ভিডিও ইডিটিং এর সময় সাইজ নিয়ে বিভ্রান্তির সমাধান

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়ত টুকিটাকি ভিডিও ইডিটিং করে থাকি।
হতে পারে সেটা কোন শর্টফিল্ম বানানোর ক্ষাতিরে কিংবা কোন গেমস এর গেমপ্লে নিয়ে মাঝে মাঝেই হয়ত একটা বিপত্তি দেখা যায়, সেটা হচ্ছে ... ভিডিও ফাইল টির সাইয।
অনেক সময় ফাইল এর আকার এতই বড় হয়ে যায় যে, আপ্লোড করতে একদিন পার হয়ে যায় এই সমস্যার সমাধান আমরা অনেকেই হয়ত জানি। আবার অনেকেই জানিনা ...যারা জানেন না, তারা খুব সহজেই এর সমাধান পেতে পারেন।

ইন্সটল করুন -Handbrake

Download Link : https://handbrake.fr/

এই সফটওয়ার দিয়ে আপনি আপনার ভিডিও ফাইল টির আকার একেবারে ছোট করে নিতে পারবেন, তবে মজার ব্যপার হচ্ছে ... ভিডিও কোয়ালিটি এর বিশেষ কোন তারতম্যই ঘটবে না 🙂

যদিও ঘটে তা এতই সামান্য পরিমানে হবে যে আপনি টের ই পাবেন না।

এরজন্য আপনাকে তেমন কোন কষ্ট করতে হবেনা 🙂

 

কম্পিউটার কিংবা গেমিং সংক্রান্ত যেকোন বিষয়ে কোন সমস্যা থাকলে আপনি শেয়ার করতে পারেন।

আশা করি আপনার সমস্যার সমাধান দিতে পারবো ...

আর Handbrake এর ব্যবহার  বুঝতে সমস্যা হলে নিচের লিঙ্ক থেকে ভিডিও টির সাহায্য নিতে পারেন 🙂

 

 

Level 0

আমি Faysal Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস