Life Hacks [পর্ব-৩০] :: কিভাবে হ্যাক্সো ব্লেড দিয়ে বানাবেন একটি পাওয়ারফুল ওয়াটার হিটার !!!

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। শীত আসছে... কনকনে শীত... সবাইকে অগ্রিম কনকনে শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর এই শীতে ওয়াটার হিটার ছাড়া চলাই মুশকিল।

আজ আপনাদের জন্য তৈরী করে দেখাব, কিভাবে ব্লেড দিয়ে বানাবেন একটি পাওয়ারফুল ওয়াটার হিটার। আশা করি আপনারা যারা প্রযুক্তিপ্রেমি তাদের ব্যাস্ত জীবনে একটু হলেও কাজে দিবে এই ট্রিক্সটি। আসুন শুরু করা যাক, যা যা লাগবে...

ক) হ্যাক্সো ব্লেড

খ)  কাঠের স্টিক/ বাঁশের স্টিক

গ) তার

ঘ) প্লাগ

ঙ) সুতো

শুরুতে হাক্সো ব্লেড ভেঙ্গে সমান দুইভাগে ভাগকরে নিতে হবে। লক্ষ রাখতে হবে যাতে ব্লেডের ফুটো দুইপাশে থাকে।

তারপর হাক্সো ব্লেডের সাথে  তারের সংযোগ দিতে হবে।নিচের চিত্রের মত-

ওয়াটার হিটার ২

তারপর তারের সংযোগকৃত ব্লেডে কাঠের স্টিক নিচের মত লাগাতে হবে এবং সুতো দিতে পেঁচাতে হবে।

ওয়াটার হিটার

 

আশা করি লাগিয়েছেন, এবার প্লাগে তারের কানেকশন দিবেন। 

water heater

তৈরী হয়ে গেল ছোট্ট অসাধারন পাওয়ারফুল ওয়াটার হিটার। পানি গরম করতে বা চা/কফি খেতে উপকারে আসবে এই ওয়াটার হিটারটি। আর ডিম সিদ্ধ করতে লাগবে ৫ মিনিট।

Boil eggs

 

খুব সহজ ব্যাপার, ভিডিওটি দেখলে আরোও ভালোভাবে বুঝতে পারবেন।

ভিডিওটি দেখুন-

আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন।

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস