ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অনেকেই গ্রামীণফোনের উপর নির্ভরশীল। পোর্টেবিলিটি, স্ট্যাবিলিটির বিচারে আর কোনো প্রতিদন্দ্বি না থাকায় বাধ্য হয়েই আমাদের উচ্চমূল্যের গ্রাহক হতে হয়। সস্তার মধ্যে P6 থাকায় এর গ্রাহক বেশী। তবে ১ গিগা খুব বেশি ব্যান্ডউইথ নয়। অনেকেরই দেখা যায় ১৫-২০ দিনের মাথায় প্যাকেজ শেষ হয়ে যায়। আবার নূতন করে P6 নিতে হয়।
তবে P6 গ্রাহকদের জন্য গ্রামীণফোনের বিশেষ একটি অফার রয়েছে। আমি নিজেও ব্যাপারটা জানতাম না। জানার পর, নিজে পরীক্ষা করে, তারপর সবার সাথে শেয়ার করতে বসলাম।
আপনার P6 যদি ৩০ দিনের আগে শেষ হয়ে যায় তবে আপনি একটি নূতন রেটে ইন্টারনেট সুবিধা পাবেন। সাধারণ চার্জ যেখানে .০২ টাকা/কিলোবাইট আপনি সেখানে ০.০০০২টাকা/কিলোবাইট হারে পাবেন। অর্থাৎ প্রতি মেগাবাইট ভ্যাটসহ মাত্র ২৫ পয়সায় পবেন। ১০ মেগাবাইট ডাটা ব্যবহার করলে ভ্যাটসহ আপনাকে গুনতে হবে মাত্র ২ টাকা ৫০ পয়সা। ১০০ মেগাবাইটের জন্য ২৫ টাকা এভাবে..
এই চার্জ প্রযোজ্য থাকবে আপনার P6 এর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। আর স্পিড পাবেন আগের মতই। কোনো ফেয়ার ইউজেস পলিসি নেই।
সাশ্রয়ী ইউজাররা তথ্যগুলো থেকে উপকৃত হবেন, আশা রাখি।
ভালো থাকবেন। হ্যাপি ব্রাউজিং।
--- নেট মাস্টার
সূত্রঃ গ্রামীণফোনের ওয়েবসাইট
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্যগুলো আগে জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ।