আমাদের পৃথিবীতে সবাই ১০০% সুস্থ নই। আমাদের চারিপাশে বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষজন রয়েছেন। একজন প্রতিবন্ধী মানুষের জন্য সাধারণ ভাবে জীবনযাপন করা অনেকটা দুঃসহ হয়ে দাঁড়ায়। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির যুগে স্মার্টফোনে অন্য সবার মতোই প্রতিবন্ধী মানুষদের জন্যও বিশেষ কিছু এপপস রয়েছে। যা আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসলাম।
স্মার্টফোন কিংবা ট্যাবলেট আবিস্কারের পূর্বে প্রতিবন্ধী মানুষদের দেখভাল করা, তাদের টেককেয়ার করাটা ছিলো অনেক কস্ট সাধ্য ব্যাপার। কিন্তু বর্তমান স্মার্টফোনের যুগে প্রতিবন্ধীদের জন্য বিশেষ কিছু এপপসের মাধ্যমে প্রতিবন্ধীদের কেয়ারটেক করা অনেকটা সহজ করে দিয়েছে।
একজন প্রতিবন্ধী মানুষের জন্য একটি স্মার্টফোন অনেক কিছুই করতে পারে। যেমন তারা স্মার্টফোনের সাহায্যে তাদের কথাপোকথন সহজ ভাবে অন্যের কাছে তুলে ধরতে পারে, ইন্টারনেটের সাহায্যে তাদের জানার আগ্রহ বাড়িয়ে তুলতে পারে, সময়মত তাদের মেডিসিন নেওয়ার কথা মনে করিয়ে দিতে পারে একটি স্মার্টফোন, এমনকি অনেক প্রতিবন্ধী মানুষের কাছে স্মার্টফোনই হলো তাদের সব থেকে প্রিয় জিনিস।
যদি আপনি কোনো প্রতিবন্ধী মানুষের দেখভাল করার দায়িত্বে থাকেন, তাহলে আজকের এই পাঁচ ধরনের এপপসের রিভিউ আপনার জন্যই।
দৃষ্টিহীন লোককে শিক্ষা দানের জন্য লুই ব্রেইল নামে একজন ফরসি একটি বাস্তবসম্মত পদ্ধতি আবিস্কার করেন যা ব্রেইল পদ্ধতি বলা হয়। ব্রেইল পদ্ধতিতে ছয়টি উঁচু বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে অক্ষর, সংখ্যা প্রভৃতি প্রকাশ করা হয়। অন্ধ মানুষদের লেখা বুঝাবার জন্য এই ব্রেইল ভাষা শিখতে হয়। এই ব্রেইল ভাষা শেখানোর জন্য স্মার্টফোনগুলোতে এই জাতীয় কিছু অ্যাপস রয়েছে।
আইওএস এর জন্য Learn Braille Alphbet এবং এন্ড্রয়েড এর জন্য Braille Guide নামের অ্যাপস রয়েছে যা ব্রেইল ভাষা শিখার কাজে লাগতে পারে। এপপ দুটির ইন্টারফেস খুবই বাচ্চাসুলভ, ২৬টি ব্রেইল আলফাবেট রয়েছে প্রনাউনসিয়েশন সহ আর প্রাকটিস এক্সারসাইজ তো রয়েছেই। আইওএস এপটি পেইড এপপ আর অন্যদিনে এন্ড্রয়েড এপটি একটি ফ্রি এপপ।
তবে জাতীর বিবেকের কাছে আমার একটি প্রশ্ন: একজন অন্ধ ব্যক্তি কিভাবে স্মার্টফোনের স্ক্রিণে ব্রেইল ভাষা শিখতে পারবে? (লোল)
বধির লোকদের কমিউনিকেশনের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ (Sign Language) শিখতে হয়। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বধির লোকরা তাদের হাতের সাহায্যে বিভিন্ন ইশারার মাধ্যমে অন্যদের সাথে কমিউনিকেট করতে পারেন।
স্মার্টফোনে সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্যেও আলাদা এপপ রয়েছে। আইওএস এর জন্য রয়েছে। Marlee Signs. মার্লি ম্যাটলিন একজন অস্কার জেতা অভিনেত্রী যিনি এই এপটি পরিচালনা করেন, তিনি সাইন ল্যাঙ্গুয়েজে পারদর্শি।
