আল্টিমেইট ফাইল কমপ্রেসশন টেস্ট! কোন সফটওয়্যারটি সবচেয়ে ভালো?

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

ফাইল কমপ্রেস! কমপ্রেস (Compress) এর বাংলা অর্থ হলো সংকুচিত করা বা ছোট করা। আর ফাইল কমপ্রেস এর মানে হলো ফাইলকে সংকুচিত করা। আমরা এই তথ্য প্রযুক্তির যুগে ফাইল কমপ্রেশন শব্দটি প্রায়ই শুনে থাকি। বিশেষ করে যারা নেট থেকে বড় বড় সাইজের ফাইলস নামিয়ে থাকেন কিংবা আপলোড করে থাকেন এবং যারা বড় বড় ফাইলসের ডিক্সের বিজনেস করেন তাদের কাছে এই ফাইল কমপ্রেশন সিস্টেমটি ব্যাপক পরিচিত। ফাইল কমপ্রেসের মাধ্যমে কোনো ফাইলকে কোয়ালিটি ঠিক রেখে তার স্টোরেজ স্পেস কে কমিয়ে আনা হয়ে থাকে। আর ফাইল কমপ্রেসের সবথেকে বহুল ব্যবহৃত এবং বহুল জনপ্রিয় ফরম্যাট হচ্ছে ZIP. জিপ ফরম্যাটটি PKWare কর্তৃক ১৯৮৯ সালে নির্মিত হয়। জিপ ফরম্যাটটি একই কমপ্রেস ফাইলে একই সাথে একাধিক টাইপের ফাইলস সার্পোট করে থাকে।

তবে বর্তমানে জিপ ফাইলের সাথে সাথে rar এবং 7z ফরম্যাটটিও ব্যবহৃত হচ্ছে। কারণ সবার চাহিদা একা জিপ ফরম্যাটটি মেটাতে পারছে না। আজকের টিউনে বর্তমানে ব্যবহৃত প্রায় ১৫টি ভিন্ন ধরনের Achiever সফটওয়্যারের পরীক্ষা নেব আমরা, পরীক্ষা করে দেখবো কোন Achiever সফটওয়্যারটি বর্তমান যুগের জন্য বেস্ট!

তবে বলে রাখা ভালো যে, ফাইল কমপ্রেসের জন্য শুধুমাত্র কমপ্রেস সফটওয়্যারটিই দায়ী থাকে না, এক্ষেত্রে আপনার পিসির ক্ষমতাও অধিকাংশে দায়ী থাকে। আর এ জন্যই একই কমপ্রেস সফটওয়্যারটি দিয়ে কেউ ৯০% ফাইল কমপ্রেস রেশিও করতে পারছে আবার অন্যদিকে কেউ কেউ ২০% এর বেশি কমপ্রেস রেশিওতে যেতে পারছে না!

এবার আমরা যে ১৫টি Achiever সফটওয়্যার ব্যবহার করবো সেগুলোর সম্পর্কে আপনাদেরকে আগে হালকা ধারণা দেওয়া যাক, নিচের সবগুলো সফটওয়্যারই জিপ সফটওয়্যার থেকে ভালো কমপ্রেস সুবিধা দিতে সক্ষম:

১) 7-Zip:

7-Zip: জিপ ফাইলের পরেই পরিচিতি এবং ব্যবহারের দিক থেকে সেভেন জিপ ফাইলের স্থান। সেভেন জিপ সফটওয়্যারটি কমপ্রেসের জন্য তাদের নিজস্ব 7z ফাইল ফরম্যাট ব্যবহার করে থাকে। আর এটি ওপেন সোর্স সফটওয়্যার হওয়ায় কর্পোরেট এবং পারসোনাল ব্যবহারের জন্য ফ্রিতেই পাওয়া যায়। সেভেন জিপ সফটওয়্যারটি কোনো ফাইলকে ৭টি ভিন্ন ধরনের ফরম্যাটে কমপ্রেস করতে পারে এবং ২৫টি ভিন্ন ধরনের ফরম্যাট থেকে ডিকমপ্রেস করতে পারে। আর এটি দিয়ে শুধুমাত্র 7z ফরম্যাটে আপনি বেস্ট কমপ্রেস পারফরমেন্স পাবেন। ভালো পিসি থাকলে আপনি সেভেন জিপ সফটওয়্যারটি দিয়ে ৬ গিগাবাইটের ফাইলকে দেড় গিগাবাইটে কমপ্রেস করিয়ে নিয়ে আসতে পারবেন।

২) ALZip:

ALZip: শুরু দিকে এলজিপ সফটওয়্যারটি শেয়ারওয়্যার হিসেবে থাকলেও এখন এটিকে নির্মাতা কর্তৃক ফ্রি সফটওয়্যার হিসেবে ছাড়া হয়েছে। এলজিপ সফটওয়্যারটি তাদের নিজস্ব ফাইল ফরম্যাট EGG সহ প্রায় ৮টি ভিন্ন ধরনের ফাইল ফরম্যাটে কমপ্রেস এবং ৪০টি ভিন্ন ধরনের ফাইল ফরম্যাট থেকে ডিকমপ্রেস করতে সক্ষম।

৩) B1 Free Achiever:

B1 Free Archivers: বি১ এচিভার সফটওয়্যারটির উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং অ্যান্ড্রয়েড সংস্করণ এখন বাজারে রয়েছে। এটি ব্যবহার করা খুবই সহজ কারণ এই সফটওয়্যারটি মাত্র ২টি ফাইল ফরমেটে কমপ্রেস করতে পারে যেগুলো হলো ZIP এবং এর নিজস্ব B1 Format যেটি LZMA কমপ্রেশন মডিউল ফলো করে। আর অন্যদিকে এই সফটওয়্যারটি 7z এবং ZIPX সহ্য প্রায় ৩০টি ভিন্ন ফরম্যাটের ফাইল ডিকমপ্রেস করতে পারে।

৪) Bandizip:

BandiZip: ব্যান্ডি জিপ হচ্ছে একটি পুরাতন এবং কাজের কমপ্রেশন সফটওয়্যার। এই সফটওয়্যারে শুধুমাত্র কমপ্রেস এবং ডি-কমপ্রেস ফিচারগুলো ছাড়া অন্যকোনো ফিচার দেওয়া হয় নি, যার কারণে আমরা এটিকে একটি সহজ-সরল এচিভার সফটওয়্যার হিসেবে বলতে পারি। ব্যান্ডি জিপ সফটওয়্যারটি ZIPX, RAR, APK, ISO, IMG, XPI, CAB সহ ৮টি ভিন্ন ধরনের ফাইল টাইপে কমপ্রেস করতে পারে এবং ৩৫টি ভিন্ন ধরনের ফাইল ফরম্যাট থেকে ডি-কমপ্রেস করতে পারে। এই সফটওয়্যারটি একটি ইউনিক ফিচার হলো এখানে কমপ্রেসের আগেই এচিভের প্রিভিউ দেখা যায় এবং এক ক্লিকে মাল্টিপল এচিভ থেকে ডি-কমপ্রেস করা যায়।

৫) FreeArc:

Freearc: ফ্রিআর্ক এর একটি ড্রব্যাক হলো এখানে তাদের নিজস্ব arc ফরম্যাট এবং arc ভিক্তিক SFX ফরম্যাট ছাড়া অন্যকোনো ফাইল ফর‌ম্যাটে কমপ্রেস করা যায় না। তবে এটি অনান্য ফাইল ফরম্যাট যেমন ZIP, RAR, 7z, CAB থেকে কোনো সমস্যা ছাড়াই ডি-কমপ্রেস করতে পারে। এটির একটি সুবিধা হলো ভালো পিসিতে এটি 7z এর থেকেও ভালো কমপ্রেশন পারফরমেন্স দিতে পারবে। তবে একটি কথা হলো, আল্ট্রা কমপ্রেস করা arc ফরম্যাট থেকে ডি-কমপ্রেস করতে হলেও আপনার পিসিকে ভালো মানের হতে হবে, না হলে ডি-কমপ্রেস হবে না।

৬) HAMSTER Free ZIP Archiver:

Hamster Free Archiver: শুধুমাত্র ZIP এবং 7z ফরম্যাটের ফাইল কমপ্রেসের সুবিধা নিয়ে এই কমপ্রেশন সফটওয়্যারটি বানানো হয়েছে। আর অন্যদিকে RAR, ISO, CAB সহ ১২ টি ফরম্যাট থেকে ডি-কমপ্রেস করা যাবে এটায়।

৭) HaoZip:

HaoZip: হায়োজিপ হচ্ছে একটি চায়না সফটওয়্যার এবং কমপ্রেশসন থেকেও আরো কিছু আলাদা ফিচার রয়েছে এই সফটওয়্যারে, যাদের মধ্যে রয়েছে পিকচার কনর্ভাটার, ব্যাচ রিনেমার, ব্যাচ স্ট্রিং রিপ্লেসার, MD5 checksum compare, ইমেইজ ভিউয়ার, ভার্চুয়াল ডিক্স মাউন্টেনার সহ আরো অনেক কিছুই! হায়োজিপ সফটওয়্যারটি দিয়ে 7z ফরম্যাট সহ আপনি ১১টি ভিন্ন টাইপের ফাইল ফরম্যাটে কমপ্রেস করতে পারবেন এবং প্রায় ৫০টি ভিন্ন ধরনের ফরম্যাট থেকে ডি-কমপ্রেস করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারের বিল্ট ইন ম্যালওয়্যার/ট্রোজান স্ক্যানারের সাহায্যে ফাইলে ভাইরাসের স্ক্যানও আপনি করিয়ে নিতে পারবেন।

৮) KuaiZip:

KuaiZip: আরেকটি চায়নিজ কমপ্রেস সফটওয়্যার হচ্ছে এই কুয়াইজিপ! উচ্চারণে ভুল হলে ক্ষমা করবেন! কুয়াইজিপে তার নিজস্ব KZ ফাইল ফরম্যাট সহ ZIP এবং 7z ফরমেটে ফাইলস কমপ্রেস করতে পারে এবং প্রায় ৪০টি ফাইল ফরম্যাট থেকে ডি-কমপ্রেস করতে পারবে। এটি দেখতে হায়োজিপের মতোই এবং এটাতেও ভার্চুয়াল ডিক্স মাউন্টের ফিচার রয়েছে। তবে সফটওয়্যারটির নতুন সংস্করণ ২.৩.২টি শুধুমাত্র চাইনিজ ভাষায় পাওয়া যায়।

৯) PeaZip:

PeaZip: এটি আসলে কোনো আলাদা কমপ্রেস সফটওয়্যার নয় কারণ এটি অনান্য কমপ্রেস সফটওয়্যারের frontend কে একত্র করে এর কমপ্রেস এবং ডিকমপ্রেস সিস্টেমটিকে সাজিয়েছে। এই PeaZip সফটওয়্যারটি দিয়ে আপনি প্রায় ১৫০টির বেশি ফাইল ফরম্যাট থেকে ডি-কমপ্রেস এবং ১৬টি ফাইল ফরম্যাটে কমপ্রেস করতে পারবেন।

১০) PKZIP:

PKZIP: জনপ্রিয় কমপ্রেস মেথড ZIP ফরম্যাটটি এই PKWare কোম্পানিই ১৯৮০ দশকের শেষে দিকে নির্মাণ করেছিল এবং তখন PKZIPই ছিলো তখনকার যুগের একমাত্র জিপ এবং আনজিপের সফটওয়্যার। তবে বর্তমানে এটি অন্যদের থেকে বেশ পিছিয়ে রয়েছে, কারণ এটায় শুধুমাত্র ZIP ফরমেটে কমপ্রেস করা যায় এবং ২০টি মতো ফরম্যাট থেকে ডি-কমপ্রেস করা যায়।

১১) PowerArchiver:

PowerArchiver: আপনি যদি দুনিয়ার প্রায় সকল ধরনের কমপ্রেস ফাইল থেকে ডিকমপ্রেস করতে চান তাহলে আপনার পিসিতে অবশ্যই এই পাওয়ার এচিভার সফটওয়্যারটি রেখে দিন। কারণ এই কমপ্রেস সফটওয়্যারটি দিয়ে প্রায় সকল ধরনের ফাইল ফরম্যাট থেকে ফাইলসগুলোকে ডিকমপ্রেস করতে পারবেন। গুগল ড্রাইভ, ড্রপবক্স, স্কাইড্রাইভ এর ক্লাউড ইন্টিগ্রেশন সহ বিল্ড ইন CD/DVD/BDR বার্নার, FTP ক্লায়েন্ট, ভাচুর্য়াল ড্রাইভ মাউন্টার, অটোমেটেড ব্যাকআক অপশন সহ সফটওয়্যারটিতে বেশ কিছু ফিচার রয়েছে।

১২) UltimateZip:

UltimateZip: আল্টিমেইট জিপ হচ্ছে আরেকটি প্রোগ্রাম যেখানে শুধু কমপ্রেস ডিকমপ্রেস ছাড়াও আরো অনান্য ফিচার দিয়ে সফটওয়্যারকে ভারী করে তোলা হয়েছে। এই সফটওয়্যারটি ৯টি ভিন্ন ফরম্যাটে ফাইল কমপ্রেস করতে পারে।

১৩) WinArchiver:

WinArchiver: উইনএচিভার সফটওয়্যারটির একটি ইউনিক ফিচার হলো এটি সরাসরি ফাইলস থেকে PowerISO ফাইল তৈরি করতে পারে! এটি দিয়ে ৫টি ভিন্ন ধরনের ফরম্যাটে আপনি কমপ্রেস করতে পারবেন এবং ৫০টি ভিন্ন ধরনের ফরম্যাট থেকে ডিকমপ্রেস করতে পারবেন।

১৪) WinRAR:

WinRAR: ZIP এবং 7zip ফরম্যাটের সাথে বিগত কয়েক বছরে RAR ফরম্যাটটি বেশ ব্যবহৃত হচ্ছে। আর রার ফরম্যাটটি তৈরি করার জন্য আপনার দরকার হবে WinRAR প্রোগ্রামটি। জিপ সফটওয়্যারের ক্ষেত্রে এই সফটওয়্যারটি বেশ জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত হয়ে থাকে। WinRAR 5.0 সফটওয়্যার সংস্করণের এখন আরো বেশি কমপ্রেস মেথড ব্যবহার করা যাচ্ছে

১৫) WinZip:

WinZip: বিগত ২৩ বছর ধরে জিপ ফাইল আনজিপ এবং কমপ্রেস করার জন্য এই WinZip সফটওয়্যারটি বাজারে রয়েছে। এটি অন্যতম একটি অরিজিনাল এচিভার। এটিতে শুধুমাত্র আপনি ZIP এবং ZIPX ফরম্যাটে কমপ্রেস করতে পারবেন। তবে এখানে কোনো কমপ্রেশন মেথড নেই!

কমপ্রেস এবং ডিকমপ্রেস পরীক্ষা:

এবার আসি পরীক্ষার ব্যাপারে। উপরে উল্লেখিত ১৫টি কমপ্রেস সফটওয়্যারটি ব্যবহার করে কমপ্রেস এবং ডিকমপ্রেস পরীক্ষা করে হয়েছে। আরেকটি কথা হলো, লিস্টে কিছু কিছু Achiever সফটওয়্যার নিয়ে আসা হয়নি, যেমন ZipGenius, IZArc, FuzeZip, jZip, KGB Archiver, TUGZip, WinUHA, UHARC ইত্যাদি সফটওয়্যারগুলোকে বিশেষ কারণবশত টিউনে অন্তর্ভুক্ত করা হয়নি। আর এই টেস্টটি ইন্টেল ডুয়াল কোর E6600 @ 3.06Ghz, ৪ গিগাবাইট DDR3 Ram পিসিতে করা হয়েছে, উইন্ডোজ ৭ ৬৪বিট অপারেটিং সিস্টেমে এবং সকল সফটওয়্যারের ৬৪ বিট সংষ্করণ ব্যবহার করা হয়েছে। আর এক্সট্রাক্টশন টেস্টটি এক হার্ডডিক্স থেকে অন্য হার্ডডিক্সে করা হয়েছে।

মোট ২ ধরনের টেস্ট চালানো হয়েছে, একটি টেস্ট নরমাল কমপ্রেস সেটিংয়ে করা হয়েছে এবং আরেকটি টেস্ট প্রত্যেকটি কমপ্রেস সফটওয়্যারের সবোর্চ্চ কমপ্রেস সেটিংয়ে করা হয়েছে।

আর কি ধরনের ফাইলসকে কমপ্রেস করা হয়েছে সেটা নিচে সিরিয়াল করে দিয়ে দেওয়া হলো:

Archive test #1: ২.৫৪ গিগাবাইটের ২০, ১৯৬টি মিশ্র টাইপে ফাইলস।

Archive test #2: ১.৯১ গিগাবাইটের একটি সিঙ্গেল VMDK ভার্চুয়াল ইমেইজ ফাইল।

Archive test #3: ২০০ মেগাবাইটের ১২৯টি ডুকুমেন্টস, এদের মধ্যে PDF, XLS(X), CSV, DOC(X), TXT and RTF ফাইলস রয়েছে।

Unarchive test#1: ১ম টেস্ট থেকে ডিকমপ্রেস করা হয়েছে।

Unarchive test #2: ২য় টেস্ট থেকে ডিকমপ্রেস করা হয়েছে।

নিচে চিত্রাকারে রেজাল্ট দিয়ে দেওয়া হলো:

