প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম। আজকে আমি ফোল্ডার নিয়ে কিছু বিষয় জানাতে চাই। আপনি হয়তো নাম বিহীন ফোল্ডার তৈরি করতে চাইবেন কিংবা ফোল্ডারের ডিফল্ট আইকনটি পরিবর্তন করতে চাইবেন। অথবা আপনার গোপন ফোল্ডারটি লুকিয়ে রাখতে চান। তাহলে এই টিউনটি আপনার জন্য। তাহলে শুরু করছি।
ফোল্ডার তৈরি করলে অবশ্যই নাম দিতে হবে। তবে আপনি চাইলে নাম বিহীন ফোল্ডারও তৈরি করতে পারে। এজন্য আপনার যে ফোল্ডারটি নামহীন করতে চান সেটার নামের জায়গায় একটি ফাকা চিহ্ন বসিয়ে দিন। এজন্য start বাটনে গিয়ে search করুন character map এবার character map এ ক্লিক করুন। নতুন আসা বক্সটি থেকে ফাকা চিহ্নটি কপি করুন এবার আপনার ফোল্ডারটিকে রিনেম করে পেস্ট করুন। ব্যস হয়ে গেলে। কাজটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন।
নতুন ফোল্ডার তৈরি করলে তার একটি ডিফল্ট আইকন থাকে। আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারেন অথবা আইকন ছাড়া ফোল্ডার বানাতে পারেন। এজন্য প্রথমে ফোল্ডারের ওপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করুন। এবার Properties > Customize > Change Icon এ যান। এবার পছন্দ মত আইকন সিলেক্ট করুন অথবা ফাকা আইকন পছন্দ করুন। এবার OK চাপুন। ব্যস হয়ে গেলে। কাজটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন।
আপনার এন্ড্রয়েড ফোনটিকে বানিয়ে ফেলুন সিসিটিভি ক্যামেরা ফ্রি তে
আপনি চাইলে যেকোন ফোল্ডার হাইড বা লুকিয়ে রাখতে পারেন। এজন্য প্রথমে ফোল্ডারের ওপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করুন। এবার Properties > hidden > ok চাপুন। ব্যস লুকানো হয়ে গেল। আবার একে ফিরিয়ে আনতে Control panel থেকে Folder option সিলেক্ট করুন। এবার view e Click করুন। এবার Show hidden files,folders and drivers এ ক্লিক করুন। ব্যস হয়ে গেলে। কাজটি ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুন।
ফেসবুকে সব বন্ধুকে বার্থডে উইশ করুন একবারে
আমি কামরুল হাসান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।