আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে আর একটি টিউন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই বিষয়ে আগে কোন টিউন হয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থী। আজকের টিউনের বিষয় টি হচ্ছে রিদ্মিক কিবোর্ড এর মাধ্যমে মুখে যা বলবেন তা বাংলায় লেখা হয়ে যাবে। এটি করার জন্য প্রথমে ডাউনলোড করে নিন রিদ্মিক কীবোর্ড ও গুগল এপ।
Ridmik keyboard
এবার দুইটি সফটওয়্যার ইন্সটল করুন। গুগল এপ্সটি যদি আপনার ফোনে ডিফল্ট ভাবে দেয়া থাকে তাহলে এটি আপডেট করে নিন। এবার গুগল এপ্সটিতে প্রবেশ করুন নিচের মত উইন্ডো দেখতে পাবেন
এবার মেনু বাটনে ক্লিক করুন
তারপর সেটিংস এ যান
তারপর Voice এ ক্লিক করুন
তারপরও Language-এ ক্লিক করুন
তারপর এখান থেকে বাংলা সিলেক্ট করে সেভ করুন
এরপর নিচে দেখানো ডায়ালগ বক্সটি আসবে এখান থেকে No thanks দিয়ে বেরিয়ে আসুন।
এবার আপনার রিদ্মিক কিবোর্ডের কমা বাটনটিতে ক্লিক করে ধরে রাখুন
তারপর এখান থেকে Select Input Method এ ক্লিক করুন
এখন Google Voice Typing এ ক্লিক করুন
এখন আপনি মুখে যা বলবেন তাই বাংলাতে লেখা হয়ে যাবে
ধন্যবাদ আজকের টিউটরিয়াল দেখার জন্য যদি বুঝতে অসুবিধা হয় নিচের ভিডিওটি দেখতে পারেন
আমি King Nazmul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর ও খুব কাজের পোস্ট ।