Yahoo messenger- এ চ্যাট করার সময় ম্যাসেজ দেখা না গেলে

বর্তমান সময়ে ইন্টারনেট এ চ্যাট করার জন্য জনপ্রিয় ম্যাসেন্জার হলো Yahoo messenger.

কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যা সৃষ্টি করে এ বহুল ব্যবহৃত সফটি। এর মধ্যে একটি সমস্যা হলো

ম্যাসেজ টাইপ করার সেন্ড করলে বা বন্ধুদের থেকে কোন ম্যাসেজ আসলে তা চ্যাট উইন্ডোতে দেখা যায় না । এমনকি buzz দিলেও তা দেখা যায় না। অনেক সময় এটি খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব।

প্রথমে  START মেনু হতে RUN যান। এরপর টাইপ করুন REGEDIT এবং ENTER

চাপুন। রেজিষ্ট্রি উইন্ডো ওপেন হলে

HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > CurrentVersion > Internet Settings > Zones এ যান। সেখানে আপনি কয়েকটি ফোল্ডার দেখতে পাবেন (0 1 2 3) এর মত। এই ফোল্ডার গুলোর উপরে আপনি আরেকটি ফোল্ডার with a box type character (zero ফোল্ডার এর উপর) দেখতে পাবেন। box type character ফোল্ডারটি Delete করুন এবং পিসি রিস্টার্ট করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

Level 0

আমি matrixboy87। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ধন্যবাদ আপনাকে।।।।।

    আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ……………………………………।

nice tune thanks

not work this. i can not see any box like this name

শরিফ ভাই, তাহলে ইয়াহু টা রিমুভ করে আবার ইনস্টল করুন। আশা করি তাহলে হয়ে যাবে। আর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

শরিফ ভাই, আপনি এই পদ্ধতিও ট্রাই করতে পারেন । Run এ যান (regsvr32 jscript.dll) ব্র্যাকেটের ভিতর লেখাটা কপি করে দিন এবং এন্টার চাপুন, এরপর আবার Run এ যান এবং (regsvr32 vbscript.dll ) কপি করে দিন এবং এন্টার চাপুন। এরপর পিসি রিস্টার্ট করুন। আশা করি হয়ে যাবে। অথবা, আমার প্রথম পদ্ধতি টা পুনরায় ফলো করুন। ধন্যবাদ।

    thanks bhai.abar kag korche 100% tested by me.

ডিলিট করলাম। রি-স্টার্ট করার আগেই ধন্যবাদটা দিয়ে যাচ্ছি…..আশা করি আমারটায় কাজ করবে।

    কাজ করলো কিনা জানাবেন ভাই, ধন্যবাদ মন্তব্য করার জন্য।

    কাজ হলো কিনা জানাবেন ভাই। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

ধন্যবাদ ।

ধন্যবাদ

Level New

এই সমস্যা টা নিয়ে আমি কিছুদিন আগে আনেক
কস্টে ছিলাম।সামুতে সাহাজ্য চেয়েছি, ওখানে হাসান যোবায়ের
ভাই অনেক ভাবে সাহাজ্য করার চেস্টা করেছেন কিন্তূ
কিছুতেই কিছু হয়নি।তারপর আমি ইয়াহু আর ইউস করাই
ছেরে দিছি।আজ আবার চালু করলাম এবং আপনার দেয়া টিপস
ব্যাবহার করে কাজ করতে পারছি।
অনেক অনেক ধন্যবাদ।

Level New

vai …very thanks…