67UF66glVTyaUaCkwfIQ

এত বড় url মনে রাখা তো মুখের ব্যাপার না।এটা টাইপ করে আপনার চ্যানেলে ভিজিট করার প্রশ্নই কেউ তুলবে না।এত বড় url মুখস্থ মনেও থাকবে না।
আপনার চ্যানেলঅটি সবার কাছে ছড়িয়ে দেয়ার লক্ষে আপনার চ্যানেলের url এর দিকেও নজর রাখা উচিত।

তাই চ্যানেলের জন্য চাই ছোট্ট একটি সংক্ষিপ্ত লিনক, যা দিয়ে সহজেই আপনার চ্যানেলে কেউ ঢুকতে পারবে

SHORT URL কেমন?

ইউটিউবেও শর্ট url ব্যবহারের সুযোগ আছে।
যেমনঃ
http://youtube.com/bdtipstube
http://youtube.com/c/bdtipstube

এখন আপনিই বলুন কোন url মনে রাখা সহজ?প্রাথমিক নাকি custom url??
আকর্ষণীয় custom url বেছে নিবেন কিভাবে,তা জানার আগে শর্ত গুলো দেখে নিন

১)চ্যানেলের আইকন ও কভার আর্ট থাকতে হবে। আপ্লোড করা অবশ্য করনীয় তাই না করা থাকলে আজই করে নিন।

২)আপনার চ্যানেলের বয়স হতে হবে ৩০ দিন এর অধিক।
৩) আপনার চ্যানেলে ১০০ এর অধিক সাবস্ক্রাইবার থাকতে হবে।
৪)ধরুন আপনার চ্যানেলের নাম BDTIPSTUBE এক্ষেত্রে আপনি youtube.com/bdtipstube ই পাবেন। অন্য কিছু যোগ করতে হলে bdtipstube এর পরে suffix যুক্ত করতে হবে।যেমনঃ
youtube.com/bdtipstubebangla
বা youtube.com/bdtipstube24

অর্থাৎ url এ চ্যানেলের নামের অংশটুকু ছোট করা যাবেনা চাইলে কিছু যোগ দিতে পারবেন কিন্তু কর্তন করতে পারবেন না।

৫)চ্যানেলের শর্ট url চেঞ্জ করা যাাবে বছরে ৩ বার।
তাই বুঝে শুনে কাজ করা ভালো।

Custom Url নেয়া যাকঃ-


প্রথমেই গোগল ক্রোমে desktop view চালু করে
এখানে ক্লিক করুন
তারপর Claim It Here এ ক্লিক করুন

curl

আমি ক্ষমা চেয়ে নিতে চাই কারন আমার চ্যানেলের জন্য অলরেডি Custom url নেয়া শেষ। তাই সম্পূর্ণ টিউন টা স্কিনশট অনুযায়ী করতে না পারায় দুঃখিত। তাই গতকাল আমি আমার চ্যানেলে কাস্টম url নেয়ার সময় যে ভিডিও করেছিলাম তা থেকে হেল্প নিতে পারেন আপনাাদের সুবিধার্থে ভিডিও করে রেখেছিলাম।

দেখে নিন YouTube চ্যানেলে Custom/Short URL তৈরি করার প্রক্রিয়া (ভিডিও)

আজকের টিউন এই পর্যন্তই।পরবর্তিতে আরো ভালো টিউন করবো ইনশাআল্লাহ

~~~তবে চাইলে/ইচ্ছা হলে দেখে নিতে পারেন~~~

৩জি সিমে ৪জি গতিতে নেট চালানোর সেরা ট্রিক

ভালো লাগলে ফেসবুকে BD Tips Tube পেজ -এ লাইক ও ইউটিউবে BD Tips Tube চ্যানেল -এ সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন।

~~~~~~~~~~~~~ooo~~~~~~~~~~~~~

এছাড়াও যোগাযোগ,
MD Moshiur Hossain Piyas

-ধন্যবাদ।
নিজেকে সময় দিন।যত্ন করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।আস সালামু আলাইকুম

Level 1

আমি মোঃ মশিউর হোসেন পিয়াস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে সবাই পারে। শিখতেও সবাই পারে। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে সবাই পারে না।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস