সহজেই রিমোট একসেস করার জন্য কিছু ফ্রি অ্যাপস!

রিমোট একসেস! কম্পিউটার জগতে এটি একটি পরিচিত নাম। বিশেষ করে যখন আপনি এক জায়গায় বসে অন্য জায়গার কম্পিউটারগুলোকে নিয়ন্ত্রণ করতে চান তখন আপনি যে প্রযুক্তির মাধ্যমে এই কাজটি করবেন সেটাকেই রিমোট একসেস বলা হয়ে থাকে। রিমোট একসেস সফটওয়্যার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি দুনিয়ার এক স্থানে বসে অন্য স্থানের কম্পিউটারগুলোকে একসেস করতে পারবেন। বিগত কয়েক বছরে এই রিমোট একসেস সফটওয়্যারগুলোতে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে উন্নয়ন সাধিত হয়েছে, যেমন আপনার পরিবর্তনশীল আইপি এড্রেস এর সাথে সাথে অটোমেটিক ডাইনামিক ডিএনএস সার্ভিস সেটিং করা, পোর্ট ফরওর্য়াডিং, ফায়ালওয়ার কনফিগারেশন ইত্যাদি।

সার্ভারের এডমিনিস্টেটররা বাসায় বসেই তাদের সার্ভারের মেইনটেন্স করার জন্য কিংবা অফিসের পিসির ট্রাবলশ্যুট করার জন্য দুরবর্তী আইটি এক্সপার্টরা এসব রিমোট একসেস সফটওয়্যার ব্যবহার করে থাকেন। সাধারণত এসব রিমোট একসেস সফটওয়্যারগুলো সেটিং আপ বেশ ঝামেলাপূর্ণ এবং সময়সাপেক্ষ।

কারণ এখানে বিভিন্ন জিনিসের ম্যানুয়্যাল সেটিং এর দরকার পরে। কিন্তু আপনার যদি অস্থায়ীভাবে এবং দ্রুত কোনো পিসিতে রিমোট একসেস করার প্রয়োজন পরে তাহলে এইসব ফুল সেটিংওয়ালা রিমোট একসেস সফটওয়ারের ইন্সটলের ঝামেলাতে না গিয়ে ডেডিকেটেড রিমোট একসেস সফটওয়্যার এপ্লিকেশনগুলো ব্যবহার করা উচিৎ। এগুলো দ্রুত সেটআপ করা যায় এবং কুইক সেটিং এর মাধ্যমে ব্যবহার উপযোগী হয় বিধায় এগুলোর সাহায্যে আপনি শর্ট টার্ম অনলাইন সার্পোট দিতে পারবেন।

যেমন আপনার আত্নীয় বা বন্ধুর পিসিতে কোনো সফটওয়্যার ইন্সটল করা, বা কোনো ছোটখাট সমস্যার সমাধান করা কিংবা আপনার গ্রামের বাসার পিসিতে কোনো ছোটখাট সমস্যার সমাধান করা ইত্যাদি। আজকের টিউনে আমি এরকম কিছু ফ্রি এবং সহজে ব্যবহারযোগ্য রিমোট একসেস সফটওয়্যার নিয়ে কথা বলতে চলে এসেছি। তো চলুন দেখে নেই টিউনে কি কি সফটওয়্যার রয়েছে:

ক্রোম রিমোট ডেস্কটপ:

গুগলের Chrome Remote Desktop হচ্ছে একটি ফ্রি এপ যেটির মাধ্যমে ক্রোম ওয়েব ব্রাউজ বা ক্রোমবুক থেকেই সরাসরি রিমোট কন্ট্রোল ফিচার ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে রিমোট কনট্রোল সুবিধা উপভোগ করতে চাইলে কিছু রিকোয়ারমেন্টস রয়েছে। সেগুলো হলো দুটি পিসিতেই গুগল ক্রোম ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে, দুটিতেই তাদের গুগল একাউন্টে সাইন করে ২৩ মেগাবাইটের ক্রোম রিমোট ডেস্কটপ এপপটি ইন্সটল করতে হবে এবং সর্বশেষে রিমোট ডেস্কটপ এপটিতে পারমিশন গ্রান্ট করতে হবে।

ক্রোম রিমোট ডেস্কটপ ইন্সটল করার পর এর ব্যবহার খুবই সোজা। যে পিসিকে রিমোটলি কনট্রোল করা হবে সেটিতে লাল রংয়ের শেয়ার বাটনে ক্লিক করতে হবে এবং তারপর ১২ ডিজিটের একটি একসেস কোড পাবেন। এবার এই একসেস কোডটি যিনি রিমোটলি একসেস করবেন তার কাছে পাঠিয়ে দিন, তিনি তার পিসিতে একসেস বাটনে ক্লিক করে উক্ত ১২ ডিজিটের কোডটি টাইপ করে কানেক্ট বাটনে ক্লিক করলেই প্রসেস চালু হবে।

গুগল ক্রোম রিমোট ডেস্কটপ শুধুমাত্র পিসিকে রিমোটলি কনট্রোল করতে পারবে কিন্তু বিভিন্ন উন্নত মানের ফিচার যেমন ফাইল ট্রান্সফার, VOIP ইত্যাদি ফিচারগুলো এতে নেই।

ক্রসলুপ:

CrossLoop একটি রিমোট একসেস মূলক সফটওয়্যার যা বাজারের অন্যান্য রিমোট একসেস সফটওয়্যারগুলোর মতোই কাজ করবে। কিন্তু এই সফটওয়্যারের ফুল ফিচার উপভোগ করতে হলে আপনাকে এর পেইড সংস্করণ ব্যবহার করতে হবে। ক্রসলুপ দিয়ে রিমোট একসেস করতে চাইলে আপনার পিসিতে এবং যে পিসিকে রিমোটলি একসেস করতে চান সেখানেও ক্রসলুপ সফটটি ইন্সটল করতে হবে।

তারপর অন্য পিসি থেকে Share ট্যাবে গিয়ে একসেস কোডটি আপনার পিসিতে Access ট্যাবে এসে লিখার পর Connect বাটনে ক্লিক করলেই প্রসেস শুরু হবে। তবে এই সফটওয়্যারটি ভালোমত কাজ করতে হলে বিভিন্ন থার্ড পার্টি এডিশনাল সফটওয়্যার ইন্সটল করার ঝামেলা রয়েছে।

এছাড়াও ২ মিনিট শেয়ার টাইমআউট ফিচারের জন্যও এটি অনেকেই কাছেই জনপ্রিয়তা লাভ করেনি। আর ফাইল ম্যানেজার ফিচারটি ফ্রি সংস্করণে নেই। তাই যারা দ্রুত এবং অস্থায়ীভাবে রিমোট একসেস সুবিধা উপভোগ করতে চান তাদের জন্য এই সফটওয়্যারটি তেমন কাজের বলে মনে হবে না।

সিক্রিন:

Seecreen একটি ছোট সাইজের ফ্রি রিমোট একসেস সফটওয়্যার। সাইজে অনেক ছোট (মাত্র ৬৬৪ কিলোবাইট) এবং জাভার সাহায্যে চলে বিধায় এটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সে ব্যবহার করা যায় এছাড়াও এই সফটওয়্যারটি তাদের নিজস্ব স্ক্রিণ শেয়ারিং প্রোটকল ব্যবহার করে। এছাড়াও এই সফটওয়্যারে সেশন রেকডিং, ভয়েস চ্যাট এবং ফাইল টান্সফারেরও সুবিধা রয়েছে।

এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য হোষ্ট পিসিতে ক্লায়েন্ট পিসির রিমোট আইডি এবং পাসওর্য়াড লিখে কানেক্ট করলেই প্রসেস শুরু হয়ে যাবে। এই ছোট্ট রিমোট একসেস সফটওয়্যারটি ব্যবহার করার আগে আপনার এবং রিমোট একসেস পিসিতে লেটেস্ট সংস্করণের জাভা ইন্সটল করা থাকতে হবে।

শো মাই পিসি:

ShowMyPC হচ্ছে একটি পেইড এপের ফ্রি সংস্করণ যেটার মাধ্যমে আপনি রিমোট একসেস সুবিধা উপভোগ করতে পারবেন। অনান্য এপের মতোই এখানে রিমোট একসেস সুবিধা পেতে হলে দুটি পিসিতেই এই সফটওয়্যারটি ইন্সটল করে ১২ ডিজিটের একটি পাসওর্য়াড পাবেন যেটি হোস্ট পিসিতে এন্টার করে কানেক্ট বাটনে ক্লি করলেই প্রসেস শুরু হবে। শো মাই পিসি কানেক্টশন এর জন্য P2P কানেক্টশন পদ্ধতি ব্যবহার করে, যদি এই পদ্ধতিতে কানেক্ট করা না যায় তাহলে SSH পদ্ধতিতে কানেক্ট হবার ট্রাই করবে।

আইএম পিসি রিমোট ইন্সট্যান্ট:

imPCRemote Instant হচ্ছে একটি ফ্রি পারমিশন বেইসড রিমোট একসেস টুল যেখানে কানেক্টশনের জন্য UltraVNC পদ্ধতি ব্যবহার করা হয়। এই সফটওয়্যারের দুটি সংস্করণ রয়েছে, একটি হলো ইউজার ভার্সন এবং আরেকটি হলো এডমিন ভার্সন। যে পিসিতে রিমোট একসেস করা হবে সেখানে ইউজার ভার্সন ইন্সটল করতে হবে এবং যে পিসিতে দিয়ে রিমোট একসেস করা হবে সেখানে এডমিন ভার্সনটি ইন্সটল করা থাকতে হবে। তারপর ইউজার ভার্সনের ৯ ডিজিটের পাসওর্য়াডটি এডমিন ভার্সনে টাইপ করে প্রসেসটি শুরু করতে হবে।

এমি এডমিন:

Ammyy Admin সাইজে ছোট এবং নন কর্মাশিয়াল ব্যবহারের জন্য একটি ফ্রি রিমোট একসেস সফটওয়্যার। এর সাইজ মাত্র ৭০০ কিলোবাইট। এই সফটওয়্যার ব্যবহারের করে রিমোট একসেস করতে চাইলে দুটি পিসিতেই এমি এডমিন সফটওয়্যার ইন্সটল করে ৮ ডিজিটের আইডি আদান প্রদানের মাধ্যমেই প্রসেস শুরু করা যায়।

তবে লক্ষ্য রাখতে হবে আইডি কোডের মাধ্যমে প্রতি মাসে ১৫ ঘন্টার জন্য রিমোট কনট্রোল, ফাইল ম্যানেজার, ভয়েস চ্যাট এবং RDP কানেক্টশন সুবিধা উপভোগ করতে পারবেন। তবে সরাসরি আইপি এড্রেস ব্যবহার করে কানেক্ট করা হলে এই লিমিট থাকবে না।

টিম ভিউয়ার:

রিমোট একসেস করার জন্য জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে TeamViewer. এটি অনেক ফিচারসমৃদ্ধ সহজে ব্যবহারযোগ্য এবং প্রায় সব অপারেটিং সিস্টেমকে সার্পোট করে। তাই বেশিরভাগ সময়ই রিমোট একসেস করার জন্য অনেকেই এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন।

যে পিসিতে রিমোট একসেস পেতে চান সেখানে 5MB এর TeamViewer QuickSupport সফটওয়্যারটি ইন্সটল করে ৯ ডিজিটের আইডি কোড এবং ৪ ডিজিটের পাসওর্য়াডটি লিখে নিতে হবে। তারপর হোস্ট পিসিতে পূর্ণাঙ্গ TeamViewer সফটওয়্যারটি ইন্সটল করে উক্ত আইডি ও পাসওর্য়াড লিখে এন্টার করলেই কানেক্ট প্রক্রিয়া শুরু হবে। এই সফটওয়্যারে স্ক্রিণ রেকডিং, ফাইল টান্সফার, বেসিক সিস্টেম ইনফরমেশন শেয়ারিং, রিমোট রিবুটসহ বেশ কিছু ফিচার রয়েছে।

এনিডেস্ক:

আজকের টিউনটি শেষ করছি একটি চমৎকার রিমোট একসেস সফটওয়্যারটি দিয়ে। AnyDesk হচ্ছে একটি ফ্রি রিমোট একসেস প্রোগ্রাম যেখানে ইন্সটলের ঝামেলা নেই, ফাইল টান্সফারের সুবিধা রয়েছে এই প্রোগ্রামটি রাউটার কনফিগারেশনের ছাড়াই ব্যবহার করা যায়।

আজকের টিউনে সবার শীর্ষে আমি এই সফটওয়্যারটি রাখতে চাই কারণ এটার ফ্রি সংস্করণে নন কমার্শিয়াল ভাবে আপনি সকল প্রিমিয়ার ফিচার উপভোগ করতে পারবেন। যেটা TeamViewer এর মতো জনপ্রিয় প্রোগ্রামেও দেওয়া নেই। তবে টিউনে সবার শীর্ষে রাখার মূল কারণ হচ্ছে এই রিমোট একসেস প্রোগ্রামে অন্যান্য প্রোগ্রামে থেকে সবথেকে বেশি স্পিড পাওয়া যায়।

এছাড়াও AnyDesk এর অনান্য ফিচারগুলো হচ্ছে এখানে ক্লিপবোর্ড কনটেন্ট শেয়ার করা যায়, ভিডিও কোয়ালিটি এবং স্পিড এর মধ্যে নিজস্ব সেটিং প্রয়োগ করা যায়, ক্লিপাবোর্ডের মাধ্যমে সহজে ফাইল টান্সফার, পোর্টেবল মোডে চলা অবস্থাও রিমোট পিসিকে রিস্টার্ট দেওয়া যায়, রিমোট পিসিতে সকল প্রকার কিবোর্ড শর্টকাট ব্যবহার করা যায় এবং যেকোনো সময় হোস্ট এবং কায়েন্ট পিসির মধ্যে পজিশন অদলবদল করা সহ ইত্যাদি বিভিন্ন প্রিমিয়াম ফিচার এতে রয়েছে। আর এর সাইজও অনেক ছোট মাত্র ৩ মেগাবাইটের মতো। আজই এই চমৎকার রিমোট একসেস সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।

আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো টপিকে আলোচনা করতে আমি গেমওয়ালা চলে আসবো আপনাদের প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে। সবাই ভালো খাকুন। আর টিউমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Team Viewer একটি জনপ্রিয় এবং ভালো সফটওয়্যার।