আমরা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি তারা অন্য কোন কম্পিউটারে কানেকশনটি ব্যবহার করতে পারি না। কারণ, Local ISP সংযোগ প্রদানের সময় ল্যান কার্ডের Physical Address বা MAC Address টি নেয় এবং শুধুমাত্র ঐ MAC কেই নেটওয়ার্কে এক্সেস করার অনুমতি দেয়। যার ফলে আমরা অন্য পিসিতে একই কানেকশন ব্যবহার করতে পারি না। কিন্তু MAC Address Changer ব্যবহার করে সার্ভিস প্রোভাইডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য পিসিতেও একই সংযোগ ব্যবহার করতে পারবেন।
যে পিসিতে সংযোগটি ব্যবহার করবেন সেটিতে সফটওয়্যারটি ইন্সটল করে নিন। এতে নেটওয়ার্ক কানেকশনটি এবং নেটওয়ার্ক কার্ডের MAC Address দেখতে পাবেন। এখন Change MAC বাটনে ক্লিক করে উপরের খালি বক্সে আপনার NIC এর MAC Address টি টাইপ করে Change Now! বাটনে ক্লিক করলে সাথে সাথে MAC Address টি পরিবর্তন হয়ে যাবে। এবার IP বসিয়ে পিসি Restart করুন এবং উপভোগ করুন। তবে অনুগ্রহ করে অসৎ উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না। ডাউনলোড করুন।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটার জন্য সফটওয়্যার লাগে নাকি! উইন্ডোজে ম্যানুয়াললি ম্যাক চেন্জ করা যায়। এর জন্য সফটওয়ারের দরকার হয়না। আপনি উবুন্টুতেও আপনার প্রকৃত ম্যাক চেন্জ করতে পারবেন কোন সফটওয়ার ছাড়াই।
Vai Kesu monay koran na Tune ta e to 2number ata oshot kaj sara use korbay kevabay
r IPS kay boka banalay to vai r sot thaklam na
hahahah
মিথুন ভাই আপনার ডাউনলোড লিংক কাজ করছে না