বর্তমান সময়ে ইন্টারনেট এ চ্যাট করার জন্য জনপ্রিয় ম্যাসেন্জার হলো Yahoo messenger.
কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যা সৃষ্টি করে এ বহুল ব্যবহৃত সফটি। এর মধ্যে একটি সমস্যা হলো
ম্যাসেজ টাইপ করার সেন্ড করলে বা বন্ধুদের থেকে কোন ম্যাসেজ আসলে তা চ্যাট উইন্ডোতে দেখা যায় না । এমনকি buzz দিলেও তা দেখা যায় না। অনেক সময় এটি খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমে START মেনু হতে RUN যান। এরপর টাইপ করুন REGEDIT এবং ENTER
চাপুন। রেজিষ্ট্রি উইন্ডো ওপেন হলে
HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > CurrentVersion > Internet Settings > Zones এ যান। সেখানে আপনি কয়েকটি ফোল্ডার দেখতে পাবেন (0 1 2 3) এর মত। এই ফোল্ডার গুলোর উপরে আপনি আরেকটি ফোল্ডার with a box type character (zero ফোল্ডার এর উপর) দেখতে পাবেন। box type character ফোল্ডারটি Delete করুন এবং পিসি রিস্টার্ট করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
আমি matrixboy87। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ধন্যবাদ আপনাকে।।।।।