আসসালামু আলাইকুম। এর আগে একটা টিউনে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশের সব সংবাদ পত্র এক জায়গায় পড়তে পারবেন। এবার আমি দেখাব কিভাবে খুব সহজেই মুভি(সব BDIX কানেক্টেড সারভার থেকে), বই আর মিঊজিক খুজে পাবেন।
যারা ব্রডব্যান্ড ইউজ করেন তারা আশা করি BDIX কি সে জানেনই। বর্তমানে মুভি ডাউনলোড করার জন্য বাংলাদেশে বেশ কয়েকটা BDIX কানেক্টেড সাইট আছে। তো সেসব সাইটের কোনটায় একটা মুভি আছে তো আরেকটায় নেই। এখন যারা একটা স্পেসিফিক মুভি ডাউনলোড করতে চান, তাদের গুলো সাইটে গিয়ে গিয়ে আলাদা করে খুঁজতে হয় যে কোনটাতে মুভিটা আছে কিংবা কোনটায় সবচেয়ে ভালো কোয়ালিটির রিপ আছে।
তো এইসব প্যারা না নিয়ে যারা এক জায়গা থেকে সব সাইটে সার্চ করে দেখতে চান আরা খুব সহজেই এই সাইট ইউজ করে কাজটা করতে পারেন।
এছাড়া আরও বিভিন্ন সুবিধা আছে সাইটটির। তো চলুন, বিস্তারিত জেনে নেই।
মুভি সার্চঃ
বই সার্চঃ
যাহোক, এর চেয়ে বেশি বিস্তারিত আর কিছু বললাম না সাইটটা সম্পর্কে। আশা করি http://lonthon.com/ আপনাদের কাজে লাগবে 🙂
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।