নতুন কম্পিউটার কিনেছেন? এই পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ এখনি সম্পূর্ণ করে নিন!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

প্রথমেই আপনার নতুন কম্পিউটারের জন্য আপনাকে অভিনন্দন জানায়! হ্যাঁ, আপনি এখন এমন এক মেশিনের মালিক যেটার মাধ্যমে ভার্চুয়ালি প্রায় যেকোনো কাজ করা সম্ভব! আপনি কোন কম্পিউটার কিনেছেন সেটা কোন ব্যাপার না, হতে পারে সেটা মাইক্রোসফট সার্ফেস, অথবা কোন কাস্টম বিল্ড পিসি, অথবা যেকোনো উইন্ডোজ ১০ ল্যাপটপ। নতুন কম্পিউটারটি কেমন হলো, কেমন কাজ করবে, কী-বোর্ডের কী গুলো কেমন —এসব নিয়ে চিন্তা করা বাদ দিয়ে এই টিউনে বর্ণিত পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পূর্ণ করে নিন, তারপরে যা ইচ্ছা তা চিন্তা করুণ বসে থেকে...

আপনার অ্যান্টিভাইরাস আপডেট করে নিন

আপনি একদম চকচকে কম্পিউটার শপ থেকে কিনে নিয়ে আসলেন, কিন্তু জানেন কি? —আপনার কম্পিউটার শপ থেকেই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। হ্যাঁ, বর্তমানে কম্পিউটার ভাইরাসের অ্যাফিলিয়েট মার্কেটিং করানো হয়। মানে হ্যাকারের হয়ে অনেক মানুষ টাকার জন্য আপনার কম্পিউটার আক্রান্ত করানোর পেছনে লেগে থাকে। তো আপনি নিশ্চয় চাইবেন না, শপ থেকেই রোগাক্রান্ত কম্পিউটার বাসায় নিয়ে আসতে!

যাই হোক, যদি আপনি কম্পিউটারের সাথে একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনে থাকেন, সর্বপ্রথম সেটাকে আপনার সিস্টেমে ইন্সটল করে নিন। তারপরে অ্যান্টিভাইরাস ডাটাবেজ আপডেট করতে লাগিয়ে দিন। যদি আপনি আলাদা অ্যান্টিভাইরাস সফটওয়্যার নাও কিনে থাকেন, আপনার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সাথে বিল্ডইন ভাবে উইন্ডোজ ডিফেন্ডার রয়েছে, জাস্ট সেটাকে সবার আগে আপডেট করে নিন। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আপডেট করা হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম স্ক্যান দিয়ে দিন!

উইন্ডোজ আপডেট ইন্সটল করুণ

আমি এটা বিশেষ করে লক্ষ্য করেছি, প্রায় অনেকেই উইন্ডোজ আপডেট ইন্সটল করা তো দুরের কথা উইন্ডোজ আপডেট ডিসেবল করে রাখে। ব্যাট উইন্ডোজ আপডেট ডিসেবল করে আপনি কম্পিউটার'কে বিশাল সিকিউরিটি হুমকির মুখে ফেলে দেন।

হ্যাঁ, আপনি হয়তো সামান্য কিছু ডাটা বাঁচানোর জন্য এমনটা করে থাকেন, ব্যাট এতে লাভের চেয়ে ক্ষতির পরিমানই বেশি। রিসেন্ট র‍্যানসমওয়্যার অ্যাটাক নিশ্চয় ভুলে যান নি, যেটা শুধু মাত্র এতোটা সফল হয়েছিলো, কেনোনা মানুষেরা উইন্ডোজ আপডেট ইন্সটল করা নিয়ে উদাসীন ছিল।

দেখুন, উইন্ডোজ আপডেট মানেই কিন্তু সবসময়ই নতুন ফিচার কম্পিউটারে যুক্ত হবে তা কিন্তু নয়। অনেক সময় সিকিউরিটি প্যাচ এবং বাগ ফিক্স করার জন্যও আপডেট প্রদান করা হয়। তাই উইন্ডোজ সর্বদা আপডেটেড রাখা সবচাইতে গুরুত্বপূর্ণ টাস্ক। শুধু নতুন কম্পিউটার কেনার পরেই নয়, এই টাস্ক আপনাকে সারাজীবন চালিয়ে যেতে হবে।

সৌভাগ্যবসত উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে পারে, তাই কখনোই উইন্ডোজ আপডেট বন্ধ করে দিবেন না। একটি কথা পরিষ্কার করে জানিয়ে রাখি, উইন্ডোজ আপডেট যদি নিয়মিত না ইন্সটল করেন, অ্যান্টিভাইরাস সফটওয়্যার কখনোই একাই সকল সিকিউরিটি দিতে সক্ষম নয়।

ফাইল রিকভারি প্রোগ্রাম ইন্সটল করুণ

এই পর্যায়ে এসে আপনি নিশ্চয় আশ্চর্য হলেন, কেন ফাইল রিকভারি প্রোগ্রাম কেন ইন্সটল করতে হবে? হ্যাঁ, আপনি নতুন কম্পিউটার কিনেছেন সাথে আপনি যদি একজন নতুন কম্পিউটার ইউজারও হোন তাহলে ফাইল রিকভারি সফটওয়্যার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেনোনা আপনি ভুল করে যেকোনো ফাইল ডিলিট করে ফেলতে পারেন। আর ডিলিট করা ফাইল ঠিক তখনোই ১০০% রিকভারি করা সম্ভব হয়, ঐ স্থানে যদি আর কোন ফাইল ওভাররাইট না হয়।

ফাইল রিকভারি সফটওয়্যার আগে থেকেই সিস্টেমে ইন্সটল থাকলে, ওভাররাইট ঝুঁকি কমে যায়। মানে আপনি কোন ফাইল ডিলিট করার পরে যখন ফাইল রিকভারি সফটওয়্যার ইন্সটল করবেন, হতে পারে ঐ সফটওয়্যারটি ইন্সটল হওয়ার সময়ই অনেক ফাইল ওভাররাইট করে দেবে! তো বুঝতে পারলেন এর গুরুত্ব! অনেক ফ্রী ফাইল রিকভারি প্রোগ্রাম রয়েছে যেমন- RecuvaPuran File Recovery, Disk Drill, ইত্যাদি। (আপনি যদি চান, আমি সকল বেস্ট ফ্রী ফাইল রিকভারি সফটওয়্যার গুলোর একটি তালিকা তৈরি করে টিউন করে ফেলবো, আপনাকে অবশ্যই টিউমেন্ট সেকশনে রিকোয়েস্ট করতে হবে)

ওএস ক্লোন করে রাখুন

তো নতুন কম্পিউটারের সবকিছু আপডেট করে নিয়েছেন, ব্যাস এবার কম্পিউটার ব্যবহারের জন্য রেডি তাই না? না... এখনো একটু কাজ আছে। আপনার কম্পিউটার এখন বেস্ট অবস্থায় আছে, একেবারে নতুন ওএস, ফাস্ট, জাঙ্ক ফ্রী, ভাইরাস ফ্রী! এরপরে আপনার কম্পিউটারকে নানান সমস্যার সাথে মুকাবিলা করতে হতে পারে।

আমরা যেমন সুখের মুহূর্তের ফটো তুলতে পছন্দ করি, তো কেন কম্পিউটারের সাথে এমনটা নয়? হ্যাঁ,আপনাকে এখন ওএস ক্লোন করে রাখতে হবে। এর মানে হচ্ছে একটি আলাদা এক্সটারনাল হার্ড ড্রাইভে আপনার বর্তমান হার্ড ড্রাইভের ওএস হুবহু কপি করে রাখতে হবে। যখন ভবিষ্যতে কোন সমস্যা দেখা দেবে, আপনি কোন ঝামেলা ছাড়ায় বেস্ট উইন্ডোজ ভার্সন রিস্টোর করতে পারবেন।

অনেক ফ্রী টুল রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি ওএস ক্লোন ইমেজ তৈরি করতে পারবেন, কিন্তু টেকটিউনস আপনাকে EaseUS Todo Backup সফটওয়্যারটি ব্যবহার করার জন্য রেকমেন্ড করে। সফটওয়্যারটির বিস্তারিত রিভিউ, এখান থেকে দেখে নিতে পারেন।

অকাজের প্রোগ্রাম গুলোকে অ্যানইন্সটল করে নিন

হতে পারে আপনার কম্পিউটারে অনেক সফটওয়্যার ইন্সটল করা রয়েছে। যদিও সফটওয়্যার ইন্সটল করা থাকলে সেটা কম্পিউটারের জন্য ক্ষতির কিছু নয়, তবে সফটওয়্যার গুলো যদি অপ্রয়োজনীয় হয়, সেটা অনেকখানি হার্ড ড্রাইভ স্পেস খেয়ে রেখে দেবে। আর গুলোকে অ্যানইন্সটল করার মাধ্যমে আপনি হার্ড ড্রাইভ স্পেস ফাঁকা করতে পারবেন, যেখানে আরো প্রয়োজনীয় ফাইল স্টোর করা সম্ভব হবে।

তাছাড়া অনেক প্রোগ্রাম প্রসেসর, র‍্যাম থেকেও রিসোর্স কিল করে, তাই এটা সবসময়ই বুদ্ধিমানের মতো কাজ, জাস্ট অকাজের সফটওয়্যার গুলোকে কম্পিউটার থেকে রিমুভ করে দেওয়া। কন্ট্রোল প্যানেলে চলে যান, ইন্সটল থাকা সফটওয়্যার গুলোর উপর নজর বুলিয়ে দেখুন, যে সফটওয়্যার গুলো কাজের নয় জাস্ট অ্যানইন্সটল করে দিন। আপনি তৃতীয়পক্ষ অ্যানইন্সটলার প্রোগ্রাম ব্যবহার করেও সফটওয়্যার রিমুভ করতে পারেন।


ব্যাস, এই গুরুত্বপূর্ণ কাজ গুলো শেষ করার পরে এবার আপনার পিসিকে আরামে ব্যবহার করতে শুরু করে দিন। তবে অবশ্যই কি করা যাবে আর কোন বিষয় গুলোর দিকে নজর রাখলে কম্পিউটার'কে সর্বদা নিরাপদ রাখা যাবে এই টিপস গুলো জানতে ভুলবেন না। আমি বহু টাইপের সাইবার সিকিউরিটি রিলেটেড টিউন টিউন করে থাকি, তাই সর্বদা টেকটিউনসের সাথেই থাকুন!

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ 🙂

অসাধারণ ভাইয়া। ধন্যবাদ।

ভাইয়া পোস্টটা কি কপি করলেন ? আপনার সব পোস্ট আমি দেখি । আর শুধু দেখি না , এটা আমি নোট করে রাখি , কিন্তু এই পোস্টটা নোট করতে গিয়ে দেখলাম সেম পোস্ট অন্য সাইটেও আছে ।
https://www.onlinealltipsbd.com/bought-new-computer-complete-five-important-tasks-now/

    আপনার কি দেখে মনে হয়েছে এটি কপি করা পোস্ট? আপনি যে লিঙ্ক দিয়েছেন, আপনি ভুল করেও এই সাইট কখনো ভিজিট করি নি।
    আপনি পোস্ট পাবলিশ ডেটের দিকে দেখলে বুঝতে পারবেন, আপনার সরবরাহ করা লিঙ্কটির পোস্ট পাবলিশ হয়েছে Sep 19, 2017 তারিখে, যেখানে টেকটিউন্সে আমি এই পোস্ট পাবলিশ করেছি 18 September, 2017 তারিখে, আর এখান থেকে সকল বিষয় গুলো প্রমানিত হয়ে যায়।
    আপনি যে লিঙ্ক দিয়েছেন, সেটার সার্চ করেও আসে না, সুতরাং ঐ আর্টিকেল আমি খুঁজে লেখার কোন যুক্তিই আসে না, আপনি কিভাবে খুঁজে পেলেন আল্লাই ভালো জানে। যাই হোক, ১০০% গারেন্টি দিয়ে বলতে পারি, আপনার সরবরাহ করা লিঙ্ক আমার এই পোস্ট থেকে ইংরেজিতে ট্র্যান্সলেট করা। কপি পেস্ট অনেক খারাপ জিনিষ, আর এই জিনিষ আমি জেনে বুঝে কখনোই করবো না, করি না, আর ঐরকম সাইট থেকে তো লাইফ টাইম নয়!

    টেকটিউন্সের টাইম স্ট্যাম্প এর স্টাইল আলাদা, তাই এখানে কতো তারিখে পোস্ট পাবলিশ করা হয়েছে সেটা না দেখিয়ে কোন দিন আগে করা হয়েছে সেটা দেখা হয়, কিন্তু ভাই আপনি যদি এই পেজের সোর্স কোড দেখেন সেক্ষেত্রে সহজেই কন্টেন্ট টাইম পেয়ে যাবেন, content=”2017-09-18T18:20:41+00:00″ (একটু দেখে নেবেন প্লিজ)

আমি তো নিজে ও অবাক ভাইয়া, আপনি জানেন না আপনার সব পোস্ট আমি নোট করে রাখি, এটা নোট করার সময় দেখি একি রকম পোস্ট অন্য সাইটে আছে তাই আপনাকে প্রশ্ন করলাম, রাগ করবেন না প্লিজ । আর আমি সময় টা খুঁজে পাইনাই । না হলে আমি এতো বোকা না যে পোস্ট এর টাইম দেখে ও আপনাকে প্রশ্ন করবো।