VLC প্লেয়ার দিয়ে মাত্র এক মিনিটে যে কোন ভিডিওকে অডিও করে নিন

“টেকটিউনস” এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের জন্য আজকে একটি অসাধারন টিপস নিয়ে এলাম আর সেটি হচ্ছে কিভাবে আপনি VLC প্লেয়ারের মাধ্যমে যে কোন ভিডিওকে অডিওতে কনভার্ট করে নিবেন মাত্র এক মিনিটে।

আমাদের অনেক সময় ভিভিন্ন ধরনের ভিডিও গান, মুভি (যেমন MP4, AVI) ইত্যাদিকে অডিওতে (MP3, WAV) কনভার্ট করার প্রয়োজন হয়। আর তখন আলাদা করে ভিডিও টু অডিও অথবা MP4 to MP3 কনভার্টার ইনস্টল করার প্রয়োজন হয়। কিন্তু আপনি জানেন কি? আমাদের কম্পিউটারে ইন্সটল থাকা VLC প্লেয়ারটি দিয়ে খুব সহজেই এই কাজটি করতে পারি। তাহলে চলুন দেখে নিই, কিভাবে আপনি আপনার ভিডিওটিকে অডিওতে কনভার্ট করবেন।

  • প্রথমে আপনাকে VLC প্লেয়ারটি ওপেন করতে হবে।
  • ওপেন করার পর Media অপশনটিতে যেতে হবে। তারপর সেখান থেকে Convert/Save অপশনে যাবেন।
  • তারপর Add এ ক্লিক করে যে ফাইলটিকে অডিওতে কনভার্ট করতে চান সেটি সিলেক্ট করে দিবেন।
  • সিলেক্ট করার পর Convert/Save অপশনে ক্লিক করবেন।
  • তারপর Destination File এর এখানে Browse অপশনে ক্লিক করে আপনার অডিও ফাইলটির নাম দিয়ে দিবেন।
  • অবশ্যই এক্সটেনশন .mp3 দিবেন (যেমন test.mp3)।
  • তারপর Profile থেকে Audio-Mp3 সিলেক্ট করে দিবেন।

তারপর Start এ ক্লিক করলেই খুব অল্প সময়ের মধ্যে আপনার ভিডিও ফাইলটি অডিওতে কনভার্ট হয়ে যাবে। আরও বিস্তারিত জানার জন্য নিচের ৩ মিনিটের ছোট ভিডিওটি দেখতে পারেন।

ভিডিওঃ https://www.youtube.com/watch?v=LHJIxUgXwCY

আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ টিউনটি পরার জন্য। ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার নিজের খেয়াল রাখবেন।

Level 0

আমি টেক পরিবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস