আমদের সবারই পিসিতে কোন না কোন ফোল্ডার থাকে যা একান্তই পার্সোনাল। এই ফোল্ডার গুলো হাইড করার জন্য আমরা সাধারণত বিভিন্ন রকমের সফটয়ার ব্যবহার করে থাকি যা পিসির র্যাম ব্যবহার করে সবসময়। আমরা কিন্তু চাইলেই কোন software এর সহায়তা ছাড়াই লক করে ফেলতে পারি আমাদের ফোল্ডার গুলো। যেহেতু কোন সফটয়ার এর দরকার নাই তাই পিসিও অনেক হল্কা থাকে কেননা যত কম সফটওয়ার তত ফাস্ট পিসি। তো চলুন দেখে নি কিভাবে আমরা সফটওয়ার ছারাই লক করবো গোপন ফাইলগুলো।
প্রথমেই desktop এ যেয়ে মাউসের ডান বাটন ক্লিক করে একটি নিউ টেক্সট ফাইল ওপেন করুন এবং সেখানে এই লিঙ্ক থেকে পাওয়া কোড টি পেস্ট করুন। এরপর pass== এর পাশে আপনি যে পাসোয়ার্ড দিতে চান সেটি লিখে টেক্সট ফাইলটি password.bat নাম দিয়ে সেভ করুন। বুঝতে অসুবিধা হলে দেখে ফেলুন নিচের ভিডিও টি...
এরপর password.bat এ ক্লিক করুন। দেখবেন নতুন একটি ফোল্ডার তৈরী হইছে private নামে। আপনি যে যে ফাইল লক করতে চান তা অই ফোল্ডারে প্রবেশ করান। এরপর password.bat এ ক্লিক করুন। দেখবেন cmd ওপেন হবে। সেখানে Y লিখে এন্টার দিন। ব্যস হয়ে গেলো আপনার ফাইল গুলো লক এবং হাইড।
password.bat এ ক্লিক করে password টি ইনপুট দিয়ে এন্টার করুন। এরপর Y দিয়ে এন্টার দিন। ব্যস আনলক হয়ে গেলো। আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝলে ভিডিও টিউটোরিয়াল টি তো আছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আমি অরণ্য ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় অরণ্য ইসলাম,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।