জিপ কমপ্রেসশন রেজাল্ট টেবিল:

টেস্টের রেজাল্টে সবুজ রং হচ্ছে বেস্ট স্কোর, হলুদ রং হচ্ছে ২য়, লাল হচ্ছে সর্বশেষ স্থানে আছে। এখানের সকল টাইমিং সেকেন্ড হিসেবে রয়েছে, আর যে সমস্ত সফটওয়্যারের ৬৪বিট সংস্করণ রয়েছে তাদের পাশে x64 লিখে দেওয়া হয়েছে

বিজয়ী: এখানে ডিকমপ্রেস টেস্টে WinRAR ২ বার বিজয়ী হয়েছে, আর ওদিকে কমপ্রেসের টেস্টে PowerArchiver ও ২বার বিজয়ী হছে। আর বাকিগুলো চিত্রেই আপনারা ভালো করে বুঝতে পারছেন।

পরাজয়ী: এই নরমাল জিপ কমপ্রেশের টেস্টে UltimateZip সবথেকে খারাপ পারফরমেন্স দিয়েছে স্পিড এবং আউটপুট ফাইল সাইজে। আর ওদিকে B1 Free Archiver ও অনেক স্লো পারফরমেন্স দিয়েছে।

ম্যাক্সিমাম কমপ্রেশন টেস্ট:

এটি হচ্ছে আসল টেস্ট! প্রতিটি ফাইলসের সাথে প্রতিটি সফটওয়্যারের বেস্ট কমপ্রেশন সেটিংয়ে কি রেজাল্ট আসলো তা নিচের চিত্রে দেখে নিন, কালার কোড আর অনান্য নিয়ম আগের মতোই রয়েছে:

বিজয়ী: ম্যাক্সিমাম কমপ্রেশনের টেস্টে মূল বিজয়ী হচ্ছে Arc ফাইল সিস্টেম! এটি FreeArc এবং PeaZip দুটি দিয়েই সবথেকে ভালো কমপ্রেস রেশিও দিতে পারে আপনাকে। আর অন্যদিকে Bandizip ও ভালো ফলাফল দেখিয়েছে এখানে।

পরাজয়ী: WinRAR এবং WinZip এখানে পরাজয়ী হয়েছে কারণ এদের RAR5 এবং ZIPX ফরম্যাটটি অনান্য সফটওয়্যারের কমপ্রেশনের ধারে কাছেও যায় না। তবে সময়ের দিক থেকে WinRAR বিজয়ী হয়েছে!

পরিশিষ্ট:

১ম টেস্ট নরমাল জিপ কমপ্রেশনে সকল সফটওয়্যারটি ভাল এবং কাছাকাছি মানের পারফরমেন্স দেখিয়েছে। তবে এখানে ফাস্ট কমপ্রেশন প্রোগ্রামগুলোকে বেছে নেওয়াই হবে উত্তম! প্রথম টেস্টে PowerArchiver এবং WinRAR হচ্ছে সবথেকে ফাস্ট, কম সময়ে ফাইল জিপ করার জন্য এবং আনজিপ করার জন্য বেস্ট!

অন্যদিকে ম্যাক্সিমাম কমপ্রেশন টেস্টে সবথেকে ভালো কমপ্রেস রেশিও আপনি Arc ফাইল ফরমেটে পাবেন। টিউনে আমি আগেই বলেছে ভালো মানের পিসি হলে Arc সফটওয়্যারটি দিয়ে আপনি জটিল জটিল কমপ্রেস রেশিও পাবেন! আর এখানে WinRAR সময়ের দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে কিন্তু কমপ্রেস রেশিও দিক থেকে সবথেকে পিছিয়ে রয়েছে।

তো পরিশিষ্টে আমি বলতে পারি, আপনি যদি ZIP ফরম্যাটে ব্যবহার করেন তাহলে PowerArchiver দিয়ে সবথেকে দ্রুততম সময়ের মধ্যে আপনি কাজ সেরে ফেলতে পারবেন, আর যদি স্পিড আর কমপ্রেশনের ব্যালেন্স চান তাহলে WinRAR বা WinZIP ব্যবহার করতে পারেন।

অন্যদিকে বেস্ট কমপ্রেশন পেতে হলে FreeArch ব্যবহার করতে পারেন তবে এখানে কমপ্রেস আর ডি-কমপ্রেস করতে প্রচুর সময় নিবে!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস