আমি এবং আমার দোস্ত আবুল এর মাঝে কথোপকতন !!
আমিঃ কিরে আবুল, কি করতাসোস ?
আবুলঃ কিছু করি না ? মুভি দেখতাসি।
আমিঃ কি প্লেয়ার দিয়া দেখতাসোস ?
আবুলঃ VLC মিডিয়া প্লেয়ার দিয়া।
আমিঃ VLC মিডিয়া প্লেয়ার দিয়া কি সারাজীবন মুভিই দেখসোস ? নাকি অন্য কোন কাজও করসোস ?
আবুলঃ আরও কিছু করছি, ধর গান শুনছি।
আমিঃ আরে আবুল, আমি এইটা কয় নাই। গাজ বাজনা তো দেখসই। শিক্ষনীয় কিছু জানস নি?
আবুলঃ না !!
আমিঃ এর লাইগাই তোর নাম আবুল। আগের দিন তোরে দেখাইছিলাম ক্যামনে VLC মিডিয়া প্লেয়ার দিয়া ভিডিও গান অডিও বানাইবি। আজকে দেখামু ক্যামনে VLC মিডিয়া প্লেয়ার দিয়া কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করবি।
আবুলঃ ওকে !!
(এটি একটি কাল্পনিক কথোপকতন। তাই কারও সাথে মিলিয়া গেলে আমার দোস্ত আবুল দায়ী, আমি না !!)
সবাইকে “টেক পরিবার” এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং বরাবরের মত আমার দোস্ত আবুল এর মত যারা জানেন না তাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি অসাধারন টিপস। আর সেটি হচ্ছে কিভাবে আপনি VLC মিডিয়া প্লেয়ার দিয়ে খুব সহজেই আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড কতে পারবেন।
এজন্য আপনাকে প্রথমে VLC মিডিয়া প্লেয়ারটি ওপেন করতে হবে। তারপর “Media” থেকে “Open Captured Device” এ যাবেন।
তারপর “Captured Mode” দিবেন “Dekstop”।
তারপর “Frame Rate” দিবেন 20 এবং একদম নিচে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিবেন “Convert” কে।
তারপর “Browse” এ ক্লিক করে ফাইল এর নাম দিবেন। আর অবশ্যই নামের শেষে .MP4 দিবেন (যেমনঃ Video.mp4)।
তারপর “Start” এ ক্লিক করলে রেকর্ড শুরু হয়ে যাবে।
রেকর্ড শেষ হলে “Stop” এ ক্লিক করবেন।
আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন এবংভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও VLC মিডিয়া প্লেয়ার দিয়ে খুব সহজেই কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারে।
আর আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম মজার মজার ইনফরমেশন এবং টিপস দিয়ে থাকি। প্রতিদিন এইরকম মজার মজার টিপস পেতে চাইলে, এখানে ক্লিক করে ( SUBSCRIBE করে) ফ্রিতে “টেক পরিবার” এর সদস্য হয়ে যান।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ টিউনটি পরার জন্য। ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার নিজের খেয়াল রাখবেন।
আমি টেক পরিবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পোষ্ট ভাল লাগলে একটা কমেন্ট কইরা যায়েন ভাই ব্রাদাররা !!!