সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিবো একটি অসাধারণ ওয়েব সাইটের সাথে, যেখানে আপনি পাবেন সকল প্রকারের প্রয়োজনীয় সফট pre-activated অবস্থায়, যার মানে সফট গুলো এমনিতেই ফুল ভার্সন দেয়া আছে, আপনাকে অহেতুক ভাইরাসযুক্ত crack, keygen নিয়ে মাথা ঘামাতে হবে না।
সাইটির নাম http://www.doniasoft.com/vb/f10.html
সব ঠিক আছে, কিন্তু সমস্যা হল, সাইটটি আরবি ভাষায়। অবশ্য আপনি একে সহজেই ইংলিশে পরিনত করতে পারবেন, এজন্য আপনি সাইটটির একদম নিচে যান। তারপর নিচেরছবির মতো language পরিবর্তন করে English নির্বাচন করুনঃ
এখন ঘটনা হল যে, ভাষা পরিবর্তন করার পরেও ইংলিশ ফন্টগুলো অদ্ভুতভাবে আসতে পারে। এই অসুবিধা দুর করতে আপনি google translator ব্যাবহারকরতে পারেন, তাহলে ইংলিশ ফন্টগুলো একদম সঠিকভাবে আসবে, ছবি দেখুনঃ
সাইটটি ব্যাবহার করতে হলে অবশ্যই registration করতে হবে। এজন্য প্রথমে সাইটটিকে ইংরেজি করে নিন, তাহলে registration করতে সুবিধা হবে।তারপর আর দশটা ফোরামে যেভাবে registration করতে হয়, ঠিক সেভাবেই registration করে e-mail confirm করে লগ ইন করুন:
টিউনটি ভালো লাগল কিনা জানাবেন।
আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।
dekha jak….
Thanks.