অন্যদিকে এন্ড্রয়েডের জন্য রয়েছে Spread The Sign. বলা হয়ে থাকে স্পেড দ্যা সাইন হচ্ছে বিশ্বের বৃহত্তম সাইন ল্যাঙ্গুয়েজ ডিকশনারী যেখানে ২ লক্ষের উপর সাইন রয়েছে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ শেখার ব্যবস্থা রয়েছে।
ডিলেক্সিয়া (Dyslexia) রোগের নাম শুনেছেন? এটির আরেক নাম reading disorder. কোনো ভাষা সহজ ভাবে বুঝতে পারা, বলতে পারা, লিখতে পারা এবং অন্যের কাছ থেকে শুনে বুঝার অক্ষমতাকে ডিলেক্সিয়া রোগ বলা হয়।
এই রোগে আক্রান্ত মানুষদের জন্য আইওএস প্ল্যাটফর্মে DyslexiaKey নামে একটি এপপ রয়েছে। এই এপপ স্মার্টফোনের সকল অ্যাপ্লিকেশনের অক্ষরগুলোকে মোটা আকার করে দেয় ডিলেক্সিয়া রোগে আক্রান্ত মানুষদের সহজ ভাবে ভাষা বুঝা এবং লেখার জন্য।
অন্যদিকে এন্ড্রয়েডের জন্য Keyboard for Dyslexics নামের একটি এপ রয়েছে। এটি একটি কাস্টমাইজ কিবোর্ড এপপ। এখানে অক্ষরগুলো সহজ ভাবে সাজানো হয়েছে যাতে ডিলেক্সিক মানুষগুলো সহজ ভাবে স্মার্টফোনে টাইপ করতে পারে।
এই রোগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়ার এই পেজ থেকে ঘুরে আসতে পারেন।
অটিজম আক্রান্তদেরকে অটিস্টিক বলা হয়। অটিষ্টিক শিশুদেরকে কেউ কেউ মানসিক প্র্রতিবন্ধী বলে থাকেন। অটিজম শিশুদের একটি বিকাশজনিত সমস্যা। স্মার্টফোনগুলোতে অটিস্টিক জাতীয় এপ খুবই কম রয়েছে, যা দু:খজনক।
আইওএস এর জন্য কিছু অ্যাপস রয়েছে যা আমি উপরের ছবিতে দিয়ে দিয়েছি। এইজাতীয় অ্যাপসগুলো অটিস্টিক লোকদের ল্যাঙ্গুয়েজ স্কিল এবং সোসিয়াল স্কিল বাড়াতে সাহায্য করবে।
অন্যদিকে এন্ড্রয়েডের জন্য আমি Miracle Modus নামের এপপ খুঁজে পেয়েছি। এই এপ একজন অটিস্টিক নির্মাতা বানিয়েছেন। এই এপে উজ্জল আলো আপ ডাউন করবে, হিপনোক্রিট টাইপের রংধনু আসবে আর বিভিন্ন শেইপের আলো ঝলমল করতে থাকবে। যতদূর বুঝেছি এই এপ অটিস্টিক ব্যক্তির নার্ভ ঠান্ডা করতে ব্যবহার করা হয়। আমি এই টাইপের এপপ রিভিউয়ে অভিঞ্জ নই বলে দুঃখ প্রকাশ করছি।
ডাইবেটিকস রোগীদের জন্য স্মার্টফোনে রয়েছে বিশেষ এপপ। এই এপের নাম ডাইবেটিকস লগবুক। এটি একধরণের ডাইবেটিকস ম্যানেজার এপপ যার মাধম্যে ডাইবেটিক আক্রান্ত ব্যক্তি তার দৈনন্দিন জীবনে ডাইবেটিক ডাটাগুলো আপলোড করে কনট্রোল করতে পারবেন। যখন এপপটি দেখবে যে আপনি আপনার লিমিটের বেশি ডাইবেটিক বিরোধী খাবার খাচ্ছেন তখন এপপটি আপনাকে এর্লাট করে দিবে। শুনতে আজব লাগলেও ডাইবেটিকস রোগীদের জন্যেও এই ধরনের এপপ রয়েছে।
আইওএস এর জন্য ডাউনলোড করুন এখানে এবং এন্ড্রয়েডের জন্য ক্লিক করুন এখানে।
টিউনে উল্লেখিত এপপগুলো ছাড়াও হয়তো আরো বিশেষ কিছু এপপ বাজারে রয়েছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষগুলো তাদের জীবনযাপন সহজ করার জন্য স্মার্টফোনের সাহায্য নিচ্ছেন প্রতিনিয়ত। আপনি যদি এসমস্ত আরো অ্যাপসের কথা জেনে থাকেন কিংবা টিউন সম্পর্কে আপনার কোনো মতামত, জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই টিউমেন্টে জানাতে ভূলবেন না। আজ এ পর্যন্তই।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!